Woven Dyeing এর প্রসেস জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ওভেন এর কাজের ধরন কিছু অজানা বিষয় জেনে নিন :


১. ওভেন ডাইং কন্টিনিউয়াস এবং সেমি কন্টিনিউয়াস মেথডে করা হয়।

২. CPB ডাইং মেশিনে শুধু কটন পার্ট ডাইং করা হয়।

৩. জিগারে White কাপড় ডাইং করা হয়,

৪. কাপড় এর স্ট্রিপং,  আর কালার কারেকশন করতে জিগার ব্যাবহার করা হয়।

৫. ডাইং করা কাপড় লাইট হলে বা টোন ভালো না হলে তাকে পিগমেন্ট দিয়ে টপিং করে মিলিয়ে দেয়া হয়।  আর এর পর না মিললে  CPB  তে রিপ্যাড করা হয়।

৬. পিগমেন্ট আর ফ্লোরোসেন্ট ডাইং করা হয় স্টেনটারে করা হয়।

৭. পাতলা কাপড় কে সানফোরাইজ করতে হয় না।  যেমন : পপলিন,  কেনভাস,  সিটিং ।

৮. ওভেন কাপড় এর Shrinkage L:-+4% W: +- 4%

৯. প্রসেস লস কটন এর জন্য ৫% লয়াক্রার জন্য ৮% ।

১০. ওভেন কাপড় ব্লিচ,  মার্সারাইজ করার পর লেন্থ এ বেড়ে যায় । 


১১. Width Requirment
100% Cotton : 58"
Cotton Sheeting : 54"
Lycra : 52"
আপনাকে রাখতেই হবে।

১২. বেশী ডাইং করা হয় যে কাপড় সেটা ১২৮x৬০/২০x১৬ Twill

১৩. ৬০x৬০/২০x২০ কাপড় কে পকেট করার জন্য ব্যাবহার করা হয়।

১৬. Marcharize করা ছাড়া কাপড় ডাইং করতে পারবেন না,  কালার ভালো মতো ধরবে না কাপড়ে

১৭. হোয়াইট করতে মার্সারাইজ করতে হয় না তবে করলে ভালো।

১৮. ওভেন কাপড় করতে পানি,  ক্যামিকেল কম লাগে নীট এর তুলনায় ।

১৯. ওভেন কাপড় ডাইং এর পর গার্মেন্টস ওয়াস করা হয় কিন্তু নীটে তা করা হয় না।

২০. ওভেন এর ব্রাশ করা কাপড় কে ফ্লানেল আর নীট এর ব্রাশ করা কাপড় কে টেরি ফ্লিচ বলে।

২১. ওভেন কাপড় ডাইং এর আগে পিচ করে নিতে হয়,  নীটে ডাইং এর পর সুইডিং করতে হয়।

২২. ওভেনে সেড ছাড়া  নীট এর মতো তেমন মেজর কোন সমস্যা নেই।

২৩. ওভেন কাপড় এর টেস্ট এর পরিমাণ কম।

২৪. ওভেন কাপড় ডাইং করা সময় সাপেক্ষ ব্যাপার ।


২৫. ওভেন কাপড় ডাইং করতে কালার আগে গুলিয়ে কাপড় এক টুকরো ডাইং করে সেড দেখে এডিশন দিয়ে কালার মিলিয়ে পরে ডাইং করতে হয়।

২৬. ওভেন কাপড় এক মাত্র হার্ড ফিনিশ হয় আবার সোফট ফিনিশ হয় ।

২৭. ওভেন কাপড়য়ে আন ইভেন ডাইং এর সমস্যা নেই।

২৮. ওভেন কাপড়ে লিস্টিং সমস্যা হয়।

২৯. ওভেন ডাইংয়ে জিগার এর ডাইং মেথেড আর নীট কাপড়  এর ডাইং মেথড একই।

৩০. জিগারে ডাইং করতে পারলে আপনি নীট কাপড় ও ডাইং করতে পারবেন ।

৩১. ওভেন ডাইং এ কাপড় ডাইং এর আগে কাপড় ওয়াস করে নিউট্রাল করে নিতে হয়।

৩২. ওভেন কাপড় কে রিপ্যাড করা যায়  স্ট্রিপ করা ছাড়া কিন্তু নীট করা কাপড় স্ট্রিপ করা ছাড়া ডাইং করা যায় না ।

৩৩. নীট ডাইং এ সেড বাথ থেকে ওকে করে নামাতে হয় ওভেনে ১২ ঘণ্টার আগে সেড কি হবে তা বলা যায় না।

৩৪. ওভেন কাপড় এর কালার কাটে বেশী। নীটে কলার কম কাটে ।

৩৫. ওভেনে নীট এর মতো কলার কাফ নাই এখানে শুধু পকেট এর কাপড় হিসেবে ৬০x৬০/২০x২০ Sheeting কাপড় সাথে ডাইং করতে হয়।

৩৬. ওভেন কাপড় এর ডিসাইজ আর ডাইং করতে সময় বেশি নেয়

আমাদের কন্টিনিউয়াস ডাইং মেশিন  
ম্যানুফেকচারার : Kuster
দাম : ৮ কোটি
টাইপ : কোল্ড প্যাড ব্যাচ
পাওয়ার : 35 KW
ভোল্টেজ : ৪৪০ ভোল্ট
প্রেশার :  5-7 kg cm x cm

 Mother Company : Brucknar Garmany

Woven Dyeing এর প্রসেস জেনে নিন

ওভেন এর কাজের ধরন কিছু অজানা বিষয় জেনে নিন :


১. ওভেন ডাইং কন্টিনিউয়াস এবং সেমি কন্টিনিউয়াস মেথডে করা হয়।

২. CPB ডাইং মেশিনে শুধু কটন পার্ট ডাইং করা হয়।

৩. জিগারে White কাপড় ডাইং করা হয়,

৪. কাপড় এর স্ট্রিপং,  আর কালার কারেকশন করতে জিগার ব্যাবহার করা হয়।

৫. ডাইং করা কাপড় লাইট হলে বা টোন ভালো না হলে তাকে পিগমেন্ট দিয়ে টপিং করে মিলিয়ে দেয়া হয়।  আর এর পর না মিললে  CPB  তে রিপ্যাড করা হয়।

৬. পিগমেন্ট আর ফ্লোরোসেন্ট ডাইং করা হয় স্টেনটারে করা হয়।

৭. পাতলা কাপড় কে সানফোরাইজ করতে হয় না।  যেমন : পপলিন,  কেনভাস,  সিটিং ।

৮. ওভেন কাপড় এর Shrinkage L:-+4% W: +- 4%

৯. প্রসেস লস কটন এর জন্য ৫% লয়াক্রার জন্য ৮% ।

১০. ওভেন কাপড় ব্লিচ,  মার্সারাইজ করার পর লেন্থ এ বেড়ে যায় । 


১১. Width Requirment
100% Cotton : 58"
Cotton Sheeting : 54"
Lycra : 52"
আপনাকে রাখতেই হবে।

১২. বেশী ডাইং করা হয় যে কাপড় সেটা ১২৮x৬০/২০x১৬ Twill

১৩. ৬০x৬০/২০x২০ কাপড় কে পকেট করার জন্য ব্যাবহার করা হয়।

১৬. Marcharize করা ছাড়া কাপড় ডাইং করতে পারবেন না,  কালার ভালো মতো ধরবে না কাপড়ে

১৭. হোয়াইট করতে মার্সারাইজ করতে হয় না তবে করলে ভালো।

১৮. ওভেন কাপড় করতে পানি,  ক্যামিকেল কম লাগে নীট এর তুলনায় ।

১৯. ওভেন কাপড় ডাইং এর পর গার্মেন্টস ওয়াস করা হয় কিন্তু নীটে তা করা হয় না।

২০. ওভেন এর ব্রাশ করা কাপড় কে ফ্লানেল আর নীট এর ব্রাশ করা কাপড় কে টেরি ফ্লিচ বলে।

২১. ওভেন কাপড় ডাইং এর আগে পিচ করে নিতে হয়,  নীটে ডাইং এর পর সুইডিং করতে হয়।

২২. ওভেনে সেড ছাড়া  নীট এর মতো তেমন মেজর কোন সমস্যা নেই।

২৩. ওভেন কাপড় এর টেস্ট এর পরিমাণ কম।

২৪. ওভেন কাপড় ডাইং করা সময় সাপেক্ষ ব্যাপার ।


২৫. ওভেন কাপড় ডাইং করতে কালার আগে গুলিয়ে কাপড় এক টুকরো ডাইং করে সেড দেখে এডিশন দিয়ে কালার মিলিয়ে পরে ডাইং করতে হয়।

২৬. ওভেন কাপড় এক মাত্র হার্ড ফিনিশ হয় আবার সোফট ফিনিশ হয় ।

২৭. ওভেন কাপড়য়ে আন ইভেন ডাইং এর সমস্যা নেই।

২৮. ওভেন কাপড়ে লিস্টিং সমস্যা হয়।

২৯. ওভেন ডাইংয়ে জিগার এর ডাইং মেথেড আর নীট কাপড়  এর ডাইং মেথড একই।

৩০. জিগারে ডাইং করতে পারলে আপনি নীট কাপড় ও ডাইং করতে পারবেন ।

৩১. ওভেন ডাইং এ কাপড় ডাইং এর আগে কাপড় ওয়াস করে নিউট্রাল করে নিতে হয়।

৩২. ওভেন কাপড় কে রিপ্যাড করা যায়  স্ট্রিপ করা ছাড়া কিন্তু নীট করা কাপড় স্ট্রিপ করা ছাড়া ডাইং করা যায় না ।

৩৩. নীট ডাইং এ সেড বাথ থেকে ওকে করে নামাতে হয় ওভেনে ১২ ঘণ্টার আগে সেড কি হবে তা বলা যায় না।

৩৪. ওভেন কাপড় এর কালার কাটে বেশী। নীটে কলার কম কাটে ।

৩৫. ওভেনে নীট এর মতো কলার কাফ নাই এখানে শুধু পকেট এর কাপড় হিসেবে ৬০x৬০/২০x২০ Sheeting কাপড় সাথে ডাইং করতে হয়।

৩৬. ওভেন কাপড় এর ডিসাইজ আর ডাইং করতে সময় বেশি নেয়

আমাদের কন্টিনিউয়াস ডাইং মেশিন  
ম্যানুফেকচারার : Kuster
দাম : ৮ কোটি
টাইপ : কোল্ড প্যাড ব্যাচ
পাওয়ার : 35 KW
ভোল্টেজ : ৪৪০ ভোল্ট
প্রেশার :  5-7 kg cm x cm

 Mother Company : Brucknar Garmany

কোন মন্তব্য নেই: