ওভেন ডাইং এর জন্য স্টিচ ফেক্টর | Stitch Probem in Woven Dyeing For Woven Dyeing - Textile Lab | Textile Learning Blog
ওভেন ডাইং  এর জন্য স্টিচ ফেক্টর :

ওভেন ডাইং এর একটি কমন সমস্যা বা অসুবিধের মধ্যে স্টিচ মার্ক একটি  মুল সমস্যা,  এই হওয়ার মুল কারন ওভেন কাপড় ব্যাচিং এর দরুন কাপড় গুলি ভেজা  অবস্থায় থাকলে এই ধরনের ফল্ট দেখা যায়।

সাধারনত ওভেন ডাইং কন্টিনিউয়াস প্যাড ব্যাচ ডাইং মেথোডে করে হয় এখানে কাপড় ডাই লিকারে প্যাডিং করে ব্যাচিং করার পর ১২ ঘন্টা রোটেশনে রাখা হয়,  এখানে ভালো ব্যাচিং এর জন্য রোল টূ রোল,  থান বাই থান স্টিচিং গুলি ফ্লাট হওয়া জরুরী নয়তো কাপড় এর স্টিচিং করা স্থান উচু হয়ে থাকে আর ডাইং এর পর যে সকল যায়গায় জয়েনিং ছিলো তার প্রতি জয়েনিং উপরে নিচের কাপড় এর ওয়েফট বরাবর স্টিচ মার্ক পড়ে । এই সমস্যা তখনি হয় যখন তিন সুতার বা থ্রি থ্রেড ওভার লক মেশিন ব্যাবহার করা হয়।  তাই CPB বা ডাইং করার আগে  ডিসাইজিং,  ব্লিচ,  মার্সারাইজেশন,  ওয়াস মেশিনে ২ থ্রেড ওভার লক মেশিন ব্যাবহার করতে হয়।

ওভেন এর ফিনিশিং এর জন্য স্টেনটার মেশিন ব্যাবহার করা হয় তাতে বেশি টেনশনের জন্য কাপড় এর জয়েনিং স্টিচ অনেক স্ট্রং হয়ে হয় তাই কাপড় জয়েনিং এর জন্য ৩ থ্রেড ওভার লক মেশিন ব্যাবহার করা হয় । আর ৩ থ্রেড ওভার লকে সেলাই করা কাপড় যদি রিপ্রসেস বা রিপ্যাড করা লাগলে ওই সেলাই থাকা কাপড়ে এই স্টিচ মার্ক এর সমস্যা হয়। 
আই রিডাইং করা কাপড় আগে চেক করা হয় যেনো তা ৩ থ্রেড এর সেলাই না থাকে


১. এক্রু কালার এর কাপড়  ২ থ্রেড ওভার লক



২. ব্লু কালার এর কাপড় ৩ থ্রেড ওভার লক

ওভেন ডাইং এর জন্য স্টিচ ফেক্টর | Stitch Probem in Woven Dyeing For Woven Dyeing

ওভেন ডাইং  এর জন্য স্টিচ ফেক্টর :

ওভেন ডাইং এর একটি কমন সমস্যা বা অসুবিধের মধ্যে স্টিচ মার্ক একটি  মুল সমস্যা,  এই হওয়ার মুল কারন ওভেন কাপড় ব্যাচিং এর দরুন কাপড় গুলি ভেজা  অবস্থায় থাকলে এই ধরনের ফল্ট দেখা যায়।

সাধারনত ওভেন ডাইং কন্টিনিউয়াস প্যাড ব্যাচ ডাইং মেথোডে করে হয় এখানে কাপড় ডাই লিকারে প্যাডিং করে ব্যাচিং করার পর ১২ ঘন্টা রোটেশনে রাখা হয়,  এখানে ভালো ব্যাচিং এর জন্য রোল টূ রোল,  থান বাই থান স্টিচিং গুলি ফ্লাট হওয়া জরুরী নয়তো কাপড় এর স্টিচিং করা স্থান উচু হয়ে থাকে আর ডাইং এর পর যে সকল যায়গায় জয়েনিং ছিলো তার প্রতি জয়েনিং উপরে নিচের কাপড় এর ওয়েফট বরাবর স্টিচ মার্ক পড়ে । এই সমস্যা তখনি হয় যখন তিন সুতার বা থ্রি থ্রেড ওভার লক মেশিন ব্যাবহার করা হয়।  তাই CPB বা ডাইং করার আগে  ডিসাইজিং,  ব্লিচ,  মার্সারাইজেশন,  ওয়াস মেশিনে ২ থ্রেড ওভার লক মেশিন ব্যাবহার করতে হয়।

ওভেন এর ফিনিশিং এর জন্য স্টেনটার মেশিন ব্যাবহার করা হয় তাতে বেশি টেনশনের জন্য কাপড় এর জয়েনিং স্টিচ অনেক স্ট্রং হয়ে হয় তাই কাপড় জয়েনিং এর জন্য ৩ থ্রেড ওভার লক মেশিন ব্যাবহার করা হয় । আর ৩ থ্রেড ওভার লকে সেলাই করা কাপড় যদি রিপ্রসেস বা রিপ্যাড করা লাগলে ওই সেলাই থাকা কাপড়ে এই স্টিচ মার্ক এর সমস্যা হয়। 
আই রিডাইং করা কাপড় আগে চেক করা হয় যেনো তা ৩ থ্রেড এর সেলাই না থাকে


১. এক্রু কালার এর কাপড়  ২ থ্রেড ওভার লক



২. ব্লু কালার এর কাপড় ৩ থ্রেড ওভার লক

কোন মন্তব্য নেই: