প্রিন্ট ফেব্রিক এর আর্ট ওয়ার্ক
এই আর্ট ওয়ার্ক বায়ার প্রিন্ট ফেব্রিক ডেভলপ এর জন্য সাধারনত এর জন্য দিয়ে থাকে, এর ভেতরে বায়ার এর প্রিন্ট ডিজাইন, ডিজাইন এর মেজারমেন্ট, এবং কালার এর কোড দেয়া থাকে। এই আর্ট ওয়ার্ক এর বেইজ কর সাধারনত প্রিন্ট এর ডিজাইন এবং স্ক্রিন বানানো হয়।
Technical Site
মেজারমেন্ট
এই আর্ট ওয়ার্ক এর ডিজাইন রিপিট কতোটুকু হবে বা এক ডিজাইন থেকে অন্যটির কতোটুকু দুরত্ব হবে তা এর আর্ট ওয়ার্কে বায়ার দিয়ে দেয়।
এই আর্ট ওয়ার্ক এর ডিজাইন রিপিট কতোটুকু হবে বা এক ডিজাইন থেকে অন্যটির কতোটুকু দুরত্ব হবে তা এর আর্ট ওয়ার্কে বায়ার দিয়ে দেয়।
কালার
প্রতিটি ডিজাইন এর নির্দস্ট কালার কোড বা সোয়াচ দিয়ে দেয়া হয় যেমন :TCX, TPX, গ্লিটার ইত্যাদি।
প্রতিটি ডিজাইন এর নির্দস্ট কালার কোড বা সোয়াচ দিয়ে দেয়া হয় যেমন :TCX, TPX, গ্লিটার ইত্যাদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন