ল্যাব এর সাথে আমাদের প্রডাকশন এর পার্থক্য :
ল্যাব এর ছোট পরিসরে সেড ওকে হলেও কিন্তু বাল্কে ডাইং ফিনিশিং করার সময় সেড আমরা ঠিক রাখতে পারি না, এখানে পরিমান ছড়াও মেশিন এর প্যারামিটার একটা ফেক্টর।
বাল্কে ডাইং এর অচরন এবং কালার পিক আপ ল্যাব ওর তুলনায় ভিন্ন, বাল্কে বেশি সময় ধরে ডাইং আর ফিনিশিং করা হয় তাতে কিছু ডাইজ এক এক সময় এক এক রকম হয়, যেমন কোনটি লাইট কোনোটি ডিপ হয়ে যায়।
তাই আমরা ডাইজ এর আচরন বুঝে ল্যাব এর রেসিপি এর সাথে সমন্নয় করে বাড়িয়ে কালার দেই ।
চিত্র উপরে ল্যাব এর দেয়া রেসিপি নিচে আমাদের এডিশন।
কিছু কিছু কালার কমিয়ে যেয়া লাগে Dycufix এর কালার ল্যাব যা দেয় তার চেয়ে ১৫% কালার কমিয়ে রেখে কালার দিতে হয়।
Evarzol ব্রেন্ড এর ডাই দিয়ে ডাইং করলে তাতে ইয়োলো বাড়ে আর রেড, নেভি কমে যায় তাই ডাইং এর সময় নেভি রেড বাড়িয়ে দেই আমরা।
Novacron এর রেড কমে যায় ব্লু আর ইয়োলো বাড়ে তাই এডিশন এর সময় তাতে রেড বেশি রাখা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন