টেক্সটাইল জব Vs  ব্যাংক জব - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল জব Vs  ব্যাংক জব

আমার কিছু পয়েন্ট

১. অনেকেই টেক্সটাইল এ পড়ে ব্যাংকে জব করতে পারবে কিনা এ নিয়ে বিভ্রান্ত থাকে ,  যেকোন গ্রেজুয়েট ব্যাংক কে জব এর জন্য এপ্লাই বা ভাইবা দিতে পারবে । হোক টেক্সটাইল বা হোক EEE.

২. ইদানীং ব্যাংক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিচ্ছে তার কারন হলো তারা RMG,  Textile প্রজেক্ট গুলিকে যে ঋন দেয় তাদের টেকনিক্যাল অডিট এর জন্য টেক্সটাইল গ্রেজুয়েট দের এই প্রজেক্ট গুলিতে অডিটর হিসেবে কাজে লাগায়।

৩. মেক্সিমান প্রার্থি বলে থাকেন যে ব্যাংক এর জব সুদের কিন্তু জেনে রাখুন সেক্টর গুলির ভেতরে কাজের জন্য সবচেয়ে বেশি মিথ্যা আর গিবত চলে এই টেক্সটাইল এর ভেতরে।

৪. এদের সপ্তাহে দুই দিন ছুটি ,  প্রতি এক বছরের জানুয়ারিতে ১৫ দিনের ছুটি আপনার আগ্রহ কেড়ে নিতে পারে।



৫. বাংলাদেশে সবচেয়ে বড় টেক্সটাইল বিদ্যাপীঠ বুটেক্স এর নন টেকনিক্যাল ট্রেক এর মধ্যে Bank,  BCS বেশি প্রিফারেবল,  এমনকি আমাদের সাউথইস্ট এর ১১ থেকে শুরু করে ১৩ এর অনেকেই ব্যাংক এর জবে ঢোকার অভিজ্ঞতা আছে । 

৬. সম্প্রতি আমাদের ফ্রেন্ড ঢুকেছে স্টেন্ডার্ড ব্যাংকে যাদের প্রবিশন অফিসার এর বেতন শুরু হয় ৩৫ দিয়ে। যারা টেক্সটাইল এ জব করছেন তারা ভালো করেই জানেন টেক্সটাইল আর গার্মেন্টস এর স্টার্টিং সেলারি আর ইনইনক্রিমেন্ট কতো।

৭. টেক্সটাইল এর ৯-৫ ডিউটি বলে কিছু আছে কিনা আমার জানা নাই যা এক মাত্র ব্যাংকে আছে।

৮. বছরে ৪-৬ বোনাস এর কথা বললে লোকে আপনাকে পাগল বলে ঢিল দিতে পারে। এটি ব্যাংক এ সম্ভব।

৯. টেক্সটাইল জবে চোগলখোরি আছে আর গ্রুপিং আছে যা অনেকেই উপরে উঠার অন্তরায়।  ব্যাংক এর কালচার আর লাইফ স্টাইল ঈ আলাদা।





১০. ব্যাক্তি গতো অভিজ্ঞতা থেকে দেখেছি টেক্সটাইল পড়ুয়া মেক্সিমাম ছেলে ভালো ফ্যামিলি থেকে আসা যারা ফেক্টরিতে ঢুকলে চাপ আর পরিবেশ সহ্য করতে পারে না সামন্য বকাতে অনেকই কাঁদতে দেখেছি।

১১. ধরে নিলাম আপনি অন্য সকল এর তুলানায় আলাদা আপনি অনেক প্ররিশ্রমি দিলে ১২ ঘন্টা করে মাসে ৩০ দিন ডিউটি করতে সক্ষম
আচ্ছা আমাকে বলতে দিন !!!
এর চেয়ে কম ২০%  প্ররিশ্রম করে আপনি ডিফেন্স,  BCS, Bank, PSC তে ঢুকতে পারেন।

১২. আচ্ছা ভাই ৪ বছর টেক্সটাইল এর মুল্য কি রইলো ???
এক জন ডিপ্লোমা চার বছর পড়ে দেখে তার পড়া ইন্টার সমমান,  আর ৪ বছরে আপনকে কনো না কোন সাব্জেক্টে পড়তেই হতো,  না হয় পড়লেন টেক্সটাইল।

১৩. টেক্সটাইল অভিজ্ঞতা সবচেয়ে ভালো বলতে পারবে সে যে প্ররিশ্রম করে দেখে তা কলিগ তার তুলনায় সে আগাতে পারছে না বা ইনক্রিমেন্ট কম,  তার কাছে এই সেক্টর বিষময় মনে হবে।  সে আপনি না বললেও চেঞ্জ করতে চাইবে।

নোট
আমি নিজের ট্রেক চেঞ্জ করতে বলছিনা কিন্তু আপনি আমাদের গতানুগতিক ধারার চেয়ে আলাদা ভাইতে চান তবে আপনি এই চয়েস করতে পারেন।  সমস্যা নাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার চার বছরের ইংরেজি আর ম্যাথ সাথে কম্পিউটার আর সাধারন জ্ঞান এর যে অভিজ্ঞতা আছে তা কাজে লাগিয়ে চাইলে আপনিও ঢুকে যেতে পারেন।  কৃষি থেকে ডিপ্লোমা করে অনেকেই প্রবিশন অফিসার আর আপনিতো তাদের চেয়ে অনেক এগিয়ে আছেন তবে আপনি  কেনো পারবেন না !!!
বিষয় টেক্সটাইলে জব না করা নিয়ে নয় প্রশ্ন হলো এই সেক্টর আপনার পছন্দ না হলে অন্য সেক্টর আপনার জন্য খোলা আছে এই নিয়ে

job

টেক্সটাইল জব Vs  ব্যাংক জব

টেক্সটাইল জব Vs  ব্যাংক জব

আমার কিছু পয়েন্ট

১. অনেকেই টেক্সটাইল এ পড়ে ব্যাংকে জব করতে পারবে কিনা এ নিয়ে বিভ্রান্ত থাকে ,  যেকোন গ্রেজুয়েট ব্যাংক কে জব এর জন্য এপ্লাই বা ভাইবা দিতে পারবে । হোক টেক্সটাইল বা হোক EEE.

২. ইদানীং ব্যাংক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিচ্ছে তার কারন হলো তারা RMG,  Textile প্রজেক্ট গুলিকে যে ঋন দেয় তাদের টেকনিক্যাল অডিট এর জন্য টেক্সটাইল গ্রেজুয়েট দের এই প্রজেক্ট গুলিতে অডিটর হিসেবে কাজে লাগায়।

৩. মেক্সিমান প্রার্থি বলে থাকেন যে ব্যাংক এর জব সুদের কিন্তু জেনে রাখুন সেক্টর গুলির ভেতরে কাজের জন্য সবচেয়ে বেশি মিথ্যা আর গিবত চলে এই টেক্সটাইল এর ভেতরে।

৪. এদের সপ্তাহে দুই দিন ছুটি ,  প্রতি এক বছরের জানুয়ারিতে ১৫ দিনের ছুটি আপনার আগ্রহ কেড়ে নিতে পারে।



৫. বাংলাদেশে সবচেয়ে বড় টেক্সটাইল বিদ্যাপীঠ বুটেক্স এর নন টেকনিক্যাল ট্রেক এর মধ্যে Bank,  BCS বেশি প্রিফারেবল,  এমনকি আমাদের সাউথইস্ট এর ১১ থেকে শুরু করে ১৩ এর অনেকেই ব্যাংক এর জবে ঢোকার অভিজ্ঞতা আছে । 

৬. সম্প্রতি আমাদের ফ্রেন্ড ঢুকেছে স্টেন্ডার্ড ব্যাংকে যাদের প্রবিশন অফিসার এর বেতন শুরু হয় ৩৫ দিয়ে। যারা টেক্সটাইল এ জব করছেন তারা ভালো করেই জানেন টেক্সটাইল আর গার্মেন্টস এর স্টার্টিং সেলারি আর ইনইনক্রিমেন্ট কতো।

৭. টেক্সটাইল এর ৯-৫ ডিউটি বলে কিছু আছে কিনা আমার জানা নাই যা এক মাত্র ব্যাংকে আছে।

৮. বছরে ৪-৬ বোনাস এর কথা বললে লোকে আপনাকে পাগল বলে ঢিল দিতে পারে। এটি ব্যাংক এ সম্ভব।

৯. টেক্সটাইল জবে চোগলখোরি আছে আর গ্রুপিং আছে যা অনেকেই উপরে উঠার অন্তরায়।  ব্যাংক এর কালচার আর লাইফ স্টাইল ঈ আলাদা।





১০. ব্যাক্তি গতো অভিজ্ঞতা থেকে দেখেছি টেক্সটাইল পড়ুয়া মেক্সিমাম ছেলে ভালো ফ্যামিলি থেকে আসা যারা ফেক্টরিতে ঢুকলে চাপ আর পরিবেশ সহ্য করতে পারে না সামন্য বকাতে অনেকই কাঁদতে দেখেছি।

১১. ধরে নিলাম আপনি অন্য সকল এর তুলানায় আলাদা আপনি অনেক প্ররিশ্রমি দিলে ১২ ঘন্টা করে মাসে ৩০ দিন ডিউটি করতে সক্ষম
আচ্ছা আমাকে বলতে দিন !!!
এর চেয়ে কম ২০%  প্ররিশ্রম করে আপনি ডিফেন্স,  BCS, Bank, PSC তে ঢুকতে পারেন।

১২. আচ্ছা ভাই ৪ বছর টেক্সটাইল এর মুল্য কি রইলো ???
এক জন ডিপ্লোমা চার বছর পড়ে দেখে তার পড়া ইন্টার সমমান,  আর ৪ বছরে আপনকে কনো না কোন সাব্জেক্টে পড়তেই হতো,  না হয় পড়লেন টেক্সটাইল।

১৩. টেক্সটাইল অভিজ্ঞতা সবচেয়ে ভালো বলতে পারবে সে যে প্ররিশ্রম করে দেখে তা কলিগ তার তুলনায় সে আগাতে পারছে না বা ইনক্রিমেন্ট কম,  তার কাছে এই সেক্টর বিষময় মনে হবে।  সে আপনি না বললেও চেঞ্জ করতে চাইবে।

নোট
আমি নিজের ট্রেক চেঞ্জ করতে বলছিনা কিন্তু আপনি আমাদের গতানুগতিক ধারার চেয়ে আলাদা ভাইতে চান তবে আপনি এই চয়েস করতে পারেন।  সমস্যা নাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার চার বছরের ইংরেজি আর ম্যাথ সাথে কম্পিউটার আর সাধারন জ্ঞান এর যে অভিজ্ঞতা আছে তা কাজে লাগিয়ে চাইলে আপনিও ঢুকে যেতে পারেন।  কৃষি থেকে ডিপ্লোমা করে অনেকেই প্রবিশন অফিসার আর আপনিতো তাদের চেয়ে অনেক এগিয়ে আছেন তবে আপনি  কেনো পারবেন না !!!
বিষয় টেক্সটাইলে জব না করা নিয়ে নয় প্রশ্ন হলো এই সেক্টর আপনার পছন্দ না হলে অন্য সেক্টর আপনার জন্য খোলা আছে এই নিয়ে

কোন মন্তব্য নেই: