Anthracite Color এর কিছু বৈশিষ্ট্য জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
Anthra কালার এর কিছু বৈশিষ্ট্য :

পুরো নামঃ Anthracite

পেন্টোন নাম্বার :
TCX- 1942-05 Tcx
TPX- 1805-03 Tpx





কালার টাইপ :
ডার্ক সেড + ক্রিটিকাল সেড

প্রকার :
এনথ্রা
লাইট এনথ্রা
ডার্ক এনথ্রা

ডাই কম্বিনেশন :
রেড
ইয়োলো
নেভি ব্লু

ডাই রেশিও :
রেড:ইয়োলো:ব্লু = ১ : ২.৫ :২


এনথ্রা কালার ডাইং এর কিছু সমস্যা:

১. এই কালার এর সমস্যা হলো এই সেড ডাইং এ ওকে হলেও ফিনিশিং এর সময় এর টোন চেঞ্জ হয়ে যায়।

২. RFT -Right First Time হওয়ার প্রভাবিলিটি ৫০%।

৩. এই সেডে মুল আসুবিধা হলো এটি হয় ইয়োলো এর দিকে যাবে নুতবা ব্লু এর দিকে যাবে।

৪. ইয়োলো ব্লু এর অনুপাত সমান তাই এর টোন গ্রিনিশ হয়।

৫. এই সেডে ইয়োলো আর নেভি এর রেশিও সমান বলে কোন একটি সামান্য বাড়ালে ভিজুয়ালি মনে হবে অনেক ইয়োলিশ বা অনেক ব্লুইশ।

৬. এই সেড ওকে করতে কালার এর স্ট্রেনথ সম্পর্কে ধরনা থাকতে হবে যেমন ইয়োলো বা নেভি আফটার ডাইং ওয়াসের পর কেটে যায় কিনা,  কালার কেটে গেলে সেড অনেক দুরে চলে যায়।

৭. সিলিকন দিয়ে ফিনিশ করলে এই কাপড়ে ডার্কার ব্লুইশ হয়।


৮. এনজাইম দিয়ে গার্মেন্টস ওয়াস করলে কাপড় রেডিশ হয়।



Anthracite Color এর কিছু বৈশিষ্ট্য জেনে নিন

Anthra কালার এর কিছু বৈশিষ্ট্য :

পুরো নামঃ Anthracite

পেন্টোন নাম্বার :
TCX- 1942-05 Tcx
TPX- 1805-03 Tpx





কালার টাইপ :
ডার্ক সেড + ক্রিটিকাল সেড

প্রকার :
এনথ্রা
লাইট এনথ্রা
ডার্ক এনথ্রা

ডাই কম্বিনেশন :
রেড
ইয়োলো
নেভি ব্লু

ডাই রেশিও :
রেড:ইয়োলো:ব্লু = ১ : ২.৫ :২


এনথ্রা কালার ডাইং এর কিছু সমস্যা:

১. এই কালার এর সমস্যা হলো এই সেড ডাইং এ ওকে হলেও ফিনিশিং এর সময় এর টোন চেঞ্জ হয়ে যায়।

২. RFT -Right First Time হওয়ার প্রভাবিলিটি ৫০%।

৩. এই সেডে মুল আসুবিধা হলো এটি হয় ইয়োলো এর দিকে যাবে নুতবা ব্লু এর দিকে যাবে।

৪. ইয়োলো ব্লু এর অনুপাত সমান তাই এর টোন গ্রিনিশ হয়।

৫. এই সেডে ইয়োলো আর নেভি এর রেশিও সমান বলে কোন একটি সামান্য বাড়ালে ভিজুয়ালি মনে হবে অনেক ইয়োলিশ বা অনেক ব্লুইশ।

৬. এই সেড ওকে করতে কালার এর স্ট্রেনথ সম্পর্কে ধরনা থাকতে হবে যেমন ইয়োলো বা নেভি আফটার ডাইং ওয়াসের পর কেটে যায় কিনা,  কালার কেটে গেলে সেড অনেক দুরে চলে যায়।

৭. সিলিকন দিয়ে ফিনিশ করলে এই কাপড়ে ডার্কার ব্লুইশ হয়।


৮. এনজাইম দিয়ে গার্মেন্টস ওয়াস করলে কাপড় রেডিশ হয়।