সেড কম্পিউটারে পাস বা CMC পাস করানোর কিছু উপায় :
উপায় আছে ২ টা
১. সেড ডিপ দেখালে , প্রডাকশন এর যে কাপড় টেস্ট করবেন তা নিজের গায়ের কাপড় এর সাথে কিছু ক্ষন ঘষে নিন কাপড় বলতে প্যান্ট, এতে স্যাম্পল এর উপর গ্লোসি ইফেক্ট তৈরি হবে কাপড় এর লাইট রিফ্লেক্টেন্স বেড়ে যাবে আর সেড স্পেক্ট্রোফটোমিটারে পাস দিবে এবং লাইটার শো করবে।
২. আর সেড লাইট হলে ফ্লোরে ফেলে স্যাম্পল ঘষে নিন এতে স্যাম্পল এর ময়ালা লাগবে আর এই এপ্রুভাল এর চেয়ে ডিপ দেখাবে, ধুলা বালি রিডিং স্পেক্ট্রোফটোমিটার আলাদা করতে পারবে না, সেড ডাল আর ডিপ দেখাবে।
নোট : এর ভেতরে সাইন্স খুজে লাভ নেই এভাবে আমরা করি, এটি স্টেন্ডার্ড প্রসিডিউর না বিপদের এর জন্য এটি ব্যাবহার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন