ইউরিয়া : Textile Purpose
১. ডাইং করা কাপড় এর রেড এর পরিমাণ বেশী থাকলে ইউরিয়া দিয়ে স্টেনটারে চালালে রেড কমে যায়।
( রেডিস কাপড় বায়ার নিতে চায় না)
( রেডিস কাপড় বায়ার নিতে চায় না)
২. ইউরিয়া দিয়ে GSM বাড়ানো জায়, কারন তা বাতাস থেকে আদ্রতা গ্রহণ করে।
৩. ইউরিয়া দিয়ে প্রিন্ট পেস্ট তৈরি করা হয়।
৪. কোল্ড প্যাড ব্যাচ ডাইং মেশিনে ডাই লিকার ঠাণ্ডা রাখতে আরা রোটেসন এর সময় তা কাপড় কে আদ্র রাখে।
৫. এক্সজোস্ট ডাইং করার সময় জিগার বা নীট ডাইং মেশিনে ইউরিয়া ব্যাবহার করলে ডাইজ এর পিকাপ বাড়ে সাধারনত টার্কিশে, ব্লু RSPl ডাইজ থাকলে ইউরিয়া ব্যাবহার করলে ডাই ভালো ডিজলভ হয়।
৫. এক্সজোস্ট ডাইং করার সময় জিগার বা নীট ডাইং মেশিনে ইউরিয়া ব্যাবহার করলে ডাইজ এর পিকাপ বাড়ে সাধারনত টার্কিশে, ব্লু RSPl ডাইজ থাকলে ইউরিয়া ব্যাবহার করলে ডাই ভালো ডিজলভ হয়।
[ নিশ্চয় আমরা গাছপালা আর কৃষিক ক্ষতি করছি না তো, মাঝেমাঝে এই প্রশ্ন নিজেকে করি ]
Factory Info: ইউরিয়া টেস্টিং:
ফেক্টরিতে আমদের CPB তে ডাইং এর জন্য ইউরিয়া ব্যাবহার করা হয়, আমাদের স্টোরে ইউরিয়া আসলে আমাদের তার কোয়ালিটি টেস্টিং করে দিতে হয়, এটা একে বারে ইজি
১. চোখে দেখি ময়লা আছে কিনা।
২. তারপর হাতে ইউরিয়া নিয়ে তাকে পানিতে ভিজাই, হাত যদি বরফ এর মতো লাগে তবে ইউরিয়া ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন