প্রিন্টিং করা কাপড়ের কস্টিং করা হয় যে ভাবে - Textile Lab | Textile Learning Blog
প্রিন্টিং করা কাপড়ের কস্টিং করা হয় যে ভাবে :

১. প্রথমত দেখা হয় ডিজাইন টি তে কয় কালার আছে,  কেনো না প্রতিটি কালার এর জন্য একটি করে স্ক্রিন লাগে প্রতিটি স্ক্রিন এর দাম ৫০০০ টাকা। আমরা ডিজাইন ভেদে ১-১২ কালার করতে পারি।  তাই কস্টিং এর ভেতর স্ক্রিন কস্ট ধরতে হয়।

২. কি পরিমান ক্যামিকেল লাগে যেমন বাইন্ডার,  ফিক্সিং এজেন্ট,  ইউরিয়া,  ওয়েটিং এজেন্ট,  এমোনিয়া।  এদের ব্রেন ও দেখা হয় সাধারনত ইন হাউস বা নিজেদের বায়ারদের ভালো ক্যামিকেল ব্যাবহার করা হয়। সাব কন্ট্রাক্ট বা পার্টির কাজের জন্য মোটামুটি মানের ব্যবহার করা হয়।

৩. ডাইজ,  যেমন : পিগমেন্ট হলে দাম কম,  রিয়েক্টিভ হলে কিছুটা বেশি ফ্লোরোসেন্ট কালার হলে আরো বেশি ধরা হয়।





৪. প্রিন্টিং এর সাথে এর ফিনিশিং কস্ট ও ধরতে হয়।  যেমন প্রতি কেজি কাপড় স্টেনন্টার করতে ১৫ টাকা আর কম্পেক্টটিং করতে ৭ টাকা লাগে।  আপনার কাপড় এর উপর নির্ভর করে কতো কেজি কাপড় ফিনিশিং করবেন।

৫. প্রিন্ট কভারেজ একটি ফেক্টর,  যেমন কতো টুকু যায়গা জুড়ে আপনি প্রিন্টিং করবেন,  কভারেজ বেশি হলে দাম বেশি।

৬. কস্টিং সাধারনত ডলারে আর সেন্ট এ ধরা হয়।  বেসিক ডিজাইন হলে ৫০ সেন্ট আর ডিজাইন হলে ২.৫০ সেন্ট পর্যন্ত হয়।

৭. সাধারনত ফ্লোর এর লোক কনজামশন দেয় আর মার্কেটিং এর লোক আর GM কস্টিং ফাইনাল করে।

প্রিন্টিং করা কাপড়ের কস্টিং করা হয় যে ভাবে

প্রিন্টিং করা কাপড়ের কস্টিং করা হয় যে ভাবে :

১. প্রথমত দেখা হয় ডিজাইন টি তে কয় কালার আছে,  কেনো না প্রতিটি কালার এর জন্য একটি করে স্ক্রিন লাগে প্রতিটি স্ক্রিন এর দাম ৫০০০ টাকা। আমরা ডিজাইন ভেদে ১-১২ কালার করতে পারি।  তাই কস্টিং এর ভেতর স্ক্রিন কস্ট ধরতে হয়।

২. কি পরিমান ক্যামিকেল লাগে যেমন বাইন্ডার,  ফিক্সিং এজেন্ট,  ইউরিয়া,  ওয়েটিং এজেন্ট,  এমোনিয়া।  এদের ব্রেন ও দেখা হয় সাধারনত ইন হাউস বা নিজেদের বায়ারদের ভালো ক্যামিকেল ব্যাবহার করা হয়। সাব কন্ট্রাক্ট বা পার্টির কাজের জন্য মোটামুটি মানের ব্যবহার করা হয়।

৩. ডাইজ,  যেমন : পিগমেন্ট হলে দাম কম,  রিয়েক্টিভ হলে কিছুটা বেশি ফ্লোরোসেন্ট কালার হলে আরো বেশি ধরা হয়।





৪. প্রিন্টিং এর সাথে এর ফিনিশিং কস্ট ও ধরতে হয়।  যেমন প্রতি কেজি কাপড় স্টেনন্টার করতে ১৫ টাকা আর কম্পেক্টটিং করতে ৭ টাকা লাগে।  আপনার কাপড় এর উপর নির্ভর করে কতো কেজি কাপড় ফিনিশিং করবেন।

৫. প্রিন্ট কভারেজ একটি ফেক্টর,  যেমন কতো টুকু যায়গা জুড়ে আপনি প্রিন্টিং করবেন,  কভারেজ বেশি হলে দাম বেশি।

৬. কস্টিং সাধারনত ডলারে আর সেন্ট এ ধরা হয়।  বেসিক ডিজাইন হলে ৫০ সেন্ট আর ডিজাইন হলে ২.৫০ সেন্ট পর্যন্ত হয়।

৭. সাধারনত ফ্লোর এর লোক কনজামশন দেয় আর মার্কেটিং এর লোক আর GM কস্টিং ফাইনাল করে।

কোন মন্তব্য নেই: