ফেব্রিক এর ফেইস ব্যাক চেনার উপায়ঃ
এটি আমাদের আমাদের Fabric Structure & Design এর ভেতরে পড়ানো হয়।
কি কি দেখে বোঝা যায় কাপড় এর ফেস ব্যাক :
১. ফেব্রিক এর ফেস সাইডে টেক্সচার বা ডিজাইন থাকে।
২. টুইল ফেব্রিক এর টুইল লাইন, সাটিন ফেব্রিক এর ওয়ার্পের ফ্লোটিং দেখা যায় ফেস সাইডে।
৩. ফেইস সাইডে সিনজিং করা হয়।
৪. ফেইস সাইডে কাপড় ফিনিশিং করা হয়।
৫. কোনো মেশিনে ইনপুট দিতে কাপড় এর ফেইস সাইড আপ করে দেয়া হয়।
৬. রোলিং এর সময় কাপড় এর ফেস ডাউন করে দেয়া হয়। রোল খোলা কাপড় এর ফেইস সাইড ভেতরে থাকে।
৭. ফেইস সাইডে ফ্লোটিং বেশি হয়। আর ফেব্রিক এর ডিজাইন সুস্পষ্ট হয়।
৮. ফ্লানেল কাপড় এর ফেইস সাইড ব্রাশ করা হয়।
৯. কাপড় এর ফেইস সাইড এ পিচ করা করা হয় ।
১০. ফেইস সাইড এর গ্লেস বেশি হয়।
১১. টেরী ফেব্রিক এর লুপ ফেইসে হয়।
১২. কাপড় এর ফেইস সাইডে প্রিন্টিং করা হয়.
১৩. প্লেইন কাপড় এর ফেইস ব্যাক একই তাই যে কোনো এক সাইড ধরে ফিনিশিং করালেই হয়। তবে স্টেনটারে বা কম্পেক্টরে ফিনিশিং এর সময়ে ফেইস সাইড আপ করে কাপড় মেশিন এর ভেতরে ঢুকাইতে হয় ।
১৪. ফেইস সাইড খসখসে আর প্লেইন সাইড মস্রিন থাকে।
৪টি মন্তব্য:
Very helpful post for me as I'm a student of textile.
Thanks a lot for being with us
How do know face side on knit fabric - jersey, pique, interlock, etc.
Very Useful Post.Thanks..
একটি মন্তব্য পোস্ট করুন