টেক্সটাইল টিপসঃ
টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের সব সময় আমি মার্কেটে ঘুরার পরামর্শ দেই কারন তাতে কাপড় এর সাথে আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে।
কারন বেশির ভাগ টেক্সটাইল ইন্সটিটিউট গুলি ছেলে মেয়েদের ফেব্রিক আর গার্মেন্টস সম্পর্কে কাগজে কলমে পড়ান কিন্তু তাদের বাস্তবে কোন টেক্সটাইল ম্যাটেরিয়াল দেখানো হয় না বা ইন্সটিটিউট এর ওই ফ্যাসেলিটি নাই। হাতে না ধরে টেক্সটাইল এর বস্তু কখনোই অনুভব করা সম্ভব নয় তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বা হাতের কাছেই রকমারি কাপড় চেনার জন্য মার্কেট আমাদের এক মাত্র ভরোসা। আসুন জেনে নিই মার্কেটে গিয়ে কি করবেন ,
কিছু মজার বিষয়ঃ
1. ডাইং এর ছাত্রররা কাপড় এর কালার আর টোন আর পার্ট বাই পার্ট সেডিং দেখবা।
২. গার্মেন্টস এর ছাত্ররা নীট আর ওভেন গার্মেন্টস দেখবা, কিছু বিষয় লক্ষ করো সেলাই, সাইজ, কোয়ালিটি, হেন্ডফিল ইত্যাদি।
৩. ফেব্রিক এর ছাত্ররা বিভিন্ন কোয়ালিটির কাপড় গুলি দেখবা লক্ষ করবা নতুন কিছু পাও কিনা।
৪. দোকানীর কাছে ব্রেন্ডিং আর উপস্থাপনা টা শিখবে। কারন দোকানী দের খারাপ মাল কে ভালো বলে চালিয়ে দেয়ার এক আসাধারন গুন আছে। দোকানে গিয়ে ভাই কেমন বললে দোকান দার ১.৫ ক্রেডিট এর ফ্রি কোর্স করিয়ে দেবে যা কনো বইতে পাবেন না আর এই শিক্ষা প্রক্রিত শিক্ষা।
৫. ক্যাটাগরি অনুযায়ী গার্মেন্টস গুলি দেখবে।
৬. মেজারমেন্ট গুলি দেখবে।
শেষে
এর চেয়ে সহজে কাজ শেখার কনো উপায় আমার জানা নাই অন্তত টেক্সটাইল এর স্টুডেন্ট দের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন