Heat Set কি | লায়ক্রা ফেব্রিকস কেনো হিটসেট করা হয় - Textile Lab | Textile Learning Blog
হিটসেট এর কিছু মজার তথ্য :

যখন নিট  কাপড়ে  যদি লাইক্রা বা ইলাস্টেন থাকে তখন তাকে হিটসেট করতে হয় কারন হিটসেট না করলে কাপড় ডাইং এর পর খেপে জায় আর কাপড় এ প্রচুর ক্রিজ পরে যা ফিনিশ করার পর ও ঠিক হয় না।

* তাই লাইক্রা কাপড় এ থাকলে কেও বলুক না বলুক আপনারা হিট সেট করে নেবেন, তা না হলে এর ডায়া কমে যাবে তাকে স্টেন্টার এ টেনে ও ঠিক করা যাবে না।

* হিট সেট করলে কাপড় সাদা থেকে হলুদ বর্ন ধারন করে আরেকটি মজার ব্যাপার হলো তার ভেতর থেকে বেকারির বিস্কুট এর গ্রান  বের হয় ।

*গ্রে আবস্থায় হিট সেট করে নেবেন।

*কাপড় হলুদ হলেও সমস্যা নাই কারন তাকে ব্লিচ করলে হলদে ভাব চলে যাবে।

* কাপড় কে হিট সেট করার আগে তাকে ওপেন করে নিতে হয়। পরে ব্যাগ সুইং করে টিউব করে নিতে হয়।

* হিটসেট করার সময় স্টেন্টার এ তাপ রাখবেন ১৯০* থেকে ২০০*

Heat Set কি | লায়ক্রা ফেব্রিকস কেনো হিটসেট করা হয়

হিটসেট এর কিছু মজার তথ্য :

যখন নিট  কাপড়ে  যদি লাইক্রা বা ইলাস্টেন থাকে তখন তাকে হিটসেট করতে হয় কারন হিটসেট না করলে কাপড় ডাইং এর পর খেপে জায় আর কাপড় এ প্রচুর ক্রিজ পরে যা ফিনিশ করার পর ও ঠিক হয় না।

* তাই লাইক্রা কাপড় এ থাকলে কেও বলুক না বলুক আপনারা হিট সেট করে নেবেন, তা না হলে এর ডায়া কমে যাবে তাকে স্টেন্টার এ টেনে ও ঠিক করা যাবে না।

* হিট সেট করলে কাপড় সাদা থেকে হলুদ বর্ন ধারন করে আরেকটি মজার ব্যাপার হলো তার ভেতর থেকে বেকারির বিস্কুট এর গ্রান  বের হয় ।

*গ্রে আবস্থায় হিট সেট করে নেবেন।

*কাপড় হলুদ হলেও সমস্যা নাই কারন তাকে ব্লিচ করলে হলদে ভাব চলে যাবে।

* কাপড় কে হিট সেট করার আগে তাকে ওপেন করে নিতে হয়। পরে ব্যাগ সুইং করে টিউব করে নিতে হয়।

* হিটসেট করার সময় স্টেন্টার এ তাপ রাখবেন ১৯০* থেকে ২০০*

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

স্যার,
হিটসেটে টেম্পারেচার ১৯০_২০০ ডিগ্রী রাখলেও ৪০ ডেনিয়ার লাইক্রার ক্ষেত্রে Duration time একটু বাড়িয়ে রাখি। ৫৫- ৬০ সেকেন্ড।
তারপরও লাইক্রার রিকভারী আসবে কিনা তা চেক করে Duration time কমাতে বাড়াতে হয়।