ওভেন ডাইং এ বাশের ক্লিপ এর ব্যাবহার - Textile Lab | Textile Learning Blog

ওভেন ফেব্রিক ওয়াস করার সময় দেখবা কাপড় এর ভেতর বা কাপড় এর সেলভেজ এর ভেতর বাশ এর ক্লিপ দেয়া হয় তার কারন কি জানেন ???

কারন হলো ওভেন কাপড় জেনো ওয়াস এর পর কুচকে না আসে ,  তা জেনো স্টেইট থাকে,  ব্যাপার খুব মজাদার। ওভেন কাপড় গুলি যখন কমিটিনিউয়াস মেশিনে চালাবেন তখন এর একটি খারাপ প্রবনতা আছে যে এটি পানিতে ভিজলে কাপড় এর সেলভেজ কুঁচকে আসে যেহেতু মেশিন গুলি মেক্সিমাম রোলার বেইজইড তাই কাপড় কে স্ট্রেস করা যায় না কাপড় কুচকে গেলে কাপড়ের অই অংশে ভাংগা বা ক্রিজ পড়ে আর হিটে এই ক্রিজ পার্মানেন্ট হয়ে যায় ।  লাইক্রা কাপড় এর এই কুঁচকে যাওয়ার প্রবনতা বেশি।  আর এই ক্লিপ না দিলে কাপড় এ ক্রিজ পড়বে।

মনে রাখবেন ওয়াস এর পড়া ক্রিজ স্টেনটার এ স্ট্রেস করলে ঠিক  ও  হয় না।

তথ্য:
১. লাইক্রা কাপড় চালাতে RFD,  ডাইং কাপড় চালাতে অবশ্যই ক্লিপ ব্যাবহার করা লাগবে।

২. থানের জয়েনিং এ ডাবল ক্লিপ দিতে হবে।

৩. ক্লিপ গুলি মেশিন আর সামনে খুলে দিতে হবে নতুবা CPB,  বা স্টেনটার এর প্যাডার নস্ট করবে।

৪. অনেক সময় রোলার এর উপর দিয়ে পাসিং এর সময় কাপড় কুচকে যায় এই কুছকানো ঠিক করতে কাপড় এর বিফোরে ক্লিপ দিয়ে রোলার আস করলে তা খুলে নিলে কাপড় এর ভাজ খুলে যাবে।

৫. ক্লিপ ওয়াস,  ব্লিচ মার্সারাইজেশন এর ক্ষত্রে শুধু মাত্র ব্যাবহার করা হয়।

ওভেন ডাইং এ বাশের ক্লিপ এর ব্যাবহার

ওভেন ফেব্রিক ওয়াস করার সময় দেখবা কাপড় এর ভেতর বা কাপড় এর সেলভেজ এর ভেতর বাশ এর ক্লিপ দেয়া হয় তার কারন কি জানেন ???

কারন হলো ওভেন কাপড় জেনো ওয়াস এর পর কুচকে না আসে ,  তা জেনো স্টেইট থাকে,  ব্যাপার খুব মজাদার। ওভেন কাপড় গুলি যখন কমিটিনিউয়াস মেশিনে চালাবেন তখন এর একটি খারাপ প্রবনতা আছে যে এটি পানিতে ভিজলে কাপড় এর সেলভেজ কুঁচকে আসে যেহেতু মেশিন গুলি মেক্সিমাম রোলার বেইজইড তাই কাপড় কে স্ট্রেস করা যায় না কাপড় কুচকে গেলে কাপড়ের অই অংশে ভাংগা বা ক্রিজ পড়ে আর হিটে এই ক্রিজ পার্মানেন্ট হয়ে যায় ।  লাইক্রা কাপড় এর এই কুঁচকে যাওয়ার প্রবনতা বেশি।  আর এই ক্লিপ না দিলে কাপড় এ ক্রিজ পড়বে।

মনে রাখবেন ওয়াস এর পড়া ক্রিজ স্টেনটার এ স্ট্রেস করলে ঠিক  ও  হয় না।

তথ্য:
১. লাইক্রা কাপড় চালাতে RFD,  ডাইং কাপড় চালাতে অবশ্যই ক্লিপ ব্যাবহার করা লাগবে।

২. থানের জয়েনিং এ ডাবল ক্লিপ দিতে হবে।

৩. ক্লিপ গুলি মেশিন আর সামনে খুলে দিতে হবে নতুবা CPB,  বা স্টেনটার এর প্যাডার নস্ট করবে।

৪. অনেক সময় রোলার এর উপর দিয়ে পাসিং এর সময় কাপড় কুচকে যায় এই কুছকানো ঠিক করতে কাপড় এর বিফোরে ক্লিপ দিয়ে রোলার আস করলে তা খুলে নিলে কাপড় এর ভাজ খুলে যাবে।

৫. ক্লিপ ওয়াস,  ব্লিচ মার্সারাইজেশন এর ক্ষত্রে শুধু মাত্র ব্যাবহার করা হয়।

কোন মন্তব্য নেই: