এসবেস্টস ফাইবার :
এসবেস্টস ফাইবার এর একটি বৈশিষ্ট্য আছে এটি তাপ এর কুপরিবাহী এটির এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে এর সাহায্যে ইন্সটলেশন তৈরি করা হয়।
ডাইং মেশিন এর জন্য স্টিম লাইন, স্টেনটার এর থার্মাল ওয়েল এর লাইন কে ইন্সুলেটিং করতে হয় এই ফাইবার এর ব্লাংকেট দিয়ে ।
হিটেড ম্যাটেরিয়াল একটা বৈশিষ্ট্য হলো এটি যখন নিজের তুলনায় আশে পাশের পরিবেশ ঠান্ডা পাবে এটি নিজের তাপ বিকিরণ করবে আর নিজে স্টিম থেকে কন্ডেন্স হয়ে পানিতে রুপান্তরিত হবে যার ফলে এটি হীট পরিবহন কপ্রতে পারবে না।
টেক্সটাইল ডাইং ফিনিশিং মেশিন গুলিতে কন্সটেন্ট আর আন ইন্টারাপ্টেড হীট প্রদান করা জরুরী নয়তো হিট আর আপ ডাউন জনিত কারনে কাপড়ের সেডের নানা প্রকার সমস্যা আর ফল্টের উদ্ভব হবে।
এই কারনে টেক্সটাইল ডাইং মেশিন এর হিটিং স্টিম লাইন এবং স্টেনটার এর থার্মাল ওয়েল লাইন কে এসবেস্টস এর ব্লাংকেট এর ফিক্সিং করে ইন্সুলেটিং করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন