ফেব্রিককে রিলাক্সে রাখার কিছু কারন ও নিয়ম - Textile Lab | Textile Learning Blog
ফেব্রিককে রিলাক্সে রাখার কিছু কারন :

ফেব্রিক এর রিলাক্সে রাখার বড় কারন হলো তার স্রিংকেজ কে ওকে করা।  একটি কাপড় রিলাক্সে রাখলে কাপড় তার পরিমিত পরিমানে আগে স্রিনক করে যার ফলে কাটিং এর পর আর স্রিনক হয় না আর এতে কাপড় এর মেজারমেন্ট ওকে হয়। মাঝে মাঝে আমরা একে কন্ডিশনিং বলি।








কিছু নিয়ম

১. স্যাম্পল হলে ল্যাব বেইজইড ওয়েদার কন্ডিশনার মেশিন আছে কাপড় কে কন্ডিশনিং এবং রিলাক্স  করার জন্য ,  সময় এক ঘন্টা।

২. এক দুই রোল  ফেব্রিক হলে কাপড় এর রোল খুলে ২৪ ঘন্টা এসি রুমে রেখে দিন। এতে ফেব্রিক কন্ডিশনিং হয়ে যাবে।

৩.  আর বেশি কোয়ানটিটি হলে কাপড় লে দিয়ে রাখুন আর একদিন পরে কাটিং এ যেতে হবে।
কটন এর জন্য ১২ ঘন্টা
লায়ক্রা  ১ দিন
টেম্পারেচার ৩০ ডিগ্রী
হিউমিডিটি +/- ৬৫%

৪. গার্মেন্টস স্টোরে যাওয়ার পর নগদ কাপড় কাটা হয় না এটি অনেক দিন রেখে দেয়া হয় কাপড় এর স্রিংকেজ ওকে হওয়ার জন্য।

৫. ফেব্রিক রিলাক্স টাইম :
SJ 12 hr

Lycra SJ 24hr

Rib 12hr

Interlock 18hr

CVC 18hr

Pique 18hr

Lycra pique 24hr

Cotton Fleece 12hr

Terry Fleece 24hr









ফেব্রিককে রিলাক্সে রাখার কিছু কারন ও নিয়ম

ফেব্রিককে রিলাক্সে রাখার কিছু কারন :

ফেব্রিক এর রিলাক্সে রাখার বড় কারন হলো তার স্রিংকেজ কে ওকে করা।  একটি কাপড় রিলাক্সে রাখলে কাপড় তার পরিমিত পরিমানে আগে স্রিনক করে যার ফলে কাটিং এর পর আর স্রিনক হয় না আর এতে কাপড় এর মেজারমেন্ট ওকে হয়। মাঝে মাঝে আমরা একে কন্ডিশনিং বলি।








কিছু নিয়ম

১. স্যাম্পল হলে ল্যাব বেইজইড ওয়েদার কন্ডিশনার মেশিন আছে কাপড় কে কন্ডিশনিং এবং রিলাক্স  করার জন্য ,  সময় এক ঘন্টা।

২. এক দুই রোল  ফেব্রিক হলে কাপড় এর রোল খুলে ২৪ ঘন্টা এসি রুমে রেখে দিন। এতে ফেব্রিক কন্ডিশনিং হয়ে যাবে।

৩.  আর বেশি কোয়ানটিটি হলে কাপড় লে দিয়ে রাখুন আর একদিন পরে কাটিং এ যেতে হবে।
কটন এর জন্য ১২ ঘন্টা
লায়ক্রা  ১ দিন
টেম্পারেচার ৩০ ডিগ্রী
হিউমিডিটি +/- ৬৫%

৪. গার্মেন্টস স্টোরে যাওয়ার পর নগদ কাপড় কাটা হয় না এটি অনেক দিন রেখে দেয়া হয় কাপড় এর স্রিংকেজ ওকে হওয়ার জন্য।

৫. ফেব্রিক রিলাক্স টাইম :
SJ 12 hr

Lycra SJ 24hr

Rib 12hr

Interlock 18hr

CVC 18hr

Pique 18hr

Lycra pique 24hr

Cotton Fleece 12hr

Terry Fleece 24hr









কোন মন্তব্য নেই: