Woven Dyeing Recipe ক্যাল্কুলেশন কি ভাবে করবেন জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিক ডাইং এর জন্য কালার,   ক্যামিকেল এবং এদের ফাংশন  ক্যাল্কুলেশনঃ

ওভেন কাপড় ডাইং হয় কন্টিনিউয়াস মেথোডে এর জন্য সেড% ব্যাবহার করা হয় না ওভেন এর জন্য  gpl ব্যাবহার করা হয় ডাই পরিমাপের জন্য।

ওভেন ডাইং এর ক্যামিকেলঃ
ডাই (gpl) - ল্যাব যা যেই কালার অনুযায়ী
ওয়েটিং এজেন্ট -১ gpl (Fixed for all color)
লেভেলিং এজেন্ট-১ gpl (Fixed for all color)
ইউরিয়া-২০ gpl (Fixed for all color)
সোডা-২০ gpl (Fixed for all color)
কস্টিক - ডাইজ এর সেড % এর উপর নির্ভর করে এবং কতো হবে তা বের করে নিয়ে হয়।

কাস্টিক / Alkali  এর পরিমান বের করার নিয়ম :
কাস্টিক = (টোটাল ডাই /৫)+৮ ML
Soda Ash = 20 gpl (Fixed for all color)

ওভেন কাপড় এর GSM বের করার নিয়ম:
(EPI+PPI)/ (WarpNe+WeftNe)
= Result X 50
= যা বের হবে তা ওভেন কাপড় এর GSM

GLM /  এক মিটার কাপড় এর ওজন বের করার নিয়মঃ
= GSM X কাপড় এর width
= result / 39.37
= রেজাল্ট হবে কাপড় এর GLM

Note
এখানে কাপড় এর ডায়া ভেরিয়েবল
লায়ক্রা হলে ৫৪ বসাতে হবে
১০০% কটন হলে ৫৮ বসাতে হবে

কাপড় ডাইং এর জন্য ডাইলিকার ক্যাল্কুলেশন :

টোটাল লিকার

=GLM X কাপড় এর পরিমান X Pick up % (70%) / 1000

= উত্তরে  যা বেরুবে তা হলো টোটাল কালার এর পরিমান।
&;   এখানে ওভেন ডাইং এর ক্ষত্রে টোটাল লিকার কে ৫ ভাগে ভাগ করে ৪ ভাগে ডাইজ আর ১ ভাগে এলকালির ক্যামিকেল দেয়া হয়

অর্থাৎ ডাই লিকার আর ক্যামিকেল এর রেশিও  ৪:১
পোস্ট.

Woven Dyeing Recipe ক্যাল্কুলেশন কি ভাবে করবেন জেনে নিন

ওভেন ফেব্রিক ডাইং এর জন্য কালার,   ক্যামিকেল এবং এদের ফাংশন  ক্যাল্কুলেশনঃ

ওভেন কাপড় ডাইং হয় কন্টিনিউয়াস মেথোডে এর জন্য সেড% ব্যাবহার করা হয় না ওভেন এর জন্য  gpl ব্যাবহার করা হয় ডাই পরিমাপের জন্য।

ওভেন ডাইং এর ক্যামিকেলঃ
ডাই (gpl) - ল্যাব যা যেই কালার অনুযায়ী
ওয়েটিং এজেন্ট -১ gpl (Fixed for all color)
লেভেলিং এজেন্ট-১ gpl (Fixed for all color)
ইউরিয়া-২০ gpl (Fixed for all color)
সোডা-২০ gpl (Fixed for all color)
কস্টিক - ডাইজ এর সেড % এর উপর নির্ভর করে এবং কতো হবে তা বের করে নিয়ে হয়।

কাস্টিক / Alkali  এর পরিমান বের করার নিয়ম :
কাস্টিক = (টোটাল ডাই /৫)+৮ ML
Soda Ash = 20 gpl (Fixed for all color)

ওভেন কাপড় এর GSM বের করার নিয়ম:
(EPI+PPI)/ (WarpNe+WeftNe)
= Result X 50
= যা বের হবে তা ওভেন কাপড় এর GSM

GLM /  এক মিটার কাপড় এর ওজন বের করার নিয়মঃ
= GSM X কাপড় এর width
= result / 39.37
= রেজাল্ট হবে কাপড় এর GLM

Note
এখানে কাপড় এর ডায়া ভেরিয়েবল
লায়ক্রা হলে ৫৪ বসাতে হবে
১০০% কটন হলে ৫৮ বসাতে হবে

কাপড় ডাইং এর জন্য ডাইলিকার ক্যাল্কুলেশন :

টোটাল লিকার

=GLM X কাপড় এর পরিমান X Pick up % (70%) / 1000

= উত্তরে  যা বেরুবে তা হলো টোটাল কালার এর পরিমান।
&;   এখানে ওভেন ডাইং এর ক্ষত্রে টোটাল লিকার কে ৫ ভাগে ভাগ করে ৪ ভাগে ডাইজ আর ১ ভাগে এলকালির ক্যামিকেল দেয়া হয়

অর্থাৎ ডাই লিকার আর ক্যামিকেল এর রেশিও  ৪:১
পোস্ট.

কোন মন্তব্য নেই: