ব্যাচ কার্ডের কোনায় কালার লিকারে ভেজানোর কারন জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
কারন :
ব্যাচ কার্ড এর কোনা ভেজানো হয় কালার টা ঠিক আছে কিনা তা দেখার জন্য ।

কিছু তথ্য :

১. ডাই গুলি স্টোর থেকে মেপে আনার পর তাকে ভালো করে গোলানো হয়। ডাই গোলানোর পর কালার সিউর হওয়ার জন্য আমরা সাদা ব্যাচ কার্ড এর কোনাটা চুবিয়ে কালার এর ভিউ দেখি।

২. ওভেন কাপড় এর ক্ষত্রে আগে কালার গোলানোর পরে একটি স্যাম্পল করে দেখা হয় তাই ওভেন ডাইং এক্ষত্রে এটি করা হয় না।

৩. এক্সোস্ট মেথোডে করা ডাইং গুলি সময় ডাই লিকার গোলানোর পর ব্যাচ কার্ড চুবিয়ে নেয়।
যেমন : নীট ডাইং,  ইয়ার্ন ডাইং,  গার্মেন্টস ডাইং।

৪. ব্যাচ কার্ড এর কোনায় কালার থাকলে এটি মেশিনে ঝুলানো থাকে তাই দুর থেকে কার্ডের কোনায় কালার দেখে ফ্লোর এর লোক বোঝে এটি কি কালার মেশিনে চলছে।

৫. কাপড় জখন মেশিনে চলে,  তখন কালার কি জানতে চাইলে,   কিছু কালার এর নামের সাথে হিউ অনুমান করা যায় না তাই কালার এর হিউ বুঝতে এই প্রক্রিয়া করা হয়।

৬. ব্যাচ কার্ড হারিয়ে গেলে কার্ডের কোনার কালার দেখে ফ্লোরে কাপড় খুজে বের করা যায়।

ব্যাচ কার্ডের কোনায় কালার লিকারে ভেজানোর কারন জেনে নিন

কারন :
ব্যাচ কার্ড এর কোনা ভেজানো হয় কালার টা ঠিক আছে কিনা তা দেখার জন্য ।

কিছু তথ্য :

১. ডাই গুলি স্টোর থেকে মেপে আনার পর তাকে ভালো করে গোলানো হয়। ডাই গোলানোর পর কালার সিউর হওয়ার জন্য আমরা সাদা ব্যাচ কার্ড এর কোনাটা চুবিয়ে কালার এর ভিউ দেখি।

২. ওভেন কাপড় এর ক্ষত্রে আগে কালার গোলানোর পরে একটি স্যাম্পল করে দেখা হয় তাই ওভেন ডাইং এক্ষত্রে এটি করা হয় না।

৩. এক্সোস্ট মেথোডে করা ডাইং গুলি সময় ডাই লিকার গোলানোর পর ব্যাচ কার্ড চুবিয়ে নেয়।
যেমন : নীট ডাইং,  ইয়ার্ন ডাইং,  গার্মেন্টস ডাইং।

৪. ব্যাচ কার্ড এর কোনায় কালার থাকলে এটি মেশিনে ঝুলানো থাকে তাই দুর থেকে কার্ডের কোনায় কালার দেখে ফ্লোর এর লোক বোঝে এটি কি কালার মেশিনে চলছে।

৫. কাপড় জখন মেশিনে চলে,  তখন কালার কি জানতে চাইলে,   কিছু কালার এর নামের সাথে হিউ অনুমান করা যায় না তাই কালার এর হিউ বুঝতে এই প্রক্রিয়া করা হয়।

৬. ব্যাচ কার্ড হারিয়ে গেলে কার্ডের কোনার কালার দেখে ফ্লোরে কাপড় খুজে বের করা যায়।

কোন মন্তব্য নেই: