পোকা ডাইং এর জন্য কতোটা ভয়ংকর তা চিন্তা ও করা যায় না :
এই পোকার জন্য আমাদের বাতি নিভিয়ে ডাইং করতে হয়, তা না হলে এই পোকা গুলি ডাইং এর সময় প্যাডার এর নিচে চাপা পড়ে, আর এই গুলি এতোই খারাপ যেখানে এটি পিশে যাবে ওই স্থানে আর কালার ধরবে না ডাইং এর পর কাপড় ওয়াস করলে ওই যায়গা সাদা হয়ে যায়।
গতো বছর আমাদের ৪০০০ মিটার কাপড় এর মধ্যে এর দাগ পড়েছিলো । ব্লিচিং মেশিন এটি বেশি সমস্যা করে। ওভেন ডাইং ফ্লোরে এই সামস্যা গুলি বেশি দেখা যায়।
গার্মেন্টস ফিনিশিং এন্ড প্যাকিং ফ্লোরে এটির জন্য মাঝে মাঝে কাপড় প্যাকিং অফ রাখা হয়।
পোকা জনিত ফল্ট এর নাম ইন্সেক্ট মার্ক
সতর্কতা : এই পোকা গুলির আলোর প্রতি আকর্শন আছে যাই ডাইং মেশিন আর আশেপাশের সব বাতি গুলি নিভিয়ে দিতে হয়। প্রবেশস্থল, জানালা এর মধ্যে ইয়োলো লাইট জ্বালিয়ে রাখতে হয়।
নোট ছবিতে পোকার স্যাম্পল আর বাতি নেভানো অবস্থায় প্রডাকশন এর ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন