ইয়ার্ন ডাইড ফেব্রিক | Yarn Dyed Fabrics - Textile Lab | Textile Learning Blog
ইয়ার্ন ডাইড ফেব্রিক

যে সকল ফেব্রিক গুলি নীটিং বস উইভিং করার পুর্বে ইয়ার্ন কে ডাইং করে নেয়া হয় যা আর পরবর্তিতে ডাইং করা হয় না সে সকল ফেব্রিক কে ইয়ার্ন ডাইড ফেব্রিক বলা।

নীটেড ইয়ার্ন ডাইড ফেব্রিক ২ প্রকার
১.ফিডার স্ট্রাইপ
২.অটো বা ইন্জিনিয়ারিং স্ট্রাইপ।

ওভেনে ইয়ার্ন ডাইড ফেব্রিক ২ প্রকার
১. চেক
২. স্ট্রাইপ
ইয়ার্ন ডাইড ফেব্রিক বায়ার এর অন্যতম চাহিদার ফেব্রিক।   ফিডার স্ট্রাইপ এর নীটিং প্রসিডিওর অটো স্ট্রাইপ থেকে সম্পূর্ন আলাদা । সলিড ডাইড ফেব্রিকে ফেব্রিক তৈরী হওয়ার পর ডাইং করা হয় কিন্তু ইয়ারন ডাইং এ আগে ইয়ার্ন ডাই করা হয় তার পর ফেব্রিক তৈরী করা হয়।

ফিডার স্ট্রাইপ

১. এর এক্সট্রা ডিভাইস বা ফিডার থাকে না কাপড় ফিড করার জন্য।

২.রিপিটিং ইউনিট ছোট প্রায় ১.৯ ইঞ্চি

৩.প্রোডাক্টিভিটি হাই

৪.প্রোডাকশন কস্ট  কম।

৫. ফিডার স্ট্রাইপ গুলি সাধারন মেশিনে ইয়ার্ন আর কালার  অনুযায়ী সাজিয়ে ফিডিং এর মাধ্যামে করা যায়।

অটো স্ট্রাইপ বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ :

১.রিপিটিং ইউনিট বেশি হয় আর রিপিট সাইজ আনলিমিটেড।

২. এর রিপিট সাইজ নুনতম ৪ ইঞ্চি হয় এর উপরে রিপিট সাইজ নির্দস্ট নেই

৩.এর মধ্যে এক্সট্রা ডিভাইস থাকে যার মাধ্যমে কাপড় ফিড করা হয়

৪. প্রোডাকশন ভাল হয়.

৫. কস্টিং ৮-১০% বেশি ফিডার স্ট্রাইপ এর তুলনায় বেশি।

৬. এই কাপড় নীটিং এর জন্য এক্সট্রা ফিডিং ডিভাইস ফিংগার ব্যাবহার করা হয়।

মেশিন স্ট্রাইপ করার জন্য আলাদা অটো স্ট্রাইপ মেশিন আছে যা সিংগেল জার্সি এবং রিব ইন্টারলক উভয় প্রক্রিতির আছে।




ইয়ার্ন ডাইড ফেব্রিক | Yarn Dyed Fabrics

ইয়ার্ন ডাইড ফেব্রিক

যে সকল ফেব্রিক গুলি নীটিং বস উইভিং করার পুর্বে ইয়ার্ন কে ডাইং করে নেয়া হয় যা আর পরবর্তিতে ডাইং করা হয় না সে সকল ফেব্রিক কে ইয়ার্ন ডাইড ফেব্রিক বলা।

নীটেড ইয়ার্ন ডাইড ফেব্রিক ২ প্রকার
১.ফিডার স্ট্রাইপ
২.অটো বা ইন্জিনিয়ারিং স্ট্রাইপ।

ওভেনে ইয়ার্ন ডাইড ফেব্রিক ২ প্রকার
১. চেক
২. স্ট্রাইপ
ইয়ার্ন ডাইড ফেব্রিক বায়ার এর অন্যতম চাহিদার ফেব্রিক।   ফিডার স্ট্রাইপ এর নীটিং প্রসিডিওর অটো স্ট্রাইপ থেকে সম্পূর্ন আলাদা । সলিড ডাইড ফেব্রিকে ফেব্রিক তৈরী হওয়ার পর ডাইং করা হয় কিন্তু ইয়ারন ডাইং এ আগে ইয়ার্ন ডাই করা হয় তার পর ফেব্রিক তৈরী করা হয়।

ফিডার স্ট্রাইপ

১. এর এক্সট্রা ডিভাইস বা ফিডার থাকে না কাপড় ফিড করার জন্য।

২.রিপিটিং ইউনিট ছোট প্রায় ১.৯ ইঞ্চি

৩.প্রোডাক্টিভিটি হাই

৪.প্রোডাকশন কস্ট  কম।

৫. ফিডার স্ট্রাইপ গুলি সাধারন মেশিনে ইয়ার্ন আর কালার  অনুযায়ী সাজিয়ে ফিডিং এর মাধ্যামে করা যায়।

অটো স্ট্রাইপ বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ :

১.রিপিটিং ইউনিট বেশি হয় আর রিপিট সাইজ আনলিমিটেড।

২. এর রিপিট সাইজ নুনতম ৪ ইঞ্চি হয় এর উপরে রিপিট সাইজ নির্দস্ট নেই

৩.এর মধ্যে এক্সট্রা ডিভাইস থাকে যার মাধ্যমে কাপড় ফিড করা হয়

৪. প্রোডাকশন ভাল হয়.

৫. কস্টিং ৮-১০% বেশি ফিডার স্ট্রাইপ এর তুলনায় বেশি।

৬. এই কাপড় নীটিং এর জন্য এক্সট্রা ফিডিং ডিভাইস ফিংগার ব্যাবহার করা হয়।

মেশিন স্ট্রাইপ করার জন্য আলাদা অটো স্ট্রাইপ মেশিন আছে যা সিংগেল জার্সি এবং রিব ইন্টারলক উভয় প্রক্রিতির আছে।




কোন মন্তব্য নেই: