নীট ফেব্রিক মেশিনে লোডিং এর পুর্বে কিছু ইন্সট্রাকশন - Textile Lab | Textile Learning Blog
নীট ফেব্রিক লোডিং এর পুর্বে কিছু ইন্সট্রাকশন :

১. ফেব্রিক লোডিং এর পুর্বে ব্যাচ দেখে ভালো করে রেসিপি নিয়ে আসতে হবে,  ব্যাচ কার্ড অনুযায়ী রেসিপি সিফট অফিসার থেকে নিয়ে আসতে হবে।

২. ডাইং মেশিন এর লিন্ট ফিল্টার চেক দিতে  হবে আর ময়লা থাকলে তা ভালো করে পরিস্কার করে দিতে হবে।

৩. পাম্প স্পিড ৮৩% রিল স্পিড ৮০ মিটার পার মিনিট রেখে মেশিন স্টার্চ দিতে হবে।

৪.  ফেব্রিক লোডিং এর পুর্বে স্কাওরিং কেমিক্যাল মেশিনে লোড করে তার পর ফেব্রিক লোডিং করতে হবে।

৫. ফেব্রিক লোডিং এর পর ২ সাইকেল বা ৬ মিনিট  ঘুরানোর পর মেশিন এর রিল স্পিড ১২০ মিটার পার মিনিট এর পর ৩ মিনিট ঘুরিয়ে রিল স্পিড এড জাস্ট করতে হবে।

৬. ব্যাচ কার্ড এর ডিটেইল ডায়া,  GSM শিফটিং অফিসার এর নিকট রিপোর্ট করতে হবে।

৭. কাস্টিক সোডা অবশ্যাই গুলিয়ে মেশিনে ডজিং করতে হবে।

৮. পার অক্সাইড অবশ্যাই ৭০ ডিগ্রী তে ১০ মিনিটে ডজিং করতে হবে।

৯. পার অক্সাইড ডজিং এর পর টেম্পারেচার ১১০ করতে হবে মেশিনে টেম্পারেচার গ্রাডিয়েন্ট ৩ ডিগ্রী পার মিনিট  করে দিতে হবে। মানে ৩ ডিগ্রী করে প্রতি মিনিটে বাড়াতে হবে।

১০. টেম্পারেচার আপ ডাউন একই হারে করতে হবে।

নীট ফেব্রিক মেশিনে লোডিং এর পুর্বে কিছু ইন্সট্রাকশন

নীট ফেব্রিক লোডিং এর পুর্বে কিছু ইন্সট্রাকশন :

১. ফেব্রিক লোডিং এর পুর্বে ব্যাচ দেখে ভালো করে রেসিপি নিয়ে আসতে হবে,  ব্যাচ কার্ড অনুযায়ী রেসিপি সিফট অফিসার থেকে নিয়ে আসতে হবে।

২. ডাইং মেশিন এর লিন্ট ফিল্টার চেক দিতে  হবে আর ময়লা থাকলে তা ভালো করে পরিস্কার করে দিতে হবে।

৩. পাম্প স্পিড ৮৩% রিল স্পিড ৮০ মিটার পার মিনিট রেখে মেশিন স্টার্চ দিতে হবে।

৪.  ফেব্রিক লোডিং এর পুর্বে স্কাওরিং কেমিক্যাল মেশিনে লোড করে তার পর ফেব্রিক লোডিং করতে হবে।

৫. ফেব্রিক লোডিং এর পর ২ সাইকেল বা ৬ মিনিট  ঘুরানোর পর মেশিন এর রিল স্পিড ১২০ মিটার পার মিনিট এর পর ৩ মিনিট ঘুরিয়ে রিল স্পিড এড জাস্ট করতে হবে।

৬. ব্যাচ কার্ড এর ডিটেইল ডায়া,  GSM শিফটিং অফিসার এর নিকট রিপোর্ট করতে হবে।

৭. কাস্টিক সোডা অবশ্যাই গুলিয়ে মেশিনে ডজিং করতে হবে।

৮. পার অক্সাইড অবশ্যাই ৭০ ডিগ্রী তে ১০ মিনিটে ডজিং করতে হবে।

৯. পার অক্সাইড ডজিং এর পর টেম্পারেচার ১১০ করতে হবে মেশিনে টেম্পারেচার গ্রাডিয়েন্ট ৩ ডিগ্রী পার মিনিট  করে দিতে হবে। মানে ৩ ডিগ্রী করে প্রতি মিনিটে বাড়াতে হবে।

১০. টেম্পারেচার আপ ডাউন একই হারে করতে হবে।

কোন মন্তব্য নেই: