ফেব্রিকের পলি কন্টামিনেশন দুর করার উপায় | Fabric Poly Contamination - Textile Lab | Textile Learning Blog
আমার আঙুল এর নিচে  যে সাদা সুতার মতো দেখতে পাচ্ছেন আপনারা তাকে আমরা টেক্সটাইল এর ভাষায় বলি ফরেন ফাইবার কন্টামিনেসন বা ফ্লাইং ডাস্ট বা পলি কন্টা  ।  এটি প্রাধানত খারাপ কোয়ালিটির সুতার জন্য হয় ।  এটি সমস্যা করে যদি কাপড় কে ডার্ক কালার এ ডাইং করা হয় যেমন Anthra,  Black,  Charcol ইত্যাদি কলারে এটি বেশী ফুটে উঠে।


How to Solve it for Woven :

ডাস্ট কম হলে আমরা লোক দিয়ে সুন দিয়ে তুলে ফেলি একে মেন্ডিং বলে, আর সিঞ্জিং করলে অনেকাংশে কমে যায়।

আর ডাস্ট যদি আশ এর মতো হয় আর বেশী  হয় তখন আমরা ব্লস প্রিন্ট করি,  তবে ফাব্রিক কালার আর প্রিন্ট এর কালার সেম হতে হয় জেনো কেও বুঝতে না পারে।


How to Solve it for Knit :

১৭০ ডিগ্রি তে কাপড় কে ফিনিশ করতে হয় তখন প্লাস্টিক এর মত গলে আর পুড়ে যায় ফাইবার গুলি,  তবে শেড কিসুটা ডার্ক হয়





ফেব্রিকের পলি কন্টামিনেশন দুর করার উপায় | Fabric Poly Contamination

আমার আঙুল এর নিচে  যে সাদা সুতার মতো দেখতে পাচ্ছেন আপনারা তাকে আমরা টেক্সটাইল এর ভাষায় বলি ফরেন ফাইবার কন্টামিনেসন বা ফ্লাইং ডাস্ট বা পলি কন্টা  ।  এটি প্রাধানত খারাপ কোয়ালিটির সুতার জন্য হয় ।  এটি সমস্যা করে যদি কাপড় কে ডার্ক কালার এ ডাইং করা হয় যেমন Anthra,  Black,  Charcol ইত্যাদি কলারে এটি বেশী ফুটে উঠে।


How to Solve it for Woven :

ডাস্ট কম হলে আমরা লোক দিয়ে সুন দিয়ে তুলে ফেলি একে মেন্ডিং বলে, আর সিঞ্জিং করলে অনেকাংশে কমে যায়।

আর ডাস্ট যদি আশ এর মতো হয় আর বেশী  হয় তখন আমরা ব্লস প্রিন্ট করি,  তবে ফাব্রিক কালার আর প্রিন্ট এর কালার সেম হতে হয় জেনো কেও বুঝতে না পারে।


How to Solve it for Knit :

১৭০ ডিগ্রি তে কাপড় কে ফিনিশ করতে হয় তখন প্লাস্টিক এর মত গলে আর পুড়ে যায় ফাইবার গুলি,  তবে শেড কিসুটা ডার্ক হয়





কোন মন্তব্য নেই: