সেড আয়রন করার নিয়ম
ডাইং এর ক্ষত্রে যখন ডাইং প্রসেস চলু থাকে তখন মাঝে মাঝে সেড চেক করতে হয়, সেড চেক এর জন্য ভেজা কাপড় কে ড্রাই করে সেড দেখতে হয় । স্যাম্পল ড্রাই এর উপর সেড এর প্রসেস ইন্সট্রাকশন নির্ভর করে তাই এটি যথাযথ ভাবে ড্রাইং করে নিতে হয়। ড্রাইং প্রক্রিয়া ভুল হলে কাপড় এর ইয়োলো বেড়ে যায় আর এডিশন এজিউম করতে ভুল হয়।
সেড দেখা ড্রাই করার নিয়ম :
১. সেড ড্রাই করার আগে হাত দিয়ে কাপড় ভালো করে স্কুইজ করে নিন।
২. কাপড় স্কুইজ করার পর ড্রাই করার সময় স্যাম্পল এর উপর হোয়াইট বা ব্লিচ করা কাপড় দিয়ে ড্রাই করতে হয়।
৩. ড্রাইং এর সময় কাপড় এর ফেইস সাইড ডাউন করে রাখতে হবে।
৪. ডিরেক্ট আয়রন দেয়া যাবে না, আস্তে আস্তে আয়রন করতে হবে , আয়রন চেপে রাখা যাবে না।
৫. ফেইস সাইডে বেশি প্রেসিং করা যাবে না এতে স্যাম্পলে সাইনিং চলে আসবে।
৬. স্যাম্পল এর সেড দেখানোর জন্য চার কোনা করে বা স্কয়ার করে স্যাম্পল কাটতে হবে।
৭. হোয়াইট কাপড় বেশি হিটে ড্রাই করা যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন