টুইল ফেব্রিক এর সেড চেক করার নিয়ম | Fabric Shade Checking Formula - Textile Lab | Textile Learning Blog
সেড দেখার নিয়ম টুইল লাইন মিলানো

ওভেন কাপড় এর সেড দেখার সময় একটি বিষয়  মাথায় রাখতে হয় সেটি হলো কাপড় এর এলাইনমেন্ট বা জিওমেট্রি ।

টার্গেট সোয়াচ এর টুইল লাইন এর সাথে প্রডাকশন এর ফেব্রিক এর টুইল লাইন একই দিকে মিলিয়ে সেড চেক করতে হয়।  নয়তো কাপড় টার্গেট সেড এর তুলনায় ডিপ বা লাইট বা টোন মিলবে না ।

নোট:
ছবিতে নিচের টার্গেট সোয়াচ এর সাথে উপরের প্রডাকশন সোয়াচ ভুল ভাবে রাখা আছে। সেড দুটার মিলেছে এবং ঠিক আছে কিন্তু ভুল ভাবে ধরার জন্য উপরের সেড ডিপ আর রেডিশ মনে হচ্ছে।
এই ভাবে সেড  দেখে অনেক অভিজ্ঞ লোক ভুল করে,  এটি একমাত্র  বুঝে যারা ডাইং এর সেড চেক করে তারা।

★ নীট এর ক্ষত্রেও কাপড় এর কোর্স ওয়েলস এর দিক ঠিক রেখে সেড মিলানো উচিৎ।

টুইল ফেব্রিক এর সেড চেক করার নিয়ম | Fabric Shade Checking Formula

সেড দেখার নিয়ম টুইল লাইন মিলানো

ওভেন কাপড় এর সেড দেখার সময় একটি বিষয়  মাথায় রাখতে হয় সেটি হলো কাপড় এর এলাইনমেন্ট বা জিওমেট্রি ।

টার্গেট সোয়াচ এর টুইল লাইন এর সাথে প্রডাকশন এর ফেব্রিক এর টুইল লাইন একই দিকে মিলিয়ে সেড চেক করতে হয়।  নয়তো কাপড় টার্গেট সেড এর তুলনায় ডিপ বা লাইট বা টোন মিলবে না ।

নোট:
ছবিতে নিচের টার্গেট সোয়াচ এর সাথে উপরের প্রডাকশন সোয়াচ ভুল ভাবে রাখা আছে। সেড দুটার মিলেছে এবং ঠিক আছে কিন্তু ভুল ভাবে ধরার জন্য উপরের সেড ডিপ আর রেডিশ মনে হচ্ছে।
এই ভাবে সেড  দেখে অনেক অভিজ্ঞ লোক ভুল করে,  এটি একমাত্র  বুঝে যারা ডাইং এর সেড চেক করে তারা।

★ নীট এর ক্ষত্রেও কাপড় এর কোর্স ওয়েলস এর দিক ঠিক রেখে সেড মিলানো উচিৎ।

কোন মন্তব্য নেই: