টেক্সটাইল এর PH সম্পর্কিত কিছু বিষয় জেনে রাখা ভালো :
১. PH এসিডিক এবং এলকালাইন দুই ধরনের হয়, টেস্ট এর সময় এসিডিক PH কমলা কালার শো করে আর এলকালাইন PH ব্লু কালার শো করে।
২. লিকুইড এর PH মাপতে স্ট্রিপ ব্যাবহার করা হয় আর ম্যাটেরিয়াল এর PH মাপতে PH ইন্ডিকেটর সলিউশন ব্যাবহার করা হয়।
৩. রিয়েক্টিভ ডাইং এর সময় ডাই দেয়ার আগে PH মেপে নিতে হবে, ডাইং এর সময় ডাই দেয়ার আগে PH এলকালাইন হওয়া যাবে না। এতে কালার আন ইভেন হতে পারে কারন এতে ডাই লেভেল হওয়ার আগে ফিক্স হয়ে কালার আন ইভেন হবে।
৪. আফটার ফিনিশিং বায়ার এর Expected PH 6 -7
৫. প্রাসপিরেশন টেস্ট বা ঘামে কালার ফাস্টনেস মাপার জন্য একবার এসিডিক আর এক বার এলকালাইন রিএজেন্ট দিয়ে কেনো মাপা হয় জানেন।
মেয়েদের ঘাম এসিডিক
পুরুষ এর ঘাম এলকালাইন
মেয়েদের ঘাম এসিডিক
পুরুষ এর ঘাম এলকালাইন
৬. এনজাইম ট্রিটমেন্ট এর জন্য PH টেস্ট অতিব জরুরী, এনজাইম এক প্রকার লাইভ সেল বা জীবত কোষ যারা অম্লীয় মাধ্যমে কাজ করে। তাই এনজাইম এর PH এসিডিক হতে হয় PH ৫-৬
৭. ওভেন ডাইং এর সময় মার্সারাইজেশন এর পর ওয়াস করে ডাইং এর আগে কাপড় এর PH চেক করে নেয়া হয়, এক্ষত্রে কাপড় এর pH 7-8 থাকলেই কাপড় ডাইং এর উপোযোগী হয়।
৮. নীট, ইয়ার্ন এর ক্ষত্রে এনজাইম ওয়াস এর আগে, ডাইং ডজিং এর আগে pH চেক করে নেয়া লাগে।
৯. পলিস্টার ডাইং এর জন্য pH হতে হয় এসিডিক।
১০ রিয়েক্টিভ ডাইজ এর pH এলকালাইন হবে কিন্ত তার pH কতো হবে তা নির্ভর করে তার সেড % এর উপর সেড % বেশি হলে বা ডার্কার সেড হলে তার pH বাড়াতে হয় আবার সেড % কমলে pH এর পরিমান কম হয় যেমন লাইট সেড এর জন্য pH কম লাগে।
১১. বায়ার এর এক্সসেপ্টেবল pH রেঞ্জ 4.5-8 Adult, Kids
১২. টেস্টিং স্টেন্ডার্ড মেথোড ISO 3071 -2005
ডাইং ফিনিশিং প্রিট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট এর pH এর রেঞ্জ :
১. স্কাওয়ারিং pH = 12.5
২. পার অক্সাইড ব্লিচিং pH =10.5-11
৩. এনজাইম বায়োপলিশিং pH =4.5
৪. ডাইং লেভেলিং pH =6.5
৫. সল্ট pH =7-8
৬. রিয়েক্টিভ ডাইং pH =10.5-11.5
৭. ডিস্পার্স ডাইং pH =4.5-6
৮. সফেনার pH =6.5
৯. ইনিশিয়াল ডাই বাথ pH =5.5-6.5
১০. নিউট্রালাইজেশন pH =5.5-6.5
১১. আফটার এলকালি এডিশন pH =10.5-11
১২.আফটার ডাইং pH =5-6
১৩.ক্যাটায়নিক সফেনার pH =4-5
১৪.বিফোর লেভেলিং pH =6-6.5
১৫.সিলিকন সফেনার pH =5.5-6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন