টেক্সটাইল জব চেঞ্জের ক্ষত্রে কিছু সতর্কতা এবং করনীয়:
১. যারা জব করছেন কখনোই একটি এনশিউর না করে অন্যটি ছাড়বেন না।
২. কোন ফেক্টরিতে ভাইবা দিতে যাচ্ছেন তা আগে কাওকে জানাবেন না, জানালে অন্যটি না হলে রানিং জবে সমস্যা হবে। অথবা রানিং ফেক্টরির লোকেরা অন্য ফেক্টরিতে আপনার নামে ভুল তথ্য দিবে।
৩. প্রথম জবে চাকুরীর অভিজ্ঞতা জানতে চাইলে বলবেন আমার ইন্টার্ন এর অভিজ্ঞতা আছে । এ ক্ষত্রে ভালো করে ইন্টার্নককারীরা ভ্যালু পাবেন।
৪. চাকুরী ছেড়ে থাকলেও বলবেন না চাকুরী নেই, তাইলে আপনার নতুন ফেক্টরির লোকজন আপনি বিপদে আছেন ভেবে যা সেলারি তার চেয়ে কমিয়ে বলবে।
যেমন : ভাই আমরা এতো পারবো, চাইলে আসতে পারেন।
করনীয় হলো এটা বলা যে আমি আমার অফিসে কথা বলে দেখি যদি আমার পোষায় তবে আসবো।
৫. সেলারি অবশ্যাই বাড়িয়ে চাইবেন। আর কতো পান জিজ্ঞেস করলে অবশ্যাই রানিং সেলারির চেয়ে বেশি বলবেন। মনে রাখবে এমন বলবেন না যেনো তা আকাশ কুসুম মনে হয়। ফেক্টরির সেলারি স্ট্রাইকার তাদের জানা। তাই এমন করে বলবেন যেনো তা সম সাময়িক সেলারির সাথে মিল থাকে।
৬. নতুন ফেক্টরিতে যাওয়ার আগে সারভাইব করার মতো সাপোর্ট আছে কিনা তা আগে জেনে পরে যাবেন।
৭. টেক্সটাইল সেক্টরে কথা আছে যে একটি জব থাকলে অন্যটি আসে।
৮. এক দুই হাজার এর জন্য জব চেঞ্জ কখনোই করবেন না।
৯. যতো বেশি ফেক্টরি চেঞ্জ করবেন ততো আপনার ডিমান্ড কমবে কারন সবাই এই ধরনের লোক দের সিজনাল লোক বলে আর তাদের জব এর কথা এড়িয়ে যায়।
১০. টেক্সটাইল জবে আপনার মুল্য নির্ধারন করা হয় আপনি কয়দিন ওই সেক্টরে কাজ করেছেন তার উপর বা ওই সেকশনে আপনার পোস্ট কি বা কি পর্যায়ে আছেন তার উপর।
দুই দিন ডাইং, দুই দিন গার্মেন্টস, দুই দিন ওয়াসিং।
এই ভাবে বড় হওয়া যায় না।
১২. রেনডম নিজের ট্রেক চেঞ্জ করবেন না, সব সেকশনে সফল লোক আছেন যারা দৈর্ঘ দিন জব করার পর সফল হয়েছেন।
১৩. গ্রুপ ভিত্তিক জব বা GM, Manager. দের সাথে লিয়াজু করে গেলে ওই চাকুরীর বেতন ভালো হয় আর প্রমশোন দ্রুত হয় আর রিস্ক কম।
১৪. রানিং অবস্থায় জব খুঁজলে একটু ভালো তাইলে আপাদের কে নতুন ফেক্টরিতে বলবে কই আছেন ? কি করেন ? কতো পান ? আর কতো হলে আসবেন?
আর যদি বলে ফেলেন আমার জব নাই তাহলে তারা আপনার দুর্বলতার সুযোগ কাজে লাগাবে এবং কম খরচে নিতে চাইবে ।
১৫. সব সুযোগ সুবিধা বুঝে জব চেঞ্জ করুন, যেমন ইনক্রিমেন্ট, প্রমশোন, ছুটি, আবাসন, ট্রান্সপোর্ট ইত্যাদি।
২টি মন্তব্য:
স্যার আসছালামু আলাইকুম। স্যার আমি টেক্সটাইলে চার বছর(৪)মেয়াদী ডিপ্লোমা করেছি। HAMS textile Ltd. এ ট্রেনিং সম্পন্ন করেছি। এখন জবলেস আবস্তাই আছি। ওয়াশিং এ জব করতে চাই। যদি স্যার একটু সহযোগীতা করতেন তাহলে উপকৃত হতাম।
এভাবে সহযোগিতা পাওয়া যায় না ভাই। অবশ্যই B.Sc করার চেষ্টা কর।
একটি মন্তব্য পোস্ট করুন