স্লাব ফেব্রিক : Slub Fabric
কিছু কিছু ফেব্রিক এর দেখবেন সারফেস বা তা ফেস বা বেক সাইড খুব রাফ বা এতে থিক এবং থিন (Thick & Thin) সুতা দিয়ে তৈরি । এই ধরনে থিক এবং থিন যুক্ত সুতা দিয়ে তৈরি ফেব্রিক কে বলা হয় স্লাব ফেব্রিক।
স্লাব কি
এই স্লাব সুতা গুলি সাধারনত মোডাল ফাইবার এর এই গুলি তৈরি করা হয় মেল্ট স্পিনিং এর সিপ্নারেট দিয়ে । পরে এই সুতা স্লাব এটাচিং ডিভাইস দিয়ে কটন সুতার সাথে রিং ফ্রেমে স্পিনিং করে স্লাব ইয়ার্ন তৈরি করে হয়। আর স্লাব ইয়ার্ন থেকে যে ফেব্রিক তৈরি করা হয় তাকে স্লাব ফেব্রিক বলে।
এই স্লাব সুতা গুলি সাধারনত মোডাল ফাইবার এর এই গুলি তৈরি করা হয় মেল্ট স্পিনিং এর সিপ্নারেট দিয়ে । পরে এই সুতা স্লাব এটাচিং ডিভাইস দিয়ে কটন সুতার সাথে রিং ফ্রেমে স্পিনিং করে স্লাব ইয়ার্ন তৈরি করে হয়। আর স্লাব ইয়ার্ন থেকে যে ফেব্রিক তৈরি করা হয় তাকে স্লাব ফেব্রিক বলে।
ডাইং:
কটন ফাইবার ডাইং করলে মোডাল ডাইং হয় না তাই স্লাব গুলি আন ডাইড থাকে।
কটন ফাইবার ডাইং করলে মোডাল ডাইং হয় না তাই স্লাব গুলি আন ডাইড থাকে।
কিছু অজানা বিষয়:
১. এই কাপড়ে টুইস্টিং বা স্পাইরিলিটির প্রবনতা বেশি।
২. স্রিংকেজ এর % অনেক বেশি ।
৩. ডাইং এর পর কাপড়ে হোল হওয়ার প্রবনতা বেশি।
৪. হেন্ডফিল ভালো না।
৫. স্লাব আনডাইড থাকে।
৬. লাইট কালার করলে ডাইং এর আগে ব্লিচিং এর পর ডিমিনারাইলেজশন করে নিতে হয়।
স্লাবঃ ( নীট এবং ওভেনে)
১. নীট কাপড়ে কোর্স এর সুতাতে স্লাব থাকে। স্লাব হয় মোডাল ফাইবার এর।
২. ওভেনে ওয়ার্পে স্লাব সুতা দিতে হয়। স্লাব হয় কটন ফাইবার এর।
1 টি মন্তব্য:
স্লাবটা আসছে কোথা থেকে? সুতা তৈরির সময়? বিষয়টা পরিষ্কার হল না আমার কাছে। যদি আরেকটু বুঝিয়ে বলতেন ভালো হতো।
একটি মন্তব্য পোস্ট করুন