প্রিন্ট ফেব্রিক এর সেলভেজ এর এই গোলার চিহ্নের কারন :
কাপড় প্রিন্টিং এর সময় কালার অনুযায়ী প্রিন্টিং পেস্ট প্রস্তুত করতে হয়। আর ওই স্ক্রিন ডিজাইন অনুযায়ী কালার নির্ধারন করা হয় কতো নাম্বার স্ক্রিন দিয়ে কি কালার বের হবে তার নাম্বার আর কালার আগেই নির্ধারন করার থাকে । এই ডিজাইন আর স্ক্রিন অনুযায়ী কার ঠিক আছে কিনা তা দেখার জন্য স্ক্রিন এর নাম্বার এর মতো গোলাকার ডিজাইন সেলভেজ এর পাশে দেয়া থাকে। এতে কাপড় প্রিন্টিং হওয়ার সময় ওই কালার এর নাম্বার পাশে প্রিন্টিং হয়।
যেমন এই প্রিন্টিং ডিজাইন তিন কালারের যার ১ নাম্বার স্ক্রিনে রেড কালার ২ নাম্বারে গ্রিন আর ৩ নাম্বারে অরেঞ্জ । প্রতিটা কালার এর জন্য ডিজাইন আলাদা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন