টেক্সটাইল মেশিন ইরেকশন নিয়ে কিছু তথ্য | Textile Machine - Textile Lab | Textile Learning Blog
ইরেকশন 

ফেক্টরির মেশিন সেট করার বা ইন্সটল করার প্রক্রিয়াকে ইরেকশন বলে।

১. সাধারনত ফরেইন এক্সপার্টরা এই মেশিন গুলি ইন্সটলেশন করে।

২. ফরেইনার দের সাথে আমাদের দেশী মেশিন সাপ্লাইয়াররা থাকে,  যারা পরে সার্ভিসিং করে ।

৩. মেশিন ইরেকশন এর সময় ফেক্টরির সিনিয়র অপারেটর দের সাথে রেখে ট্রেনিং দেয়া হয় আর তাদের মেশিন বুঝিয়ে দেয়া হয়।

৪. ফেক্টরির ইরেকশন দেখা ভাগ্যের ব্যাপার।

৫. নতুন ফেক্টরির মেশিন ইন্সটলেশন করে ফেক্টরির GM,  Project Manager.

৬. মেশিন ইন্সটলেশন এর পরে সমস্যা হলো এর ফ্লোর উপোযোগী প্যারামিটার সেট করা,  অনেক সময় প্যারামিটার সেট করতে প্রায় এক বছর এর মতো সময় লেগে যায়।

কার্টেসি : ANH Ent

টেক্সটাইল মেশিন ইরেকশন নিয়ে কিছু তথ্য | Textile Machine

ইরেকশন 

ফেক্টরির মেশিন সেট করার বা ইন্সটল করার প্রক্রিয়াকে ইরেকশন বলে।

১. সাধারনত ফরেইন এক্সপার্টরা এই মেশিন গুলি ইন্সটলেশন করে।

২. ফরেইনার দের সাথে আমাদের দেশী মেশিন সাপ্লাইয়াররা থাকে,  যারা পরে সার্ভিসিং করে ।

৩. মেশিন ইরেকশন এর সময় ফেক্টরির সিনিয়র অপারেটর দের সাথে রেখে ট্রেনিং দেয়া হয় আর তাদের মেশিন বুঝিয়ে দেয়া হয়।

৪. ফেক্টরির ইরেকশন দেখা ভাগ্যের ব্যাপার।

৫. নতুন ফেক্টরির মেশিন ইন্সটলেশন করে ফেক্টরির GM,  Project Manager.

৬. মেশিন ইন্সটলেশন এর পরে সমস্যা হলো এর ফ্লোর উপোযোগী প্যারামিটার সেট করা,  অনেক সময় প্যারামিটার সেট করতে প্রায় এক বছর এর মতো সময় লেগে যায়।

কার্টেসি : ANH Ent

কোন মন্তব্য নেই: