ক্যামিকেল মার্কেটিং জবের সুবিধা অসুবিধা - Textile Lab | Textile Learning Blog
ক্যামিকেল মার্কেটিং জবের সুবিধা অসুবিধা:

১. যে কোন মার্কেটিং জব টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের চাহিদার শির্ষে ছিলো বরাবরের মতোই,  যেমন মেশিন মার্কেটিং,  ক্যামিকেল মার্কেটিং,  ফেব্রিক মার্কেটিং,  এই জব গুলি স্বাধীন জব,  এতে নিজের ক্রিয়েটিভিটি পুর্ন ব্যাবহার করা যায়,  অন্য সব ডিপার্টমেন্ট এর হস্তক্ষেপ কম ।

২.  এখানে জবাব দিহিতার পরিমান কম,  শুধু মাত্র ক্লায়েন্ট দের ক্লেইম গুলি সলভ করা লাগে।

৩. বেশির ভাগ কোম্পানি মাল্টিন্যাশনাল,  তাই জব ফ্যাসিলিটি লোকাল কোম্পানির চেয়ে আলাদা এবং বেশি।

৪. এরা ১০০% ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পায় এবং  ট্রান্সপোর্ট বিল,  লান্স বিল সহ অনেক বাড়তি সুবিধা ভোগ করে।

৫. এদের ডিউটি ডিউরেশন লিমিটেড না বা ডিউটির ব্যাপারে বাধ্য বাধকতা  নেই।

৬. এরা জবের বাইরে সময় ম্যানেজ করে হায়ার স্টাডি করতে পারে,  কারন মার্কেটিং জবে বাধ্যবাধকতা নেই।

৭. বিভিন্ন ফেক্টরি ভিজিটে টেক্সটাইল এর জবের ক্ষত্রে নিজেদের পরিচিতি বাড়ে। বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নিজের পরিচিতি ঘনিস্টতা বাড়ে যেমন MD,  GM,  ED,  Marketing Head,  Director etc.



৮.  কোম্পানির তরফ  থেকে বিভিন্ন  ফরেইন কান্ট্রি ভিজিট করা যায়।

৯. কর্ম পরিবেশের কারনে নিজের মধ্যে অনেক পার্সোনাল সফট স্কিল ডেভেলপ করে যেমন স্পিকিং, প্রেজেন্টেশন,  মটিভেশন, পাবলিক স্পিকিং ।

১০. কাজের দক্ষতা বাড়াতে কোম্পানি মার্কেটিং এর লোক দের সারা বছর সেমিনার,  ট্রেইনিং এর উপর রাখে এতে কোম্পানি এর উপকার পাশাপাশি নিজেদের স্কিল বাড়ে।

১১. রেপুটেটেড কোম্পানি তে জয়েন করতে পারলে, সারভাইব করতে খুব বেশি কস্ট করতে হয় না,  আগে থেকেই মালামাল কোম্পানি নেয়
যেমন:  BASF,  Huntsman 




১২. চায়নিজ , ইন্ডিয়ান , পাকিস্তানি,  শ্রীলংকান,  তুর্কি কোম্পানি এখনো ক্যামিকেল ব্যাবসায় নাম করতে পারেনি বিধায় এদের জব করলে শুরু শুরুতে একটু কস্ট করতে হয়।

১৩. মার্কেটিং জব গুলি টার্গেট বেসিস এর টার্গেট ফিলাপ করতে পারলে আপনি বোনাস পাবেন যা অন্য প্রডাকশন এর জবে পাবেন না ।  প্রডাকশন জবে ২৫ টন থেকে ৩০ টন বাড়ান না কোন বেতন যাই তাই থাকবে।

১৪. মার্কেটিং জব করতে প্রডাকশন GM,  Chemical Store,  Chemical Testing এর লোকদের সাথে সক্ষতা রাখতে হয় । প্রয়োজনে এদের কমিশন %,  ঈদ বোনাস, ট্রিট,  ট্রেইনিং,  গিফট ইত্যাদি দিয়ে বশে রাখতে হয়।  প্রডাকশন GM হাতে না থাকলে ক্যামিকেল এর ব্যাবসা করা যায় না তারা হয়রানি করে।

১৫. বেশির ভাগ কোম্পানিতে দেখা যায় কাজে চাপে ক্যামিকেল এর কোম্পানির ডেলিগেট দের সাথে GM গন সময় দিতে পারেন না,  এতে অনেকেই বিরক্ত হয় বা নতুন অবস্থায় অনেকে সহজ ভাবে ক্যামিকেল ব্যাবহার করতে চান না  তাই অনেক GM বিরক্তি প্রকাশ করেন।  এর জন্য অনেকেই ক্যামিকেল মার্কেটিং এ জব করতে চান না।

১৬.  ক্যামিকেল নতুন অবস্থায় ঢোকাতে অনেক কস্ট হয় কারন ক্যামিকেল এর একটু ভুলে লক্ষ লক্ষ টাকার কাপড় নস্ট হয়,  তার উপর ক্যামিকেল হেজার্ড  ফ্রি হতে  হয় যেমন Azo,  Formaldihide etc তাই টেস্ট ট্রায়াল ছাড়া কেও  ক্যামিকেল নিতে চায় না,  তাই মার্কেটিং জব করতে এই বিষয় গুলি খেয়াল রাখতে হবে।

১৭. মার্কেটিং মেশিন কি ক্যামিকেল সব একঈ একটির অভিজ্ঞতা থাকলে বাকি গুলি পারা যায়।

১৮. টেক্সটাইল মার্কেটিং এর অনেক লোক আছেন যারা এক সাথে দুই তিন ব্রেন্ড এর মার্কেটিং করেন। যার ফলে সবার কাছ থেকে বেতন ভাতা পেয়ে থাকেন।





১৯. মার্কেটিং এর লোক দের একসাথে মার্কেটিং,  ডেলিভারি,  সাপ্লাই,  ফিনেন্স সব ফলো আপ করতে হয়।

২০. ভালো অর্ডার পেতে প্রডাকশন  GM,  ক্যামিকেল টেস্টিং এর লোক,  স্টোর এর লোক দের হাতে রাখতে হয়।

২১. টেক্সটাইল ক্যামিকেল মার্কেটিং এর জন্য ভালো ডাইং দক্ষতা,  টেস্টিং দক্ষতা,  কেমিস্ট্রির দক্ষতা থাকা জরুরী।

২২. আপনার পরিচিতির নেট ওয়ার্ক আপনার কাজের চাপের পরিমান কমাবে।

২৩. টেক্সটাইল থাকলে দেশে ক্যামিকেল এর ব্যাবসা থাকবে তাই ক্যারিয়ার নিয়ে নিশ্চিন্ত থাকুন।  ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে ক্যামিকেল এরি জার্মান,  ইটালি, Uk. ভিত্তিক কোম্পানিতে সুইচ করার চিন্তা করুন।

২৪. এই জবে আপনার দক্ষতার কাজের মুল্যায়ন আছে যা প্রডাকশন এর জবে নেই আর আপনার উন্নতি আপনার প্ররিশ্রম এর উপর নির্ভর করে।

২৫. পরিচিতি ভালো হলে চাইলে নিজেই ব্যাবসা করা যায়।

২৬. টেক্সটাইল খাত যতো দিন থাকবে ততো দিন ক্যামিকেল এর বিষয়ে চিন্তা করা লাগবে না।













job

ক্যামিকেল মার্কেটিং জবের সুবিধা অসুবিধা

ক্যামিকেল মার্কেটিং জবের সুবিধা অসুবিধা:

১. যে কোন মার্কেটিং জব টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের চাহিদার শির্ষে ছিলো বরাবরের মতোই,  যেমন মেশিন মার্কেটিং,  ক্যামিকেল মার্কেটিং,  ফেব্রিক মার্কেটিং,  এই জব গুলি স্বাধীন জব,  এতে নিজের ক্রিয়েটিভিটি পুর্ন ব্যাবহার করা যায়,  অন্য সব ডিপার্টমেন্ট এর হস্তক্ষেপ কম ।

২.  এখানে জবাব দিহিতার পরিমান কম,  শুধু মাত্র ক্লায়েন্ট দের ক্লেইম গুলি সলভ করা লাগে।

৩. বেশির ভাগ কোম্পানি মাল্টিন্যাশনাল,  তাই জব ফ্যাসিলিটি লোকাল কোম্পানির চেয়ে আলাদা এবং বেশি।

৪. এরা ১০০% ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পায় এবং  ট্রান্সপোর্ট বিল,  লান্স বিল সহ অনেক বাড়তি সুবিধা ভোগ করে।

৫. এদের ডিউটি ডিউরেশন লিমিটেড না বা ডিউটির ব্যাপারে বাধ্য বাধকতা  নেই।

৬. এরা জবের বাইরে সময় ম্যানেজ করে হায়ার স্টাডি করতে পারে,  কারন মার্কেটিং জবে বাধ্যবাধকতা নেই।

৭. বিভিন্ন ফেক্টরি ভিজিটে টেক্সটাইল এর জবের ক্ষত্রে নিজেদের পরিচিতি বাড়ে। বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নিজের পরিচিতি ঘনিস্টতা বাড়ে যেমন MD,  GM,  ED,  Marketing Head,  Director etc.



৮.  কোম্পানির তরফ  থেকে বিভিন্ন  ফরেইন কান্ট্রি ভিজিট করা যায়।

৯. কর্ম পরিবেশের কারনে নিজের মধ্যে অনেক পার্সোনাল সফট স্কিল ডেভেলপ করে যেমন স্পিকিং, প্রেজেন্টেশন,  মটিভেশন, পাবলিক স্পিকিং ।

১০. কাজের দক্ষতা বাড়াতে কোম্পানি মার্কেটিং এর লোক দের সারা বছর সেমিনার,  ট্রেইনিং এর উপর রাখে এতে কোম্পানি এর উপকার পাশাপাশি নিজেদের স্কিল বাড়ে।

১১. রেপুটেটেড কোম্পানি তে জয়েন করতে পারলে, সারভাইব করতে খুব বেশি কস্ট করতে হয় না,  আগে থেকেই মালামাল কোম্পানি নেয়
যেমন:  BASF,  Huntsman 




১২. চায়নিজ , ইন্ডিয়ান , পাকিস্তানি,  শ্রীলংকান,  তুর্কি কোম্পানি এখনো ক্যামিকেল ব্যাবসায় নাম করতে পারেনি বিধায় এদের জব করলে শুরু শুরুতে একটু কস্ট করতে হয়।

১৩. মার্কেটিং জব গুলি টার্গেট বেসিস এর টার্গেট ফিলাপ করতে পারলে আপনি বোনাস পাবেন যা অন্য প্রডাকশন এর জবে পাবেন না ।  প্রডাকশন জবে ২৫ টন থেকে ৩০ টন বাড়ান না কোন বেতন যাই তাই থাকবে।

১৪. মার্কেটিং জব করতে প্রডাকশন GM,  Chemical Store,  Chemical Testing এর লোকদের সাথে সক্ষতা রাখতে হয় । প্রয়োজনে এদের কমিশন %,  ঈদ বোনাস, ট্রিট,  ট্রেইনিং,  গিফট ইত্যাদি দিয়ে বশে রাখতে হয়।  প্রডাকশন GM হাতে না থাকলে ক্যামিকেল এর ব্যাবসা করা যায় না তারা হয়রানি করে।

১৫. বেশির ভাগ কোম্পানিতে দেখা যায় কাজে চাপে ক্যামিকেল এর কোম্পানির ডেলিগেট দের সাথে GM গন সময় দিতে পারেন না,  এতে অনেকেই বিরক্ত হয় বা নতুন অবস্থায় অনেকে সহজ ভাবে ক্যামিকেল ব্যাবহার করতে চান না  তাই অনেক GM বিরক্তি প্রকাশ করেন।  এর জন্য অনেকেই ক্যামিকেল মার্কেটিং এ জব করতে চান না।

১৬.  ক্যামিকেল নতুন অবস্থায় ঢোকাতে অনেক কস্ট হয় কারন ক্যামিকেল এর একটু ভুলে লক্ষ লক্ষ টাকার কাপড় নস্ট হয়,  তার উপর ক্যামিকেল হেজার্ড  ফ্রি হতে  হয় যেমন Azo,  Formaldihide etc তাই টেস্ট ট্রায়াল ছাড়া কেও  ক্যামিকেল নিতে চায় না,  তাই মার্কেটিং জব করতে এই বিষয় গুলি খেয়াল রাখতে হবে।

১৭. মার্কেটিং মেশিন কি ক্যামিকেল সব একঈ একটির অভিজ্ঞতা থাকলে বাকি গুলি পারা যায়।

১৮. টেক্সটাইল মার্কেটিং এর অনেক লোক আছেন যারা এক সাথে দুই তিন ব্রেন্ড এর মার্কেটিং করেন। যার ফলে সবার কাছ থেকে বেতন ভাতা পেয়ে থাকেন।





১৯. মার্কেটিং এর লোক দের একসাথে মার্কেটিং,  ডেলিভারি,  সাপ্লাই,  ফিনেন্স সব ফলো আপ করতে হয়।

২০. ভালো অর্ডার পেতে প্রডাকশন  GM,  ক্যামিকেল টেস্টিং এর লোক,  স্টোর এর লোক দের হাতে রাখতে হয়।

২১. টেক্সটাইল ক্যামিকেল মার্কেটিং এর জন্য ভালো ডাইং দক্ষতা,  টেস্টিং দক্ষতা,  কেমিস্ট্রির দক্ষতা থাকা জরুরী।

২২. আপনার পরিচিতির নেট ওয়ার্ক আপনার কাজের চাপের পরিমান কমাবে।

২৩. টেক্সটাইল থাকলে দেশে ক্যামিকেল এর ব্যাবসা থাকবে তাই ক্যারিয়ার নিয়ে নিশ্চিন্ত থাকুন।  ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে ক্যামিকেল এরি জার্মান,  ইটালি, Uk. ভিত্তিক কোম্পানিতে সুইচ করার চিন্তা করুন।

২৪. এই জবে আপনার দক্ষতার কাজের মুল্যায়ন আছে যা প্রডাকশন এর জবে নেই আর আপনার উন্নতি আপনার প্ররিশ্রম এর উপর নির্ভর করে।

২৫. পরিচিতি ভালো হলে চাইলে নিজেই ব্যাবসা করা যায়।

২৬. টেক্সটাইল খাত যতো দিন থাকবে ততো দিন ক্যামিকেল এর বিষয়ে চিন্তা করা লাগবে না।













কোন মন্তব্য নেই: