টেক্সটাইল এর GM দের ক্ষমতা কেমন | Textile GM - Textile Lab | Textile Learning Blog
Textile GM General Manager

১. টেক্সটাইল ফেক্টরিতে মালিক এর পর পরিচালনার গুরু দায়িত্বে থাকে একজন GM।

২. এক জন GM এর অধীনে থেকে ডাইং,  ফিনিশিং,  ল্যাব,  স্টোর ম্যানেজার।

৩. ফেক্টরির ছুটি,  ইনক্রিমেন্ট, প্রোমোশন নির্ভর করে GM  এর মর্জির উপর নির্ভর করে।

৪. একজন GM কালার ক্যামিকেল পারচেস করে থাকেন,  আর না করলেও তার পছন্দমত কোম্পানি কালার ক্যামিকেল দিতে পারে।  কালার ক্যামিকেল তাকে ম্যানেজ করতে হয়।

৫. টেক্সটাইল  GM দের মাঝে ডাইং GM এর ক্ষমতা সর্বাধিক।

৬. যেকোন GM এর মুল শক্তি তার সাব কন্ট্রাক্ট পার্টি বা তার বায়ার যেনো ইন হাউস এর কাজের বাইরেও কাজ এনে ফেক্টরি সচল রাখতে পারেন,  এক জন সফল GM হতে আপনাদের হাতে বায়ার থাকা লাগবে।

৭. ফেক্টরিতে সরাসরি বেতন নির্ধারন করতে পারেন একমাত্র GM.

৮. সরাসরি ম্যান পাওয়ার  রিক্রুটমেন্ট এর ক্ষমতা তার হাতে ।

৯.  রেফারেন্স হিসেবে GM বেস্ট,  কারন তিনি নিয়োগ দেন এবং পদ সৃস্টি করেন। 

১০. GM গন জব করেন নিজস্ব গ্রুপ নিয়ে যার ভেতরে থাকে নিজস্ব কিছু বিশ্বত কর্মঠ লোক,  যারা তার নিয়ম কানুনে অভস্থ।

১১. ফেব্রিক ডাইং,  উইভিং,নীটিং  এর চার্জ নির্ধারন করেন GM.

১২. একটি ফেক্টরির GM তার নিজের প্রসেস নিজে নির্ধারন করেন আর ফেক্টরির GM চেঞ্জ এর সাথে সাথে প্রসেস চেঞ্জ হয়ে যায় এর কারন অন্য GM অন্য ক্যামিকেল এবং অন্য প্রসেস ফলো করেন।

১৩. ফেক্টরির GM রেফারেন্স ১০০% কার্জ কারী।

১৪. GM দের মুল ইনকাম সোর্স হচ্ছে ডাইং চার্জ এর উপর কমিশন,  ক্যামিকেল পারচেস এর উপর কমিশন,  ঝুট বা লেফট ওভার বিক্রি।

১৫. এক জন GM  হতে নুনতম ১৫ বছর এর অভিজ্ঞতা লাগে।
চলবে....

টেক্সটাইল এর GM দের ক্ষমতা কেমন | Textile GM

Textile GM General Manager

১. টেক্সটাইল ফেক্টরিতে মালিক এর পর পরিচালনার গুরু দায়িত্বে থাকে একজন GM।

২. এক জন GM এর অধীনে থেকে ডাইং,  ফিনিশিং,  ল্যাব,  স্টোর ম্যানেজার।

৩. ফেক্টরির ছুটি,  ইনক্রিমেন্ট, প্রোমোশন নির্ভর করে GM  এর মর্জির উপর নির্ভর করে।

৪. একজন GM কালার ক্যামিকেল পারচেস করে থাকেন,  আর না করলেও তার পছন্দমত কোম্পানি কালার ক্যামিকেল দিতে পারে।  কালার ক্যামিকেল তাকে ম্যানেজ করতে হয়।

৫. টেক্সটাইল  GM দের মাঝে ডাইং GM এর ক্ষমতা সর্বাধিক।

৬. যেকোন GM এর মুল শক্তি তার সাব কন্ট্রাক্ট পার্টি বা তার বায়ার যেনো ইন হাউস এর কাজের বাইরেও কাজ এনে ফেক্টরি সচল রাখতে পারেন,  এক জন সফল GM হতে আপনাদের হাতে বায়ার থাকা লাগবে।

৭. ফেক্টরিতে সরাসরি বেতন নির্ধারন করতে পারেন একমাত্র GM.

৮. সরাসরি ম্যান পাওয়ার  রিক্রুটমেন্ট এর ক্ষমতা তার হাতে ।

৯.  রেফারেন্স হিসেবে GM বেস্ট,  কারন তিনি নিয়োগ দেন এবং পদ সৃস্টি করেন। 

১০. GM গন জব করেন নিজস্ব গ্রুপ নিয়ে যার ভেতরে থাকে নিজস্ব কিছু বিশ্বত কর্মঠ লোক,  যারা তার নিয়ম কানুনে অভস্থ।

১১. ফেব্রিক ডাইং,  উইভিং,নীটিং  এর চার্জ নির্ধারন করেন GM.

১২. একটি ফেক্টরির GM তার নিজের প্রসেস নিজে নির্ধারন করেন আর ফেক্টরির GM চেঞ্জ এর সাথে সাথে প্রসেস চেঞ্জ হয়ে যায় এর কারন অন্য GM অন্য ক্যামিকেল এবং অন্য প্রসেস ফলো করেন।

১৩. ফেক্টরির GM রেফারেন্স ১০০% কার্জ কারী।

১৪. GM দের মুল ইনকাম সোর্স হচ্ছে ডাইং চার্জ এর উপর কমিশন,  ক্যামিকেল পারচেস এর উপর কমিশন,  ঝুট বা লেফট ওভার বিক্রি।

১৫. এক জন GM  হতে নুনতম ১৫ বছর এর অভিজ্ঞতা লাগে।
চলবে....

কোন মন্তব্য নেই: