Apparel Testing
প্রশ্ন – ১. স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে সংস্থা উৎপাদিত পণ্য বা সেবার মানের সর্বাধিক গ্রহণযোগ্য পর্যায় অর্থাৎ কোয়ালিটি লেবেল নির্ধারন করে, তাকে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলে।
উত্তরঃ যে সংস্থা উৎপাদিত পণ্য বা সেবার মানের সর্বাধিক গ্রহণযোগ্য পর্যায় অর্থাৎ কোয়ালিটি লেবেল নির্ধারন করে, তাকে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলে।
প্রশ্ন – ২. স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কয় প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন।
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন।
প্রশ্ন – ৩. টেক্সটাইল টেস্টিং বলতে কি বুঝ?
উত্তরঃ টেক্সটাইল শিল্পে টেস্টিং বলতে টেক্সটাইল পণ্যদ্রব্য যেমন – আঁশ, সুতা, কাপড় ইত্যাদির কাঙ্ক্ষিত মান বা গুণাগুণ যাচাই করাকে বুঝায়।
উত্তরঃ টেক্সটাইল শিল্পে টেস্টিং বলতে টেক্সটাইল পণ্যদ্রব্য যেমন – আঁশ, সুতা, কাপড় ইত্যাদির কাঙ্ক্ষিত মান বা গুণাগুণ যাচাই করাকে বুঝায়।
প্রশ্ন – ৪. কাপড়ের শক্তি বলতে কি বুঝ?
উত্তরঃ কাপড়ের শক্তি বলতে কাপড়ের আঁশ বা সুতা ছিড়ার কতটুকু টান সহ্য করতে পারে।
উত্তরঃ কাপড়ের শক্তি বলতে কাপড়ের আঁশ বা সুতা ছিড়ার কতটুকু টান সহ্য করতে পারে।
প্রশ্ন – ৫. টেনসাইল স্ট্রেংথ কাকে বলে?
উত্তরঃ কাপড়ের টানা ও পড়েনের দিকে কাপড়ের ছিঁড়ে যাওয়ার শক্তি নির্ণয় করাকে কাপড়ের টেনসাইল স্ট্রেংথ বলে।
উত্তরঃ কাপড়ের টানা ও পড়েনের দিকে কাপড়ের ছিঁড়ে যাওয়ার শক্তি নির্ণয় করাকে কাপড়ের টেনসাইল স্ট্রেংথ বলে।
প্রশ্ন – ৬. স্ট্রিপ শব্দের অর্থ কি?
উত্তরঃ স্ট্রিপ শব্দের অর্থ কাপড়ের সরু ফালি।
প্রশ্ন – ৭. ব্রাস্টিং অর্থ কি?
উত্তরঃ ব্রাস্টিং অর্থ ফেটে যাওয়া।
উত্তরঃ ব্রাস্টিং অর্থ ফেটে যাওয়া।
প্রশ্ন – ৮. কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক কি?
উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক গজ বা মিটার।
উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক গজ বা মিটার।
প্রশ্ন – ৯. নমুনায়ন কি?
উত্তরঃ বৃহৎ অংশ থেকে বাছাই করার প্রক্রিয়াটিই হচ্ছে নমুনায়ন।
উত্তরঃ বৃহৎ অংশ থেকে বাছাই করার প্রক্রিয়াটিই হচ্ছে নমুনায়ন।
প্রশ্ন – ১০. কাপড়ের পুরত্ব নির্ণয়ের দুটি যন্ত্রের নাম লিখ।
উত্তরঃ ক. হীলস থিকনেস গেজ, খ. দি শার্লি থিকনেস গেজ।
উত্তরঃ ক. হীলস থিকনেস গেজ, খ. দি শার্লি থিকনেস গেজ।
প্রশ্ন – ১১. কাপড়ের পুরত্ব নির্ণয়ে সর্বাধিক ব্যবহৃত যন্ত্র কোনটি?
উত্তরঃ হীলস থিকনেস গেজ।
উত্তরঃ হীলস থিকনেস গেজ।
প্রশ্ন – ১২. কত পুরত্বের কাপড় পরিমাপ করা যায়?
উত্তরঃ ০.০০০০৫ থেকে ০.০০৫ ইঞ্চি।
উত্তরঃ ০.০০০০৫ থেকে ০.০০৫ ইঞ্চি।
প্রশ্ন – ১৩. ক্রিম্প কি?
উত্তরঃ ঢেউ বা কোঁকড়ানো অবস্থাই হল ক্রিম্প।
উত্তরঃ ঢেউ বা কোঁকড়ানো অবস্থাই হল ক্রিম্প।
প্রশ্ন – ১৪. ক্রিম্প এর সংজ্ঞা দাও।
উত্তরঃ কাপড়ে বুননকৃত অবস্থায় একটি সুতার দৈর্ঘ্য এবং ঐ সুতাটি কাপড় হতে খোলার পর যে দৈর্ঘ্য পাওয়া যায়, এ দু’য়ের পার্থক্যকে ক্রিম্প বলে।
উত্তরঃ কাপড়ে বুননকৃত অবস্থায় একটি সুতার দৈর্ঘ্য এবং ঐ সুতাটি কাপড় হতে খোলার পর যে দৈর্ঘ্য পাওয়া যায়, এ দু’য়ের পার্থক্যকে ক্রিম্প বলে।
প্রশ্ন – ১৫. এয়ার পারমিয়্যাবিলিটি কি?
উত্তরঃ কাপড়ের ১ বর্গ সে.মি. স্থান দিয়ে প্রতি সেকেন্ডে ১ সে.মি. পানির চাপবিশিষ্ট যত ঘন সে.মি আয়তনের বাতাস প্রবাহিত হয় তাকে ঐ কাপড়ের এয়ার পারমিয়্যাবিলিটি বলে।
উত্তরঃ কাপড়ের ১ বর্গ সে.মি. স্থান দিয়ে প্রতি সেকেন্ডে ১ সে.মি. পানির চাপবিশিষ্ট যত ঘন সে.মি আয়তনের বাতাস প্রবাহিত হয় তাকে ঐ কাপড়ের এয়ার পারমিয়্যাবিলিটি বলে।
প্রশ্ন – ১৬. ক্রিজ কাকে বলে?
উত্তরঃ সাধারণত কাপড় বা সুতার আকৃতির পরিবর্তনকে ক্রিজ বলে।
উত্তরঃ সাধারণত কাপড় বা সুতার আকৃতির পরিবর্তনকে ক্রিজ বলে।
প্রশ্ন – ১৭. কোন কাপড়ের ক্ষেত্রে ক্রিজ গ্রহণযোগ্য?
উত্তরঃ ক্রেপ কাপড়ের ক্ষেত্রে।
উত্তরঃ ক্রেপ কাপড়ের ক্ষেত্রে।
প্রশ্ন – ১৮. ক্রিজ রেজিস্ট্রান্স কি?
উত্তরঃ যে গুণাবলির কারণে কাপড় মোচড়ানোর ফলেও কাপড়ে কোন রকম ভাঁজ পড়ে না তাকে ক্রিজ ক্রিজ রেজিস্ট্রান্স বলে।
উত্তরঃ যে গুণাবলির কারণে কাপড় মোচড়ানোর ফলেও কাপড়ে কোন রকম ভাঁজ পড়ে না তাকে ক্রিজ ক্রিজ রেজিস্ট্রান্স বলে।
প্রশ্ন – ১৯. কাপড়ের গুণাবলিকে সাধারণত কি উপায়ে প্রকাশ করা হয়?
উত্তরঃ গাণিতিক সংখ্যার সাহায্যে।
উত্তরঃ গাণিতিক সংখ্যার সাহায্যে।
প্রশ্ন – ২০. স্টিফনেস এর সাথে ড্রেপ এর সম্পর্ক কি?
উত্তরঃ স্টিফনেস বাড়লে ড্রেপ কমে এর স্টিফনেস কমলে ড্রেপ বাড়ে।
উত্তরঃ স্টিফনেস বাড়লে ড্রেপ কমে এর স্টিফনেস কমলে ড্রেপ বাড়ে।
প্রশ্ন – ২১. স্টিফনেস পরিমাপক দুটি যন্ত্রের নাম লিখ।
উত্তরঃ ক. দি শার্লি স্টিফনেস টেস্টার, খ. দি হার্ট লুপ টেস্টার।
উত্তরঃ ক. দি শার্লি স্টিফনেস টেস্টার, খ. দি হার্ট লুপ টেস্টার।
প্রশ্ন – ২২. কাপড়ের ড্রেপ এর সংজ্ঞা দাও।
উত্তরঃ ড্রেপ অর্থ ঝুলে পড়া। যে গুণাবলির কারণে কাপড় তার নিজের ওজনে গড়িয়ে ঝুলে পড়ার প্রয়াস পায়, তাকে ড্রেপ বলে।
উত্তরঃ ড্রেপ অর্থ ঝুলে পড়া। যে গুণাবলির কারণে কাপড় তার নিজের ওজনে গড়িয়ে ঝুলে পড়ার প্রয়াস পায়, তাকে ড্রেপ বলে।
প্রশ্ন – ২৩. কাপড়ের সংকোচন কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার, যথাঃ ক. রিলাক্সেশন, খ. ফেল্টিং।
উত্তরঃ দুই প্রকার, যথাঃ ক. রিলাক্সেশন, খ. ফেল্টিং।
প্রশ্ন – ২৪. কাপড়ের ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ যে গুণাবলির কারণে ঘর্ষন বা অ্যাব্রেশনকে বাধা প্রদান করে বা করতে চায়, তাকে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা বলে।
উত্তরঃ যে গুণাবলির কারণে ঘর্ষন বা অ্যাব্রেশনকে বাধা প্রদান করে বা করতে চায়, তাকে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা বলে।
প্রশ্ন – ২৫. ফাস্টনেস কি?
উত্তরঃ টেক্সটাইল দ্রব্য ও পণ্যসামগ্রী ব্যবহারের পর এর রং এর স্থায়িত্বকে ফাস্টনেস বলে।
উত্তরঃ টেক্সটাইল দ্রব্য ও পণ্যসামগ্রী ব্যবহারের পর এর রং এর স্থায়িত্বকে ফাস্টনেস বলে।
প্রশ্ন – ২৬. টেকোমিটার কি?
উত্তরঃ টেকোমিটার এমন একটি যন্ত্র, যার সাহায্যে বিভিন্ন ধরনের গতি পরিমাপ করা হয়।
উত্তরঃ টেকোমিটার এমন একটি যন্ত্র, যার সাহায্যে বিভিন্ন ধরনের গতি পরিমাপ করা হয়।
প্রশ্ন – ২৭. পরিদর্শন কেন করা হয়?
উত্তরঃ উৎপাদিত পোশাকের গুণগত মান নিশিত করার জন্য।
উত্তরঃ উৎপাদিত পোশাকের গুণগত মান নিশিত করার জন্য।
প্রশ্ন – ২৮. পোশাকের ত্রুটিগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন ভাগে। যথাঃ মেজর ডিফেক্ট, খ. মাইনর ডিফেক্ট, গ. ক্রিটিক্যাল ডিফেক্ট।
উত্তরঃ তিন ভাগে। যথাঃ মেজর ডিফেক্ট, খ. মাইনর ডিফেক্ট, গ. ক্রিটিক্যাল ডিফেক্ট।
প্রশ্ন – ২৯. গার্মেন্টস কারখানায় পরিদর্শন কয়টি ধাপে করা হয়?
উত্তরঃ তিন ধাপে। যথাঃ ক. কাঁচামাল পরিদর্শন, খ. প্রক্রিয়ার মধ্যে পরিদর্শন, গ. চূড়ান্ত পরিদর্শন।
উত্তরঃ তিন ধাপে। যথাঃ ক. কাঁচামাল পরিদর্শন, খ. প্রক্রিয়ার মধ্যে পরিদর্শন, গ. চূড়ান্ত পরিদর্শন।
প্রশ্ন – ৩০. সকল রং যাচাইয়ের জন্য কয় পিস পোশাক পরিদর্শন করা হয়?
উত্তরঃ ৩ পিস।
উত্তরঃ ৩ পিস।
প্রশ্ন – ৩১. কি কি কারণে সিম দুর্বল হয়?
উত্তরঃ সেলাই সুতার দুর্বলতা, ত্রুটিপূর্ণ সেলাই, ভুল সাইজের সেলাই সুতা নির্বাচিন করা ইত্যাদি।
উত্তরঃ সেলাই সুতার দুর্বলতা, ত্রুটিপূর্ণ সেলাই, ভুল সাইজের সেলাই সুতা নির্বাচিন করা ইত্যাদি।
প্রশ্ন – ৩২. সেলাইয়ের গুণাগুণ বলতে কি বুঝ?
উত্তরঃ সেলাইয়ের আদর্শ মানকে বুঝায়।
উত্তরঃ সেলাইয়ের আদর্শ মানকে বুঝায়।
প্রশ্ন – ৩৩. শেড ম্যাচিং বলতে কি বুঝ?
উত্তরঃ সেলাই সুতা ও কাপড়ের সং একই হওয়াকে বুঝায়।
উত্তরঃ সেলাই সুতা ও কাপড়ের সং একই হওয়াকে বুঝায়।
প্রশ্ন – ৩৪. সিমেট্রিক্যাল কাপড় কাকে বলে?
উত্তরঃ যে সকল কাপড়ের ফেইস ও ব্যাক একই রকম দেখতে তাকে সিমেট্রিক্যাল কাপড় বলে।
উত্তরঃ যে সকল কাপড়ের ফেইস ও ব্যাক একই রকম দেখতে তাকে সিমেট্রিক্যাল কাপড় বলে।
Textile Raw Materials ভাইবার জন্য কিছু প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন – ১. টেক্সটাইল র ম্যাটারিয়ালস কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা ধারণক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিকতা এবং রং করার ক্ষমতা ইত্যাদি বজায় থাকে, তাকে টেক্সটাইল র ম্যাটারিয়ালস বলে।
উত্তরঃ যে সমস্ত ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা ধারণক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিকতা এবং রং করার ক্ষমতা ইত্যাদি বজায় থাকে, তাকে টেক্সটাইল র ম্যাটারিয়ালস বলে।
প্রশ্ন – ২. শক্তি বা টেনাসিটির একক কি?
উত্তরঃ গ্রাম/ডেনিয়ার অথবা গ্রাম/টেক্স।
উত্তরঃ গ্রাম/ডেনিয়ার অথবা গ্রাম/টেক্স।
প্রশ্ন – ৩. প্রাকৃতিক সবচেয়ে শক্তিশালী ফাইবারের নাম কি?
উত্তরঃ রেমি ফাইবার।
উত্তরঃ রেমি ফাইবার।
প্রশ্ন – ৪. আঁশের লিনিয়ন ডেনসিটি কাকে বলে?
উত্তরঃ আঁশের একক দৈর্ঘ্যের ওজনকে বুঝায়।
উত্তরঃ আঁশের একক দৈর্ঘ্যের ওজনকে বুঝায়।
প্রশ্ন – ৫. রেসিলিয়েন্সি বলতে কি বুঝ?
উত্তরঃ ফাইবার বা কাপড় টান, পাক বা ভাঁজের দ্বারা বিকৃত হওয়ার পর পূর্বাবস্থায় ফিরে আসার যে ক্ষমতা তাই হল রেসিলিয়েন্সি।
উত্তরঃ ফাইবার বা কাপড় টান, পাক বা ভাঁজের দ্বারা বিকৃত হওয়ার পর পূর্বাবস্থায় ফিরে আসার যে ক্ষমতা তাই হল রেসিলিয়েন্সি।
প্রশ্ন – ৬. সি.বি.সি ও জুটেক্স কাকে বলে?
উত্তরঃ সি.বি.সি হল – কার্পেট ব্যাকিং ক্লথ আর জুটেক্স হল – জুট + কটন।
উত্তরঃ সি.বি.সি হল – কার্পেট ব্যাকিং ক্লথ আর জুটেক্স হল – জুট + কটন।
প্রশ্ন – ৭. লিনেন ফাইবারের দৈর্ঘ্য ও ব্যাস কত?
উত্তরঃ দৈর্ঘ্য ১০ থেকে ৪০ ইঞ্চি এবং ব্যাস ১৪.৫ মাইক্রন।
উত্তরঃ দৈর্ঘ্য ১০ থেকে ৪০ ইঞ্চি এবং ব্যাস ১৪.৫ মাইক্রন।
প্রশ্ন – ৮. উল ফাইবারের দৈর্ঘ্য ও ব্যাস কত?
উত্তরঃ দৈর্ঘ্য ২ থেকে ৮ ইঞ্চি এবং ব্যাস ১২ থেকে ৭০ মাইক্রন।
উত্তরঃ দৈর্ঘ্য ২ থেকে ৮ ইঞ্চি এবং ব্যাস ১২ থেকে ৭০ মাইক্রন।
প্রশ্ন – ৯. উল কোন শ্রেণীর ফাইবার?
উত্তরঃ প্রাকৃতিক প্রোটিন ফাইবার।
উত্তরঃ প্রাকৃতিক প্রোটিন ফাইবার।
প্রশ্ন – ১০. সিল্ক ফাইবারের দৈর্ঘ্য ও ব্যাস কত?
উত্তরঃ দৈর্ঘ্য ৩০০ থেকে ১০০০ গজ এবং ব্যাস ৯ থেকে ১০ মাইক্রন।
উত্তরঃ দৈর্ঘ্য ৩০০ থেকে ১০০০ গজ এবং ব্যাস ৯ থেকে ১০ মাইক্রন।
প্রশ্ন – ১১. রেশম কোন পোকার থেকে তৈরি করা হয়?
উত্তরঃ পলু পোকা থেকে।
উত্তরঃ পলু পোকা থেকে।
প্রশ্ন – ১২. রেশম আঁশে শতকরা কতভাগ সেরিসিন বা আঠালো পদার্থ থাকে?
উত্তরঃ শতকরা ২০ ভাগ।
উত্তরঃ শতকরা ২০ ভাগ।
প্রশ্ন – ১৩. সিল্ককে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ দুইভাগে। যথাঃ ক. মালবেরী সিল্ক, খ. ওয়াইল্ড সিল্ক।
উত্তরঃ দুইভাগে। যথাঃ ক. মালবেরী সিল্ক, খ. ওয়াইল্ড সিল্ক।
প্রশ্ন – ১৪. কার্পেট উল কাকে বলে?
আঁশের দৈর্ঘ্য ৯ থেকে ১৫ ইঞ্চি ও আঁশ মোটা হলে তাকে কার্পেট উল বলে।
আঁশের দৈর্ঘ্য ৯ থেকে ১৫ ইঞ্চি ও আঁশ মোটা হলে তাকে কার্পেট উল বলে।
প্রশ্ন – ১৫. কৃত্রিম ফাইবার পরীক্ষামূলকভাবে প্রথম কত সালে আবিষ্কার হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে।
উত্তরঃ ১৮৫৭ সালে।
প্রশ্ন – ১৬. পলিয়েস্টার কি ধরনের ফাইবার?
উত্তরঃ উচ্চ পলিমার বিশিষ্ট কৃত্রিম ফাইবার।
উত্তরঃ উচ্চ পলিমার বিশিষ্ট কৃত্রিম ফাইবার।
প্রশ্ন – ১৭. রিজেনারেটেড ফাইবার কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. রিজেনারেটেড প্রোটিন, খ. রিজেনারেটেড সেলোলুজ।
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. রিজেনারেটেড প্রোটিন, খ. রিজেনারেটেড সেলোলুজ।
প্রশ্ন – ১৮. বাণিজ্যিকভাবে উৎপাদিত দুই ধরনের রেয়ন এর নাম লিখ।
উত্তরঃ উত্তরঃ ভিসকোস ও হাই ওয়েট মেডুলাস।
উত্তরঃ উত্তরঃ ভিসকোস ও হাই ওয়েট মেডুলাস।
প্রশ্ন – ১৯. ভিসকোস রেয়ন প্রস্তুতির কাঁচামালগুলো কি কি?
উত্তরঃ কটন লিন্টার্স, বাঁশের মন্ড ও কাঠের মন্ড ইত্যাদি।
উত্তরঃ কটন লিন্টার্স, বাঁশের মন্ড ও কাঠের মন্ড ইত্যাদি।
প্রশ্ন – ২০. ভিসকোস রেয়ন কোন ডাই দ্বারা রং করা হয়?
উত্তরঃ ডাইরেক্ট, ভ্যাট ও সালফার ডাই দ্বারা।
উত্তরঃ ডাইরেক্ট, ভ্যাট ও সালফার ডাই দ্বারা।
প্রশ্ন – ২১. পলিমার কি?
উত্তরঃ ক্যাপরোলাকটানকে তরল অবস্থায় ছেঁকে অত্যাধিক তাপ ও চাপে যে তরল পদার্থ হয়, তাকে পলিমার বলে।
উত্তরঃ ক্যাপরোলাকটানকে তরল অবস্থায় ছেঁকে অত্যাধিক তাপ ও চাপে যে তরল পদার্থ হয়, তাকে পলিমার বলে।
প্রশ্ন – ২২. পলিমারাইজেশন কি?
উত্তরঃ পলিমার তৈরির পদ্ধতিকে পলিমারাইজেশন বলে।
উত্তরঃ পলিমার তৈরির পদ্ধতিকে পলিমারাইজেশন বলে।
প্রশ্ন – ২৩. পলিয়েস্টার ফাইবারের টেনাসিটি কত?
উত্তরঃ ৪.৫ থেকে ৫.০ গ্রাম/ডেনিয়ার।
উত্তরঃ ৪.৫ থেকে ৫.০ গ্রাম/ডেনিয়ার।
প্রশ্ন – ২৪. সিনথেটিক উল কাকে বলে?
উত্তরঃ কিছুটা উলের মত গুনাগুনের কারণে অ্যাকরাইলিক ফাইবারকে সিনথেটিক উল বলা হয়।
উত্তরঃ কিছুটা উলের মত গুনাগুনের কারণে অ্যাকরাইলিক ফাইবারকে সিনথেটিক উল বলা হয়।
Textile Dyeing
প্রশ্ন – ১. ওয়েট প্রসেসিং শব্দের অর্থ কি?
উত্তরঃ সিক্ত প্রক্রিয়া।
উত্তরঃ সিক্ত প্রক্রিয়া।
প্রশ্ন – ২. ওয়েট প্রসেসিং কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩ ভাগে। যথাঃ ক. প্রি-ট্রিটমেন্ট, খ. ডাইং ও প্রিন্টিং, গ. ফিনিশিং।
উত্তরঃ ৩ ভাগে। যথাঃ ক. প্রি-ট্রিটমেন্ট, খ. ডাইং ও প্রিন্টিং, গ. ফিনিশিং।
প্রশ্ন – ৩. ডাইং কাকে বলে?
উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে।
উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে।
প্রশ্ন – ৪. প্রিন্টিং কাকে বলে?
উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।
উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।
প্রশ্ন – ৫. ফিনিশিং কাকে বলে?
উত্তরঃ টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে।
উত্তরঃ টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে।
প্রশ্ন – ৬. সাবান বলতে কি বুঝ?
উত্তরঃ সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে।
উত্তরঃ সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে।
প্রশ্ন – ৭. ডিটারজেন্ট কি?
উত্তরঃ যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে ডিটারজেন্ট বলে।
উত্তরঃ যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে ডিটারজেন্ট বলে।
প্রশ্ন – ৮. প্লেট সিনজিং মেশিনের গতি কত?
উত্তরঃ ২৫০ থেকে ৪০০গজ প্রতি মিনিটে।
উত্তরঃ ২৫০ থেকে ৪০০গজ প্রতি মিনিটে।
প্রশ্ন – ৯. ডিসাইজিং কাকে বলে?
উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে ডিসাইজিং বলে।
উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে ডিসাইজিং বলে।
প্রশ্ন – ১০. এনজাইম কি?
উত্তরঃ এক ধরনের জৈব প্রভাবক।
উত্তরঃ এক ধরনের জৈব প্রভাবক।
প্রশ্ন – ১১. কটনে সেলুলোজের শতকরা হার কত?
উত্তরঃ শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ।
উত্তরঃ শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ।
প্রশ্ন – ১২. স্কাওয়ারিং কাকে বলে?
উত্তরঃ যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।
উত্তরঃ যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।
প্রশ্ন – ১৩. ব্লিচিং কাকে বলে?
উত্তরঃ যে রাসায়নিক প্রক্তিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ স্থায়ীভাবে দূর করে দ্রব্যটিকে সাদা ধবধবে করা হয়, তাকে ব্লিচিং বলে।
উত্তরঃ যে রাসায়নিক প্রক্তিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ স্থায়ীভাবে দূর করে দ্রব্যটিকে সাদা ধবধবে করা হয়, তাকে ব্লিচিং বলে।
প্রশ্ন – ১৪. পিগমেন্ট কি?
উত্তরঃ এক ধরনের রং বা কালারি বস্তু।
উত্তরঃ এক ধরনের রং বা কালারি বস্তু।
প্রশ্ন – ১৫. পানিতে দ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।
উত্তরঃ ক. ডাইরেক্ট ডাই, খ. রি-অ্যাকটিভ ডাই, গ. অ্যাসিড ডাই।
উত্তরঃ ক. ডাইরেক্ট ডাই, খ. রি-অ্যাকটিভ ডাই, গ. অ্যাসিড ডাই।
প্রশ্ন – ১৬. পানিতে অদ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।
উত্তরঃ ক. ভ্যাট ডাই, খ. সালফার ডাই, গ. ডিসপার্স ডাই।
উত্তরঃ ক. ভ্যাট ডাই, খ. সালফার ডাই, গ. ডিসপার্স ডাই।
প্রশ্ন – ১৭. তিনটি ওয়েটিং এজেন্ট এর নাম লিখ।
উত্তরঃ ক. টি.আর ওয়েল, খ. মনোপল, গ. লিসাপল।
উত্তরঃ ক. টি.আর ওয়েল, খ. মনোপল, গ. লিসাপল।
প্রশ্ন – ১৮. অ্যাসিড ডাই কি?
উত্তরঃ সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং কোন কোন ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ।
উত্তরঃ সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং কোন কোন ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ।
প্রশ্ন – ১৯. অ্যাসিড ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।
উত্তরঃ লিউরাজল, স্যান্ডোফাস্ট, স্যাপরাসেন।
উত্তরঃ লিউরাজল, স্যান্ডোফাস্ট, স্যাপরাসেন।
প্রশ্ন – ২০. ভ্যাট বলতে কি বুঝ?
উত্তরঃ প্রকৃতি থেকে প্রাপ্ত ইন্ডিগো কালারকে যে বিশেষভাবে নির্মিত কাঠের পাত্রে দ্রবণীয় করা হত, তাকে ভ্যাট বলে।
উত্তরঃ প্রকৃতি থেকে প্রাপ্ত ইন্ডিগো কালারকে যে বিশেষভাবে নির্মিত কাঠের পাত্রে দ্রবণীয় করা হত, তাকে ভ্যাট বলে।
প্রশ্ন – ২১. ভ্যাট ডাই কোন শ্রেণীর ফাইবার রং করতে ব্যবহৃত হয়?
উত্তরঃ সেলুলোজিক ফাইবার, তবে প্রোটিন ফাইবারও রং করা যায়।
উত্তরঃ সেলুলোজিক ফাইবার, তবে প্রোটিন ফাইবারও রং করা যায়।
প্রশ্ন – ২২. ভ্যাটিং কি?
উত্তরঃ যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় করা হয়, তাকে ভ্যাটিং বলে।
উত্তরঃ যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় করা হয়, তাকে ভ্যাটিং বলে।
প্রশ্ন – ২৩. ভ্যাট ডাই-এ লবণের কাজ কি?
উত্তরঃ ফাইবারের প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করা।
উত্তরঃ ফাইবারের প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করা।
প্রশ্ন – ২৪. ভ্যাট ডাই এর দিটি বাণিজ্যিক নাম লিখ।
উত্তরঃ ক. অ্যালগোসল, খ. ইন্ডিগোসল।
উত্তরঃ ক. অ্যালগোসল, খ. ইন্ডিগোসল।
প্রশ্ন – ২৫. ভ্যাট ডাই এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং সস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করে দ্রবণীয় করতে হয়, তাকে ভ্যাট ডাই বলে।
উত্তরঃ যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং সস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করে দ্রবণীয় করতে হয়, তাকে ভ্যাট ডাই বলে।
প্রশ্ন – ২৬. ডিসপার্সিং ডাই দ্বারা কোন কোন ফাইবার রং করা যায়?
উত্তরঃ নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক ইত্যাদি ফাইবার।
উত্তরঃ নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক ইত্যাদি ফাইবার।
প্রশ্ন – ২৭. বর্তমানে কোন ডাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ রি-অ্যাকটিভ ডাই।
উত্তরঃ রি-অ্যাকটিভ ডাই।
প্রশ্ন – ২৮. রি-অ্যাকটিভ ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।
উত্তরঃ ক. প্রসিওন এম, খ. প্রসিওন এইচ, গ. সিবাক্রোন।
উত্তরঃ ক. প্রসিওন এম, খ. প্রসিওন এইচ, গ. সিবাক্রোন।
প্রশ্ন – ২৯. প্যাকেজ কাকে বলে?
উত্তরঃ সুতা যার উপর জড়ানো থাকে তাকে প্যাকেজ বলে।
উত্তরঃ সুতা যার উপর জড়ানো থাকে তাকে প্যাকেজ বলে।
প্রশ্ন – ৩০. টেক্সটাইল দ্রব্যকে কি কি আকারে ডাইং করা যায়?
উত্তরঃ ক. ফাইবার আকারে বা লুজ আকারে, খ. সুতা আকারে, গ. কাপড় আকারে, এবং ঘ. পিস গুড (পোশাক) আকারে।
উত্তরঃ ক. ফাইবার আকারে বা লুজ আকারে, খ. সুতা আকারে, গ. কাপড় আকারে, এবং ঘ. পিস গুড (পোশাক) আকারে।
প্রশ্ন – ৩১. কটন কাপড় ডাইং এর জন্য কোন মেশিন বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ জিগার ডাইং মেশিন।
উত্তরঃ জিগার ডাইং মেশিন।
প্রশ্ন – ৩২. উইঞ্চ ডাইং মেশিনে কি ধরনের কাপড রং করা হয়?
উত্তরঃ নিটেড কাপড়।
উত্তরঃ নিটেড কাপড়।
Garments Dyeing, Washing and Finishing
প্রশ্ন – ১. গার্মেন্টস ডাইং কেন করা হয়?
উত্তরঃ তৈরিকৃত পোশাকের কাপড় উজ্জ্বল করা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
উত্তরঃ তৈরিকৃত পোশাকের কাপড় উজ্জ্বল করা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
প্রশ্ন – ২. কটন পোশাকের জন্য কোন ডাই ব্যবহার করা হয়?
উত্তরঃ ডাইরেক্ট ডাই।
উত্তরঃ ডাইরেক্ট ডাই।
প্রশ্ন – ৩. পলিয়েস্টার পোশাকের জন্য কোন ডাই ব্যবহার করা হয়?
উত্তরঃ ডিসপার্স ডাই।
উত্তরঃ ডিসপার্স ডাই।
প্রশ্ন – ৪. সিল্ক কাপড়ের ক্ষেত্রে কোন ডাইন ব্যবহার করা হয়?
উত্তরঃ রিয়্যাকটিভ ডাই।
উত্তরঃ রিয়্যাকটিভ ডাই।
প্রশ্ন – ৫. কয়েকটি গার্মেন্টস ডাইং মেশিনের নাম লিখ।
উত্তরঃ জিগার ডাইং মেশিন, উইঞ্চ ডাইং মেশিন, জেট ডাইং মেশিন ইত্যাদি।
উত্তরঃ জিগার ডাইং মেশিন, উইঞ্চ ডাইং মেশিন, জেট ডাইং মেশিন ইত্যাদি।
প্রশ্ন – ৬. পলিয়েস্টার কাপড় ডাইং তাপমাত্রা কত?
উত্তরঃ ১৩০º সেলসিয়াস।
উত্তরঃ ১৩০º সেলসিয়াস।
প্রশ্ন – ৭. গার্মেন্টস ওয়াশিং বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পোশাককে ধৌত করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্যসমূহ দূর করে পোশাককে পরিষ্কার করা হয়, তাকে গার্মেন্টস ওয়াশিং বলে।
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পোশাককে ধৌত করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্যসমূহ দূর করে পোশাককে পরিষ্কার করা হয়, তাকে গার্মেন্টস ওয়াশিং বলে।
প্রশ্ন – ৮. গার্মেন্টস ওয়াশিং প্রধানত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ড্রাইং ওয়াশিং, খ. ওয়াটার ওয়াশিং।
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ড্রাইং ওয়াশিং, খ. ওয়াটার ওয়াশিং।
প্রশ্ন – ৯. গার্মেন্টস ওয়াশিং এর পদ্ধতি কয়টি?
উত্তরঃ প্রধানত দুইটি। যথাঃ ক. স্টোন ওয়াশিং, খ. কেমিক্যাল ওয়াশিং।
উত্তরঃ প্রধানত দুইটি। যথাঃ ক. স্টোন ওয়াশিং, খ. কেমিক্যাল ওয়াশিং।
প্রশ্ন – ১০. ব্লিচিং ওয়াশিন কত তাপমাত্রায় সম্পন্ন হয়?
উত্তরঃ ৯০º সেলসিয়াস।
উত্তরঃ ৯০º সেলসিয়াস।
প্রশ্ন – ১১. পিগমেন্ট ওয়াশিং কত তাপমাত্রায় করা হয়?
উত্তরঃ ৬০º সেলসিয়াস।
উত্তরঃ ৬০º সেলসিয়াস।
প্রশ্ন – ১২. স্টাইল অব ওয়াশিং কি?
উত্তরঃ বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা কিছু শর্ত সাপেক্ষে বিভিন্ন আঁশ দ্বারা তৈরি পোশাককে যে কৌশলে ওয়াশিং করা হয়, তাকে স্টাইল অব ওয়াশিং বলে।
উত্তরঃ বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা কিছু শর্ত সাপেক্ষে বিভিন্ন আঁশ দ্বারা তৈরি পোশাককে যে কৌশলে ওয়াশিং করা হয়, তাকে স্টাইল অব ওয়াশিং বলে।
প্রশ্ন – ১৩. গার্মেন্টস ওয়াশিং এ ব্যবহৃত ম্যাটেরিয়াল ও লিকারের অনুপাত কত?
উত্তরঃ ওয়াশিং মেশিন ব্যবহার করে ওয়াশিং করলে ১ঃ ৫ বা ৫ঃ ৮ এবং ওয়াশিং মেশিন ছাড়া ওয়াশিং করলে ১ঃ ১০ বা ১ঃ ১২ ।
উত্তরঃ ওয়াশিং মেশিন ব্যবহার করে ওয়াশিং করলে ১ঃ ৫ বা ৫ঃ ৮ এবং ওয়াশিং মেশিন ছাড়া ওয়াশিং করলে ১ঃ ১০ বা ১ঃ ১২ ।
প্রশ্ন – ১৪. স্টোন ওয়াশিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ পোশাক বা কাপড় ওয়াশিং এর যে প্রক্রিয়ায় পাথর বা স্টোন ব্যবহার করা হয়, তাকে স্টোন ওয়াশিং বলে।
উত্তরঃ পোশাক বা কাপড় ওয়াশিং এর যে প্রক্রিয়ায় পাথর বা স্টোন ব্যবহার করা হয়, তাকে স্টোন ওয়াশিং বলে।
প্রশ্ন – ১৫. কোন প্রকৃতির পোশাককে স্টোন ওয়াশ করা হয়?
উত্তরঃ প্রধানত জিন্স ও ডেনিম এর শার্ট ইত্যাদি।
উত্তরঃ প্রধানত জিন্স ও ডেনিম এর শার্ট ইত্যাদি।
প্রশ্ন – ১৬. মাংকি ওয়াশ কি?
উত্তপ্রঃ পটাশিয়াম পার কার্বনেট দ্রবণে কাপড়ের নির্দিষ্ট অংশ ডুবিয়ে যে ওয়াশ করা হয়, তাকে মাংকি ওয়াশ বলে।
উত্তপ্রঃ পটাশিয়াম পার কার্বনেট দ্রবণে কাপড়ের নির্দিষ্ট অংশ ডুবিয়ে যে ওয়াশ করা হয়, তাকে মাংকি ওয়াশ বলে।
প্রশ্ন – ১৭. ড্রাই ওয়াশ কি?
উত্তরঃ পোশাককে কোন প্রকার পানিতে না ভিজিয়ে ময়লা অপসারণ করে শুষ্ক পদ্ধতিতে বিভিন্ন কেমিক্যাল দ্বারা পোশাক পরিষ্কার করা হয়, তাকে ড্রাই ওয়াশ বলে।
উত্তরঃ পোশাককে কোন প্রকার পানিতে না ভিজিয়ে ময়লা অপসারণ করে শুষ্ক পদ্ধতিতে বিভিন্ন কেমিক্যাল দ্বারা পোশাক পরিষ্কার করা হয়, তাকে ড্রাই ওয়াশ বলে।
প্রশ্ন – ১৮. ড্রাই ওয়াশের তাপমাত্রা কত?
উত্তরঃ ১১০º সেলসিয়াস।
উত্তরঃ ১১০º সেলসিয়াস।
প্রশ্ন – ১৯. ব্লিচিং ওয়াশিং এর প্রধান রাসায়নিক পদার্থ কি?
উত্তরঃ কস্টিক সোডা।
উত্তরঃ কস্টিক সোডা।
প্রশ্ন – ২০. কেমিক্যাল ওয়াশিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে ওয়াশিং প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ পোশাককে কেমিক্যাল ব্যবহার করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্য দূর করে পরিষ্কার করা হয়, তাকে কেমিক্যাল ওয়াশিং বলে।
উত্তরঃ যে ওয়াশিং প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ পোশাককে কেমিক্যাল ব্যবহার করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্য দূর করে পরিষ্কার করা হয়, তাকে কেমিক্যাল ওয়াশিং বলে।
প্রশ্ন – ২১. পোশাক ফিনিশিং কি?
উত্তরঃ পোশাক প্রস্তুতের পর তা ক্রেতার নিকট আকর্ষনীয় করার পোশাককে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে বা প্রেসিং, ফোল্ডিং ও প্যাকিং করা হয়, তাকে পোশাক ফিনিশিং বলে।
উত্তরঃ পোশাক প্রস্তুতের পর তা ক্রেতার নিকট আকর্ষনীয় করার পোশাককে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে বা প্রেসিং, ফোল্ডিং ও প্যাকিং করা হয়, তাকে পোশাক ফিনিশিং বলে।
প্রশ্ন – ২২. ফোল্ডিং কি?
উত্তরঃ প্রেসিং করার পর নির্দিষ্ট আয়তনে পোশাক ভাঁজ করে রাখাকে ফোল্ডিং বলে।
উত্তরঃ প্রেসিং করার পর নির্দিষ্ট আয়তনে পোশাক ভাঁজ করে রাখাকে ফোল্ডিং বলে।
প্রশ্ন – ২৩. প্রেসিং এর অপর নাম কি?
উত্তরঃ আয়রনিং।
উত্তরঃ আয়রনিং।
প্রশ্ন – ২৪. ফোল্ডিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার। যথাঃ ক. শার্টের ফোল্ডিং, খ. প্যান্টের ফোল্ডিং, গ. জ্যাকেটের ফোল্ডিং।
উত্তরঃ তিন প্রকার। যথাঃ ক. শার্টের ফোল্ডিং, খ. প্যান্টের ফোল্ডিং, গ. জ্যাকেটের ফোল্ডিং।
প্রশ্ন – ২৫. শার্টের ফোল্ডিংগুলোর নাম লিখ।
উত্তরঃ ক. স্ট্যান্ড আপ, খ. সেমি স্ট্যান্ড আপ, গ. ফ্ল্যাট প্যাক ও ঘ.হ্যাঙ্গার প্যাক ফোল্ডিং।
উত্তরঃ ক. স্ট্যান্ড আপ, খ. সেমি স্ট্যান্ড আপ, গ. ফ্ল্যাট প্যাক ও ঘ.হ্যাঙ্গার প্যাক ফোল্ডিং।
প্রশ্ন – ২৬. প্রেসিং বা আয়রনিং কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ার দ্বারা পোশাকের মধ্যস্থ অনাকাঙ্ক্ষিত ভাঁজ বা কোঁকড়ানো অবস্থাকে দূর করে পোশাকের মসৃণতা, চাকচিক্যতা, সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাকে প্রেসিং বলে।
উত্তরঃ যে প্রক্রিয়ার দ্বারা পোশাকের মধ্যস্থ অনাকাঙ্ক্ষিত ভাঁজ বা কোঁকড়ানো অবস্থাকে দূর করে পোশাকের মসৃণতা, চাকচিক্যতা, সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাকে প্রেসিং বলে।
প্রশ্ন – ২৭. প্যাকিং কাকে বলে?
উত্তরঃ ফোল্ডিং করার পর পোশাককে ধুলাবালি ও অন্যান্য ময়লার হাত থেকে রক্ষার জন্য ও বাজার উপযোগী করার জন্য যে পলি ব্যাগে সংরক্ষণ করা হয়, তাকে প্যাকিং বলে।
উত্তরঃ ফোল্ডিং করার পর পোশাককে ধুলাবালি ও অন্যান্য ময়লার হাত থেকে রক্ষার জন্য ও বাজার উপযোগী করার জন্য যে পলি ব্যাগে সংরক্ষণ করা হয়, তাকে প্যাকিং বলে।
প্রশ্ন – ২৮. অ্যাসর্টমেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ অ্যাসর্টমেন্ট বলতে সংগ্রহকরণ বা কোন কোন ক্ষেত্রে শ্রেনিবিন্যস্তকরণকেই বুঝায়।
উত্তরঃ অ্যাসর্টমেন্ট বলতে সংগ্রহকরণ বা কোন কোন ক্ষেত্রে শ্রেনিবিন্যস্তকরণকেই বুঝায়।
প্রশ্ন – ২৯. ডি-লাসচারিং অর্থ কি?
উত্তরঃ রঙের উজ্জ্বলতা কমিয়ে বিশেষ বৈচিত্র আনয়ন করা।
উত্তরঃ রঙের উজ্জ্বলতা কমিয়ে বিশেষ বৈচিত্র আনয়ন করা।
প্রশ্ন – ৩০. ব্রাইটেনিং ফিনিশিং কি?
উত্তরঃ টেক্সটাইল দ্রব্য বা কাপড়ে অতিমাত্রায় শুভ্রতা আনয়নের জন্য যে কেমিক্যাল ব্যবহার করে বিশেষ ধরনের ফিনিশিং করা হয়, তাকে ব্রাইটেনিং ফিনিশিং বলে।
উত্তরঃ টেক্সটাইল দ্রব্য বা কাপড়ে অতিমাত্রায় শুভ্রতা আনয়নের জন্য যে কেমিক্যাল ব্যবহার করে বিশেষ ধরনের ফিনিশিং করা হয়, তাকে ব্রাইটেনিং ফিনিশিং বলে।
প্রশ্ন – ৩১. ব্রাইটেনিং প্রণালি কত তাপমাত্রায় করা হয়?
উত্তরঃ ৪০º থেকে ৬০º সেলসিয়াস।
উত্তরঃ ৪০º থেকে ৬০º সেলসিয়াস।
প্রশ্ন – ৩২. স্টিম কি?
উত্তরঃ কোন পাত্রে পানি রেখে তাতে উচ্চ তাপে পানি ফুটিয়ে যে বাষ্প তৈরি করা হয়, তাকে স্টিম বলে।
উত্তরঃ কোন পাত্রে পানি রেখে তাতে উচ্চ তাপে পানি ফুটিয়ে যে বাষ্প তৈরি করা হয়, তাকে স্টিম বলে।
প্রশ্ন – ৩৩. পোশাকশিল্পে কেন স্টিম ব্যবহৃত হয়?
উত্তর : কাপড় আয়রনিং করার জন্য
উত্তর : কাপড় আয়রনিং করার জন্য
ফেব্রিক্স
(1) নোটেশন কাকে বলে?
উত্তর : নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।
(2) মেকানিক্যাল বন্ডিং গুলো কিকি?
উত্তর : নিডেল ফেল্টিং, স্টিচ বন্ডিং, হাইড্রোয়েনট্যাংলিং।
(3) আন্ডাল্যাপ কাকে বলে???
উত্তর : লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।
(4) স্ট্যাপল পলিয়েস্টার নিট
কারখানায় কম ব্যবহৃত হয় কেন??
উত্তর ; গুটি বাধার কারনে কম ব্যবহৃত হয়।
(5) রৈখিক ক্যাম কাকে বলে???
উত্তর : যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।
(6) নিট সুতায় মোম প্রলেপ দেয়া হয় কেন? ??
উত্তর : নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়
(7) নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়? ??
উত্তর : 24।
(8) নন জ্যাকার্ড মেশিন কাকে বলে? ?
উত্তর : নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড মেশিন বলে।
(9) সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে? ?
উত্তর : সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।
(10) নিট প্লেটিং এর বিকল্প কি? ?
উত্তর : আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।
(11) ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে? ???
উত্তর : দুই বা ততোধিক।
(12) মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে????
উত্তর : উল্লম্ব, অনুভূমিক, কোনাকুনি।
(13) মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে???
উত্তর : ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়, যা তিন বা ততোধিক স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।
14) সগিং মোশন কি? ?
উত্তর : নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।
গার্মেন্টস চাকুরীজিবীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর###
প্রশ্ন – ১. নিডেল কি?
উত্তরঃ নিডেল হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
প্রশ্ন – ২. নিডেল কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. হ্যান্ড নিডেল, খ. মেশিন নিডেল।
প্রশ্ন – ৩. টিপ কি?
উত্তরঃ নিডেল পয়েন্টের সুচালো প্রান্তটিই নিডেল টিপ।
প্রশ্ন – ৪. এমব্রয়ডারীর জন্য কয় ধরনের নিডেল ব্যবহার করা হয়?
উত্তরঃ তিন ধরনের।
প্রশ্ন – ৫. নিডেল পয়েন্ট কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ক্লথ পয়েন্ট, খ. কাটিং পয়েন্ট।
প্রশ্ন – ৬. ক্লথ পয়েন্ট নিডেল কাকে বলে?
উত্তরঃ কাপড় সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা করা হয়, তাকে ক্লথ পয়েন্ট নিডেল বলে।
প্রশ্ন – ৭. কাটিং পয়েন্ট নিডেল কাকে বলে?
উত্তরঃ সাধারণত শিট মেটারিয়াল – চামড়া, প্লাস্টিক প্রভৃতি সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা করা হয়, তাকে কাটিং পয়েন্ট নিডেল বলে।
প্রশ্ন – ৮. বল পয়েন্ট নিডেল কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
প্রশ্ন – ৯. বুনন কাপড় সেলাইয়ে সাধারণত কোন ধরনের নিডেল ব্যবহৃত হয়?
উত্তরঃ সেট পয়েন্ট নিডেল।
প্রশ্ন – ১০. সেট পয়েন্ট কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার। যথাঃ ক. স্লিম সেট পয়েন্ট, খ. মিডিয়াম সেট পয়েন্ট, গ. হেভি সেট পয়েন্ট।
প্রশ্ন – ১১. নিডেল সাইজ বলতে কি বুঝ?
উত্তরঃ নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানের ব্যাসের পরিমাপের উপর ভিত্তি করে নিডেলের যে নাম্বারিং করা হয় যা নিডেলের মোটা চিকন নির্দেশ করে, তাকে নিডেল সাইজ বলে।
প্রশ্ন – ১২. নিডেল পয়েন্টের কাজ কি?
উত্তরঃ নিডেল পয়েন্টের কাজ হচ্ছে কাপড়ের কোন ক্ষতি সাধন না করে কাপড়েকে ভেদ করা।
প্রশ্ন – ১৩. এমব্রয়ডারী নিডেল কাকে বলে?
উত্তরঃ কাপড়ের উপর বিভিন্ন নকশা তৈরির জন্য যে ধরনের নিডেল ব্যবহার করা হয়, তাকে এমব্রয়ডারী নিডেল বলে।
প্রশ্ন – ১৪. একটি নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানের ব্যাস ১.২ সে.মি হলে, ঐ নিডেলের সাইজ কত হবে?
উত্তরঃ ১২০Nm.
প্রশ্ন – ১৫. সেলাই মেশিন কি?
উত্তরঃ যে মেশিনের সাহায্যে কাপড় বা পোশাক সেলাই করা হয়, তাকে সেলাই মেশিন বলে।
প্রশ্ন – ১৬. প্রেসার বার এর কাজ কি?
উত্তরঃ প্রেসার বার এর সাহায্যে প্রেসার ফুটকে উপরে তোলা ও নিচে নামানো হয়।
প্রশ্ন – ১৭. সেলাই মেশিনের প্রেসার ফুট এর কাজ কি?
উত্তরঃ সেলাইয়ের সময় কাপড়কে ফিড ডগের উপর নমনীয়ভাবে চেপে ধরে রাখা।
প্রশ্ন – ১৮. প্রেসার ফুট দেখতে কেমন?
উত্তরঃ এটি দেখতে অনেকটা পায়ের পাতার মত। এর মাঝখানে কিছুটা ফাঁক থাকে বলে ইহা দু’ভাগে বিভক্ত।
প্রশ্ন – ১৯. নিডেল আই কাকে বলে?
উত্তরঃ নিডেলের মাথায় সুতা পড়ানোর জন্য যে ছিদ্র থাকে, তাকে নিডেল আই বলে।
প্রশ্ন – ২০. সেলাই মেশিন কত প্রকার ও কি কি?
উতরঃ সেলাই মেশিন প্রধানত দুই প্রকার। যথাঃ
ক. ম্যানুয়ালি অপারেটেড সেলাই মেশিন, খ. ইলেক্ট্রিক্যালি অপারেটেড সেলাই মেশিন।
প্রশ্ন – ২১. ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন কাকে বলে?
উত্তরঃ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সকল সেলাই মেশিন ব্যবহৃত হয়, তাকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বলে।
প্রশ্ন – ২২. সেলাই মেশিনের ফিড মেকানিজম কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত?
উত্তরঃ ক. প্রেসার ফুট, খ. থ্রোট প্লেট ও গ. ফিড ডগ।
প্রশ্ন – ২৩. অতি হালকা কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত?
উত্তরঃ ১.০ – ১.২৫ মি.মি।
প্রশ্ন – ২৪. হালকা থেকে মধ্যম কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত?
উত্তরঃ ১.৩ মি.মি – ১.৬ মি.মি।
প্রশ্ন – ২৫. মোটা কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত?
উত্তরঃ ২.৫ মি.মি।
প্রশ্ন – ২৬. সিম পাকার কি?
উত্তরঃ সেলাইরেখা বরাবর কাপড় কুঁচকে গেলে তাকে সিম পাকার বলে।
প্রশ্ন – ২৭. কোন যন্ত্রাংশের সাহায্যে ফিড ডগের গতি নিয়ন্ত্রণ করা হয়?
উত্তরঃ স্টিচ রেগুলেটর লিভার এর সাহায্যে ফিড ডগের গতি নিয়ন্ত্রণ করা হয়।
প্রশ্ন – ২৮. স্টিচ কি?
উত্তরঃ সেলাইয়ের প্রতিটি ক্ষুদ্রতম একককে স্টিচ বলে। অর্থাৎ, সুতাসহ নিডেল একবার কাপড় ছেদ করে উপরে উঠলে যে ফোঁড় বা সেলাইয়ের অংশ উৎপন্ন হয়, তাকে স্টিচ বলে।
প্রশ্ন – ২৯. সেলাই মেশিনের এস.পি.এম কি?
উত্তরঃ সেলাই মেশিনের গতিকে অর্থাৎ প্রতি মিনিটে উৎপন্ন স্টিচ সংখ্যাকে এস.পি.এম বলে।
প্রশ্ন – ৩০. সেলাইয়ের সমস্যাগুলো কি কি?
উত্তরঃ সেলাইয়র ক্ষেত্রে তিন ধরনের সমস্যা হতে পারে। যথাঃ
ক. স্টিচ গঠনের সমস্যা, খ. পাকার সমস্যা, গ. সেলাইরেখা বরাবর কাপড় ক্ষতিগ্রস্থ হওয়া।
প্রশ্ন – ৩১. কত ধরনের স্টিচ আছে?
উত্তরঃ প্রায় ৭০ ধরনের স্টিচ দেখতে পাওয়া যায়।
প্রশ্ন – ৩২. পোশাক শিল্পে কয় ধরনের স্টিচ ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৮ – ২০ ধরনের।
প্রশ্ন – ৩৩. দর্জি দোকানে বা বাসাবাড়িতে কয় ধরনের স্টিচ ব্যবহৃত হয়?
উত্তরঃ ২ – ৩ ধরনের।
প্রশ্ন – ৩৪. সকল স্টিচকে কয়টি শ্রেনীতে ভাগ করা যায়?
উত্তরঃ ছয়টি শ্রেনীতে।
প্রশ্ন – ৩৫. স্টিচ ক্লাশ – ৩০১ কন ধরনের স্টিচ?
উত্তরঃ লক স্টিচ।
প্রশ্ন – ৩৬. ব্যাক টেকিং কি?
উত্তরঃ সেলাইয়ের শুরুতে এবং শেষে পোশাকের আধ ইঞ্চি পরিমাণ স্থানে ডাবল সেলাই দেয়াকে ব্যাক টেকিং বলে।
প্রশ্ন – ৩৭. ব্যাক টেকিং কেন দেয়া হয়?
উত্তরঃ সেলাইয়ের পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার জন্য।
প্রশ্ন – ৩৮. স্টি ক্লাশ – ৫০৩ কি নামে পরিচিত?
উত্তরঃ ওভার লক মেশিন নামে পরিচিত।
প্রশ্ন – ৩৯. কি কি উপায়ে সেলাই গঠিত হয়?
উত্তরঃ তিন উপায়ে। যথাঃ ক. ইন্ট্রালুপিং, খ. ইন্টারলুপিং, গ. ইন্টারলেসিং।
প্রশ্ন – ৪০. স্টিচ ক্লাশ – ২০৯ কি কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ দামী পোশাক ও পোশাকের প্রান্ত সেলাইয়ের জন্য।
প্রশ্ন – ৪১. লক স্টিচ মেশিনের গতি কত?
উত্তরঃ ১৫০০ – ৫৫৫০ এস.পি.এম।
প্রশ্ন – ৪২. চেইন স্টিচ সেলাই মেশিনের গতি কত?
উত্তরঃ ৮০০০ এস.পি.এম।
প্রশ্ন – ৪৩. ব্লাইন্ড স্টিচ কাকে বলে?
উত্তরঃ যে স্টিচ শুধুমাত্র নিডেল গ্রুপের মাধ্যমে উৎপন্ন হয় এবং এক পাশে সেলাই দেখা যায়, তাকে ব্লাইন্ড স্টিচ বলে।
প্রশ্ন – ৪৪. সিম কাকে বলে?
উত্তরঃ যে রেখা বরাবর একাধিক পরতা কাপড়কে জোড়া লাহানো হয়, তাকে সিম বলে।
প্রশ্ন – ৪৫. সিমের শক্তি কেমন হওয়া উচিত?
উত্তরঃ সিমের শক্তি কাপড়ের শক্তির চেয়ে কম বা সমান হওয়া উচিত।
প্রশ্ন – ৪৬. সিমের আরামপ্রদতা বলতে কি বুঝ?
উত্তরঃ সিমের আরামপ্রদতা বলতে বুঝায় পোশাক ব্যবিহারের সময় যেন সিমের কারণে শরীরে উহা কোন অস্বস্থিভাব বা অসুবিধার সৃষ্টি না করে।
প্রশ্ন – ৪৭. সিম প্রধানত কত প্রকার?
উত্তরঃ ছয় প্রকার।
প্রশ্ন – ৪৮. পোশাক তৈরিতে কোন সিম সর্বাধিক ব্যবহৃত হয়?
উত্তরঃ সুপার ইমপোজড সিম।
প্রশ্ন – ৪৯. পোশাক তৈরিতে কোন সিম সবচেয়ে কম ব্যবহৃত হয়?
উত্তরঃ লেপড সিম।
প্রশ্ন – ৫০. বাউন্ড সিম কি কি পোশাকে ব্যবহৃত হয়?
উত্তরঃ গেঞ্জি, জাঙ্গিয়া, প্যান্ট, মেয়েদের পোশাক,স্লিপিং স্যুট ইত্যাদি।
প্রশ্ন – ৫১. ফ্লাট সিম কোন পোশাক তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তরঃ নিট কাপড়ের পোশাক ও আন্ডার গার্মেন্টস তৈরিতে।
প্রশ্ন – ৫২. জিন্সের প্যান্ট তৈরিতে কোন শ্রেনির সিম ব্যবহৃত হয়?
উত্তরঃ ক্লাশ – ২, লেপড সিম।
প্রশ্ন – ৫৩. সেলাইয়ের সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করতে কি প্রয়োজন হয়?
উত্তরঃ ফিড মেকানিজম প্রয়োজন হয়।
প্রশ্ন – ৫৪. ফিড মেকানিজম কয় প্রকার?
উত্তরঃ ছয় প্রকার।
প্রশ্ন – ৫৫. সর্বাধিক ব্যবহৃত ফিড মেকানিজম কোনটি?
উত্তরঃ ড্রপ ফিড মেকানিজম।
প্রশ্ন – ৫৬. থ্রোট প্লেটের অপর নাম কি?
উত্তরঃ নিডেল প্লেট।
প্রশ্ন – ৫৭. সেলাই মেশিনের ফিড মেকানিজমের কাজ কি?
উত্তরঃ কাপড় মেশিনে ফিড করা এবং কাপড়কে সামনে এগিয়ে নেয়া।
ধন্যবাদ সবাই কে।
৩টি মন্তব্য:
thanks vai
thanks
আমি ছাফ কন্টাকে কাজ করি জেকোনো ডিফেক্ট সারানো হয়
জেমন (((( শেডিং / মেন্ডিং / টাচাপ / ফোরইয়ান / স্পট / ডাইং স্পট /
কালার টাচ / নিডেল মার্ক/ ইত্যাদি জদি কোনো কাজে
লাগে coLL 01821707055.01779788753
একটি মন্তব্য পোস্ট করুন