CVC ফেব্রিক
ডাইং করার পরো সাদাটে থাকা কাপড় গুলি কে CVC ( Cheaf Value of Cotton ) Fabric বলে, এই ফেব্রিক পলিকটন ব্লেন্ড সুতা দিয়ে প্রস্তুত করা। এখানে কাপড় টির একটি পার্ট ডাইং করা
কাপড়: টেরি
কিছু তথ্যঃ
১. এখানে পরিস্টার পার্ট আগে ডাইং হয়
২. কটন পার্ট পরে ডাইং করা হয়
৩. এই ডাইং প্রসেস কে ডাবল পার্ট ডাইং বলে।
৪. এক পার্ট ডাইং হলে ইফেক্ট কে মিলাঞ্জ ইফেক্ট বলে।
৫. এক এক টি ব্যাচ ডাইং করতে ১৮ ঘন্টা সময় লাগে।
৬. পলিস্টার কাপড় ফিনিশ করতে টেম্পারেচার কমিয়ে ফিনিশ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন