টেক্সটাইল জব সার্চিং : লিংকড ইন - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল জব সার্চিং টিপস :

যারা টেক্সটাইল জবের জন্য বিডি জবস,  মামা চাচা,  বড় ভাইয়ের উপর নির্ভরলী তাদের জন্য জব সোর্স আছে যার নাম লিংকড ইন,  আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য একটি অপরিচিত মাধ্যম হলেও অন্য সকল ইঞ্জিনিয়ার সাব্জেক্টের স্টুডেন্ট দের জন্য পরিচিত জব সার্চিং এর মাধ্যম । 
লিংকড ইন এর একটি বড় সুবিধা হলো এতে সব মাল্টি ন্যাশনাল কোম্পানির জব পাওয়া যায়,  আবার বাংলাদেশী কিছু স্টেন্ডার্ড নামকরা ফেক্টরি আছে যারা তাদের  জব সার্কুলার এর জন্য লিংকড ইন কে বেছে নেয়।
বিডি জবস এর চেয়ে এটি স্টেন্ডার্ড কারন বিডি জবস এ  জব সিকার উল্টা পাল্টা সিভি পোস্ট করে যার ফলে কোম্পানি গুলি এখন স্টেন্ডার্ড কেন্ডিডেট খোজার জন্য তাদের সোর্স লিংকড ইন।

উপায় 
লিংকড ইনে প্রতিটি অর্গানাইজেশন এর HR Manager,  Recrutement Expart এর প্রোফাইল আছে যারা সার্কুলার গুলি দিয়ে থাকেন এবং তারা কেন্ডিডেট দের করা জব কোয়েরি গুলি উত্তর দিয়ে থাকেন!
তাই এই সোর্স পেতে নিজের একটি  প্রোফাইল বানাতে হবে প্রোফাইল গুলি খুজে বের করতে হবে এবং তাদের সাথে কানেক্টেড হয়ে নিন।  একবার একজনের সাথে কানেক্টেড হয়ে নিলে বাকিদের সাজেশন আকারে খুজে পাবেন।

নোট :
বিডি জবস বা ফেইসবুক নির্ভর না ভিন্ন মাধ্যাম গুলো আপনার নলজে রাখুন।

ছবি
সম্প্রতি মার্ক এন্ড স্পেন্সার এর বাইং লিয়াজু অফিস এর জন্য তাদের এডিমিন এর দেয়া সার্কুলার।ছবিতে ৫৬১ টা কমেন্ট এর অর্থ হলো ৫৬১ জন এর জন্য আগ্রহী অথচ টেক্সটাইল স্টুডেন্ট  প্রায় লক্ষ ছাড়িয়ে।  এই সার্কুলার বিডি জবসে দিলে রেনডম অনেক সিভি সাবমিশন হয় যা থেকে বাছাই করা কঠিন হয়ে পড়ে লিংকড ইনে এক্সপার্ট জব সিকার পাওয়া যায় যারা বরাবরি ক্যারিয়ার সচেতন এদের কাছ থেকে কেন্ডিডেট বাছাই করলে তুলানামুলক ভালো এমপ্লয়ি পাওয়া

যায়।
job

টেক্সটাইল জব সার্চিং : লিংকড ইন

টেক্সটাইল জব সার্চিং টিপস :

যারা টেক্সটাইল জবের জন্য বিডি জবস,  মামা চাচা,  বড় ভাইয়ের উপর নির্ভরলী তাদের জন্য জব সোর্স আছে যার নাম লিংকড ইন,  আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য একটি অপরিচিত মাধ্যম হলেও অন্য সকল ইঞ্জিনিয়ার সাব্জেক্টের স্টুডেন্ট দের জন্য পরিচিত জব সার্চিং এর মাধ্যম । 
লিংকড ইন এর একটি বড় সুবিধা হলো এতে সব মাল্টি ন্যাশনাল কোম্পানির জব পাওয়া যায়,  আবার বাংলাদেশী কিছু স্টেন্ডার্ড নামকরা ফেক্টরি আছে যারা তাদের  জব সার্কুলার এর জন্য লিংকড ইন কে বেছে নেয়।
বিডি জবস এর চেয়ে এটি স্টেন্ডার্ড কারন বিডি জবস এ  জব সিকার উল্টা পাল্টা সিভি পোস্ট করে যার ফলে কোম্পানি গুলি এখন স্টেন্ডার্ড কেন্ডিডেট খোজার জন্য তাদের সোর্স লিংকড ইন।

উপায় 
লিংকড ইনে প্রতিটি অর্গানাইজেশন এর HR Manager,  Recrutement Expart এর প্রোফাইল আছে যারা সার্কুলার গুলি দিয়ে থাকেন এবং তারা কেন্ডিডেট দের করা জব কোয়েরি গুলি উত্তর দিয়ে থাকেন!
তাই এই সোর্স পেতে নিজের একটি  প্রোফাইল বানাতে হবে প্রোফাইল গুলি খুজে বের করতে হবে এবং তাদের সাথে কানেক্টেড হয়ে নিন।  একবার একজনের সাথে কানেক্টেড হয়ে নিলে বাকিদের সাজেশন আকারে খুজে পাবেন।

নোট :
বিডি জবস বা ফেইসবুক নির্ভর না ভিন্ন মাধ্যাম গুলো আপনার নলজে রাখুন।

ছবি
সম্প্রতি মার্ক এন্ড স্পেন্সার এর বাইং লিয়াজু অফিস এর জন্য তাদের এডিমিন এর দেয়া সার্কুলার।ছবিতে ৫৬১ টা কমেন্ট এর অর্থ হলো ৫৬১ জন এর জন্য আগ্রহী অথচ টেক্সটাইল স্টুডেন্ট  প্রায় লক্ষ ছাড়িয়ে।  এই সার্কুলার বিডি জবসে দিলে রেনডম অনেক সিভি সাবমিশন হয় যা থেকে বাছাই করা কঠিন হয়ে পড়ে লিংকড ইনে এক্সপার্ট জব সিকার পাওয়া যায় যারা বরাবরি ক্যারিয়ার সচেতন এদের কাছ থেকে কেন্ডিডেট বাছাই করলে তুলানামুলক ভালো এমপ্লয়ি পাওয়া

যায়।

কোন মন্তব্য নেই: