ভালো হিট সেটিং হয়েছে কিনা তা বোঝার কিছু টিপস :
১. নাকের কাছে নিয়ে ঘ্রান নিন, দেখুন বিস্কিট এর ঘ্রান আসে কিনা, আসলে ভালো হিট সেটিং হয়েছে বুঝতে হবে । এটা অনেকটাই স্টেনটার এর উপর নির্ভর করে যেমন থার্মাল অয়েল স্টেনটারে এর করা হিট সেট করা কাপড় এর ঘ্রান এর চেয়ে গ্যাস বার্নার যুক্ত স্টেনটার এর ঘ্রান বেশি অনুভব হয়।
২. কাপড় এর বডিতে হাত দিন দেখুন কাপড় গরম কিনা, কারন টেম্পারেচার ভেতরে ১৮০-২০০ ডিগ্রী থাকে তবে কমন টেম্পারেচার ১৮০ থাকে।
৩. হিট সেটিং এর জন্য মেশিনে আলাদা প্রগ্রাম আছে, যা দিয়ে অটো হীট সেট আর টেম্পারেচার কন্ট্রোল করা যায়।
৪. হিট সেট করা কাপড় এর ইয়োলিশ টোন থাকবে গ্রে কাপড় এর মতো যদি হোয়াইট বের হয় বুঝতে হবে ভালো হিটসেট হয়নি (ওভেন)
৫. হিট সেট এর সময় প্যাডারে সোপিং এজেন্ট ব্যাবহার করা যায়, এতে কাপড় এব্জরবেন্সি ভালো আর অন্য প্রসেস গুলি ভালো হয়।
৬. প্যাডার এর প্রেসার বাড়িয়ে রেখে পিক আপ কমিয়ে রাখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন