পেপার টাচ ফিনিশিং কি জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
পেপার টাচ ফিনিশিং কি !!

কি:
ওভেন কাপড় কে সফেনার দিয়ে সফট করার পরিবর্তে কাপড় হার্ড করার ক্যামিকেল দিয়ে কাগজ এর মতো হার্ড করার প্রক্রিয়াকে পেপার টাচ ফিনিশিং বলে।  

ক্যামিকেলঃ
১. PVA Gum
২. Apritone
৩.  মেলামিন পাউডার

মেশিনঃ
১. স্টেনটার।

রেসিপিঃ
PVA Gum 60 g/l
Apritone 100 g/l

মজার বিষয়ঃ
এর কাপড় হার্ড করার পর পেপার এর মতো শক্ত লাগে বিধায় একে পেপার টাচ বলে। কাপড়ে টোকা দিলে কাগজে টোকা দেয়ার মতো শব্দ হয় ।

পেপার টাচ ফিনিশিং কি জেনে নিন

পেপার টাচ ফিনিশিং কি !!

কি:
ওভেন কাপড় কে সফেনার দিয়ে সফট করার পরিবর্তে কাপড় হার্ড করার ক্যামিকেল দিয়ে কাগজ এর মতো হার্ড করার প্রক্রিয়াকে পেপার টাচ ফিনিশিং বলে।  

ক্যামিকেলঃ
১. PVA Gum
২. Apritone
৩.  মেলামিন পাউডার

মেশিনঃ
১. স্টেনটার।

রেসিপিঃ
PVA Gum 60 g/l
Apritone 100 g/l

মজার বিষয়ঃ
এর কাপড় হার্ড করার পর পেপার এর মতো শক্ত লাগে বিধায় একে পেপার টাচ বলে। কাপড়ে টোকা দিলে কাগজে টোকা দেয়ার মতো শব্দ হয় ।

কোন মন্তব্য নেই: