মার্কিং কি এবং জেনে নিন এটি কেনো দেয়া হয় | Woven Fabric Dyeing - Textile Lab | Textile Learning Blog
মার্কিং

ওভেন ডাইং এর কাপড় ডাইং ওয়াস করার পর এভাবে জড়িয়ে রাখা হয় ব্যাচারে,  কিন্তু ব্যাচারে জড়ানোর আগে কাপড় এর জয়েনিং স্টিচ বা কাপড় বিভিন্ন কারন বশত ছীড়ে যেতে পারে,  এর জন্য প্রতিটি মেশিন এর সমনেভ্যে থাকে তার একটি দায়িত্ব থাকে কাপড় ছেড়া ফাটা বের হলে কাপড় জড়ানোর সময় সার সাইডে একটি কাপড় গুজে দিতে হয় যার কিছু অংশ বাইরে বেড়িয়ে থাকে যাতে পরবর্তিতে যাদের মেশিনে চালানো হবে তরা যেনো বুঝতে পারে ছেড়া অংশের অবস্থান।  এতে তারা আগেই ওই অংশ জোড়া দেয়ার প্রস্তুতি নিয়ে রাখতে পারে।

স্যাম্পল কাটার প্রয়োজনে অনেক সময় কাপড় সাইড বাই সাইড কাটা লাগে এটি ও এই মার্কিং দিয়ে বুঝিয়ে দেয়া যায়,  কাপড় চালানোর সময় মার্কিং বরাবর আসলে মেশিন স্লো করে দেয়া হয়,  পরে ছেড়া ফাটা সেলাই করে আবার জোড়া দেয়া হয়।  মার্কিং না দেয়া হলে কাপড় হয় ছিড়ে মেশিনে ঢুকে যাবে এতে সময় নস্ট হয় রোলার দিয়ে কাপড় পরাতে । তাই সতর্কতার জন্য এই ব্যাবস্থা দেয়া হয়।

করনীয়:
১. সেইম কাপড় এর এর মার্কিং দেয়া নিষেধ এতে প্রায় মার্কিং বোঝা যায় না।

২. কাপড় এর উভয় পাশে মার্কিং দেয়া উচিৎ।

৩. কাটা অংশ থেকে ২-৩ মিটার এর মধ্যে এই মার্কিং দিতে হয়।


মার্কিং কি এবং জেনে নিন এটি কেনো দেয়া হয় | Woven Fabric Dyeing

মার্কিং

ওভেন ডাইং এর কাপড় ডাইং ওয়াস করার পর এভাবে জড়িয়ে রাখা হয় ব্যাচারে,  কিন্তু ব্যাচারে জড়ানোর আগে কাপড় এর জয়েনিং স্টিচ বা কাপড় বিভিন্ন কারন বশত ছীড়ে যেতে পারে,  এর জন্য প্রতিটি মেশিন এর সমনেভ্যে থাকে তার একটি দায়িত্ব থাকে কাপড় ছেড়া ফাটা বের হলে কাপড় জড়ানোর সময় সার সাইডে একটি কাপড় গুজে দিতে হয় যার কিছু অংশ বাইরে বেড়িয়ে থাকে যাতে পরবর্তিতে যাদের মেশিনে চালানো হবে তরা যেনো বুঝতে পারে ছেড়া অংশের অবস্থান।  এতে তারা আগেই ওই অংশ জোড়া দেয়ার প্রস্তুতি নিয়ে রাখতে পারে।

স্যাম্পল কাটার প্রয়োজনে অনেক সময় কাপড় সাইড বাই সাইড কাটা লাগে এটি ও এই মার্কিং দিয়ে বুঝিয়ে দেয়া যায়,  কাপড় চালানোর সময় মার্কিং বরাবর আসলে মেশিন স্লো করে দেয়া হয়,  পরে ছেড়া ফাটা সেলাই করে আবার জোড়া দেয়া হয়।  মার্কিং না দেয়া হলে কাপড় হয় ছিড়ে মেশিনে ঢুকে যাবে এতে সময় নস্ট হয় রোলার দিয়ে কাপড় পরাতে । তাই সতর্কতার জন্য এই ব্যাবস্থা দেয়া হয়।

করনীয়:
১. সেইম কাপড় এর এর মার্কিং দেয়া নিষেধ এতে প্রায় মার্কিং বোঝা যায় না।

২. কাপড় এর উভয় পাশে মার্কিং দেয়া উচিৎ।

৩. কাটা অংশ থেকে ২-৩ মিটার এর মধ্যে এই মার্কিং দিতে হয়।


কোন মন্তব্য নেই: