বেন্ড মার্ক : প্রিট্রিটমেন্ট ফল্ট
ওভেন কাপড় প্রিট্রিটমেন্ট এর সময় ব্লিচিং মেশিনের স্টিমিং চেম্বারে এটি ফল্ট হয় এবং এটি দেখতে হলদে পাট্টার মতো, ওভেন ডাইং এর ভাষায় একে বেন্ড মার্ক বলা হয়।
সম্ভাব্য কারন সমুহ :
১. গ্রে ফেব্রিক এর কাউন্ট মিস টেইক হলে।
২. মেশিন যদি কোন কারন বশত অফ হয়ে যায় তবে স্টিম চেম্বারে থাকা কাপড় গুলি হলদে হয়ে যায় এটি বেন্ড মার্ক এর প্রধান কারন।
৩. পাতলা কাপড় গুলি তে লোয়ার GSM এর কাপড় গুলিতে বেশি বেন্ড মার্ক পড়ে।
প্রতিকার
১. কাপড় কে রিব্লিচ করতে হয়, রিব্লিচ করলে কাপড় আবার তার হারানো হোয়াইটনেস ফিরে পায় । পরে তা মার্সারাইজেশন করে নিলে আর সমস্যা থাকে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন