টেক্সটাইলীয় সমস্যা : পায়ে ব্যাথা | Textile Job - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইলীয় সমস্যাঃ পায়ে ব্যাথা

ভুক্তভুগিঃ ইনর্টান গন 

কারনঃ
এক্ষত্রে প্রেরণাই বড় মেডিসিন
যেমন -
আমাদের ফ্লোরে যখন নতুন ইনর্টান আসে তাদের সবার চেহারার দিকে তাকালে কিছুটা ক্লান্তি আর বিরক্তি ছাপ দেখা যায় কারন তাদের নাকি দাড়িয়ে থাকতে খুব কস্ট হয় আর এক ফ্লোরে অনেকক্ষণ থাকতে কস্ট হয় ।

সমাধান:
এর সহজ কনো সমাধান নাই, আমাদের ১২ ঘন্টা দাড়িয়ে ডিউটি করতে হয়। শুনতে অদ্ভুত শোনালেও আমাদের অভ্যাস হয়ে গেসে।
আমাদের অনেকে ১২ ঘন্টা একই ফ্লোরে দিনের আলো না দেখেই কাটিয়ে দেয় ।

তোমারা এখন থেকে হটাহাটি করার অভ্যাস করে রেখো জেনো তা অভ্যাসে পরিনত হয়। ধর্য ধরতে হবে আমরা ১২ঘন্টার ভেতর ১৫ মিন এর ছুটি পাই । কোথাও ডিঊটি ৮ ঘন্টা ।  ৮-১২ ডিউটি যাই হোক না কেনো যতো ক্ষন পর্যন্ত নিজে নিজে ফ্লোরে ঘুরে দেখবে ততোক্ষন আপনার কোন কাজ অন্তত ভালো হবে না , আর ফ্লোরে বসার মতো পরিবেশ নেই,  ঠিক আছে ফ্লোরে বসলেন কিন্তু,  কার সাথে !!!

ওয়ার্কার বা অপারেটর এর সাথে বসবেন,  হা ওয়া আপনাকেই মানবেই না নিজের লেভেলে ভাববে আপনাকে।  
তাই হোক ইন্টার্ন জবের এর জন্য প্রেক্টিস এর খাতিরে হলেও একটু কস্ট করে চলুন

ভালো কিছু পেতে একটু কস্ট করতেই হয়





টেক্সটাইলীয় সমস্যা : পায়ে ব্যাথা | Textile Job

টেক্সটাইলীয় সমস্যাঃ পায়ে ব্যাথা

ভুক্তভুগিঃ ইনর্টান গন 

কারনঃ
এক্ষত্রে প্রেরণাই বড় মেডিসিন
যেমন -
আমাদের ফ্লোরে যখন নতুন ইনর্টান আসে তাদের সবার চেহারার দিকে তাকালে কিছুটা ক্লান্তি আর বিরক্তি ছাপ দেখা যায় কারন তাদের নাকি দাড়িয়ে থাকতে খুব কস্ট হয় আর এক ফ্লোরে অনেকক্ষণ থাকতে কস্ট হয় ।

সমাধান:
এর সহজ কনো সমাধান নাই, আমাদের ১২ ঘন্টা দাড়িয়ে ডিউটি করতে হয়। শুনতে অদ্ভুত শোনালেও আমাদের অভ্যাস হয়ে গেসে।
আমাদের অনেকে ১২ ঘন্টা একই ফ্লোরে দিনের আলো না দেখেই কাটিয়ে দেয় ।

তোমারা এখন থেকে হটাহাটি করার অভ্যাস করে রেখো জেনো তা অভ্যাসে পরিনত হয়। ধর্য ধরতে হবে আমরা ১২ঘন্টার ভেতর ১৫ মিন এর ছুটি পাই । কোথাও ডিঊটি ৮ ঘন্টা ।  ৮-১২ ডিউটি যাই হোক না কেনো যতো ক্ষন পর্যন্ত নিজে নিজে ফ্লোরে ঘুরে দেখবে ততোক্ষন আপনার কোন কাজ অন্তত ভালো হবে না , আর ফ্লোরে বসার মতো পরিবেশ নেই,  ঠিক আছে ফ্লোরে বসলেন কিন্তু,  কার সাথে !!!

ওয়ার্কার বা অপারেটর এর সাথে বসবেন,  হা ওয়া আপনাকেই মানবেই না নিজের লেভেলে ভাববে আপনাকে।  
তাই হোক ইন্টার্ন জবের এর জন্য প্রেক্টিস এর খাতিরে হলেও একটু কস্ট করে চলুন

ভালো কিছু পেতে একটু কস্ট করতেই হয়





কোন মন্তব্য নেই: