রানিং সেড বা মিটার টু মিটার সেড ভ্যারিয়েশন কি এবং এর থেকে পরিত্রাণ এর উপায় - Textile Lab | Textile Learning Blog
রানিং সেড বা মিটার টু মিটার সেড ভ্যারিয়েশন

এটি নীট কাপড় এর অন লাইন কোয়ালিটি টেস্ট রেস্পন্সেবল টেস্টিং পার্সোন অনলাইন কিউসি
ডাইং কাপড় আনলোড হওয়ার পর তা থেকে এক রোল কাপড় ফিনিশিং করা হয় একে সেড রোল বলে, আর এই সেড রোল এর কোয়ালিটির টেবিলে ফেলে এই ভাবে ফোল্ড করে লে দেয়া হয়।  আর এতে দেখা হয় পুরো কাপড়ে সেডের টোন ঠিক আছে কিনা।

এই টেস্টিং এর প্রক্রিয়া কে রানিং সেড টেস্টিং বলে,  রানিং সেড থাকলে রোল এর এক মাথায় বা কিছু দুর পরপর এক এক রকম টোন দেখা যায় করো রেডিশ, কখনো ইয়োলিশ ।  আর রানিং সেড না থাকলে পুরো  কাপড় এর একই টোন থাকে ।

কারন :
১. হঠাত করে পাওয়ার অফ হয়ে গেলে কাপড়ে রানিং সেড আসে।

২. ডজিং ভালো মতো কাজ না করলে এই সমস্যা হয়।

৩. ডাইজ,  ক্যামিকেল খারাপ হলে এই সমস্যা হয়।

৪. প্রিট্রিটমেন্ট খারাপ হলে এই সমস্যা হয়।

পরিত্রাণ এর উপায়
হট ওয়াসে সেড ওকে না হলে  স্ট্রিপ করে আবার ডাইং করা হয়।

রানিং সেড বা মিটার টু মিটার সেড ভ্যারিয়েশন কি এবং এর থেকে পরিত্রাণ এর উপায়

রানিং সেড বা মিটার টু মিটার সেড ভ্যারিয়েশন

এটি নীট কাপড় এর অন লাইন কোয়ালিটি টেস্ট রেস্পন্সেবল টেস্টিং পার্সোন অনলাইন কিউসি
ডাইং কাপড় আনলোড হওয়ার পর তা থেকে এক রোল কাপড় ফিনিশিং করা হয় একে সেড রোল বলে, আর এই সেড রোল এর কোয়ালিটির টেবিলে ফেলে এই ভাবে ফোল্ড করে লে দেয়া হয়।  আর এতে দেখা হয় পুরো কাপড়ে সেডের টোন ঠিক আছে কিনা।

এই টেস্টিং এর প্রক্রিয়া কে রানিং সেড টেস্টিং বলে,  রানিং সেড থাকলে রোল এর এক মাথায় বা কিছু দুর পরপর এক এক রকম টোন দেখা যায় করো রেডিশ, কখনো ইয়োলিশ ।  আর রানিং সেড না থাকলে পুরো  কাপড় এর একই টোন থাকে ।

কারন :
১. হঠাত করে পাওয়ার অফ হয়ে গেলে কাপড়ে রানিং সেড আসে।

২. ডজিং ভালো মতো কাজ না করলে এই সমস্যা হয়।

৩. ডাইজ,  ক্যামিকেল খারাপ হলে এই সমস্যা হয়।

৪. প্রিট্রিটমেন্ট খারাপ হলে এই সমস্যা হয়।

পরিত্রাণ এর উপায়
হট ওয়াসে সেড ওকে না হলে  স্ট্রিপ করে আবার ডাইং করা হয়।

কোন মন্তব্য নেই: