নীট কাপড় সিনজিং
সিনজিং এর মুল উদ্যেশ হচ্ছে কাপড় এর ভেতর থেকে ভাসমান হেয়ারি ফাইবার গুলি পুড়িয়ে ফেলা।
এটি করার জন্য বিভিন্ন প্রসেস আছে যেমন
ম্যাকানিকাল - সিনজিং
ক্যামিকেল - বায়োপলিশ বা এনজাইম ওয়াস।
আমরা সাধারনত সিনজিং বলতে বুঝি ওভেন কাপড় সিনজিং করা বুঝি কিন্তু ইদানীং কালে নীট কাপড় সিনজিং করা হয়।
সাধারনত TC/ PC ফেব্রিক গুলি সিনজিং করা হয় কারন TC ফেব্রিক এর হেয়ারিনেস এনজাইম ওয়াসে যায় না। কারন এনজাইম সেলুলোজ ( Cotton ) কে ভাংগতে পারে কিন্তু polyster কে নয় । এনজাইম লিকারে ভাসমান ফাইবার এর বন্ড ভেংগে দেয় আর ফেব্রিক সারফেস কে হেয়েরি মুক্ত করে। কিন্ত পলিস্টার এর হেয়ারি নেস দুর করার জন্য উল্টো পন্থা অলম্বন করে লাগে এর জন্য একে সিনজিং করে নেয়া হয় এতে ফাইবার গুলি পুড়ে যায় বা গলে যায় ।
নীট কাপড় সিনজিং করলে কস্টিং কমে যায় ক্যামিকেল আর টাইম সেভ হয় আর এই মেশিন এর প্রডাকশন আর প্রোডাক্টিভিটি বেড়ে যায় । কারনে এতে মিনিটে ৩০-৬০ মিটার করে যায়।
ওভেন সিনজিং আর নীট সিনজিং মেশিন একই পার্থক্য এক যায়গায় তা হলো তার সাথের এটাচমেন্ট ওভেনে ডিসাইজিং বাথ আর নীট এর জন্য ওভার হেড স্টিমার।
নীট এর জন্য গাইডিং সিস্টেম ভালো থাকতে হয়ে আর ওভেন এর তুলনায় তার ভেতরে বেশি পরিমানে স্প্রেডিং রোলার টেনশোনার রোলার থাকে না রাখতে হয়।
নীট কাপড় সিনজিং এর পর ডিসাইজিং করা হয় না যা ওভেন কাপড়ে করা হয়। নীট কাপড় সিনজিং এর পর তাকে স্টিমিং করে তাকে ডেম্প করে দেয়া হয় যেনো তাতে আগুন এর ফুল্কি না থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন