পিচ করা কাপড় এর সেড দেখার কিছু নির্দেশনা I Dyeing Tips - Textile Lab | Textile Learning Blog
পিচ করা কাপড় এর সেড দেখার কিছু নির্দেশনা :

ওভেন কাপড় যখন পিচ করা হয় তখন মেশিনে কাপড় সেলাই বরাবার একটু টেনশন ফ্রি করে দেয়া হয় যাতে কার্বন ব্রাশ এর ফ্রিকশনে কাপড় এর জয়েনিং স্টিচ ডেমেজ হয়ে না যায়,  যার জন্য পিচ করা কাপড় গুলির জয়েন এর উভয় দিকে ১ মিটার কাপড় এর পিচ হয় না  আবার ব্রাশ প্রেশার বাড়িয়ে দিলে কাপড় এর পিচিং শুরু হয়ে যায়।   

যেহেতু প্রসেস চলা কালন সময়ে সময় নন পিচ অংশ কেটে ফেলা যায় না তাই ডাইং এর পর কাপড়  এর নন পিচ অংশ থেকে যায়।   যেহেতু মুল কাপড় পিচ করা তাই সেড দেখার সময় কাপড় এর স্টিচ এর কাছ থেকে সেড দেখার সময় কাছাকাছি না কেটে এক মিটার উপরে কাপড় কেটে স্যাম্পল চেক অরা হয় মানে পিচ যে খানে ভালো।


পিচ করা কাপড় এর সেড দেখার কিছু নির্দেশনা I Dyeing Tips

পিচ করা কাপড় এর সেড দেখার কিছু নির্দেশনা :

ওভেন কাপড় যখন পিচ করা হয় তখন মেশিনে কাপড় সেলাই বরাবার একটু টেনশন ফ্রি করে দেয়া হয় যাতে কার্বন ব্রাশ এর ফ্রিকশনে কাপড় এর জয়েনিং স্টিচ ডেমেজ হয়ে না যায়,  যার জন্য পিচ করা কাপড় গুলির জয়েন এর উভয় দিকে ১ মিটার কাপড় এর পিচ হয় না  আবার ব্রাশ প্রেশার বাড়িয়ে দিলে কাপড় এর পিচিং শুরু হয়ে যায়।   

যেহেতু প্রসেস চলা কালন সময়ে সময় নন পিচ অংশ কেটে ফেলা যায় না তাই ডাইং এর পর কাপড়  এর নন পিচ অংশ থেকে যায়।   যেহেতু মুল কাপড় পিচ করা তাই সেড দেখার সময় কাপড় এর স্টিচ এর কাছ থেকে সেড দেখার সময় কাছাকাছি না কেটে এক মিটার উপরে কাপড় কেটে স্যাম্পল চেক অরা হয় মানে পিচ যে খানে ভালো।


কোন মন্তব্য নেই: