এব্জরবেন্সি
ডাইং করা কাপড় এর সেড না মিললে তাকে রিডাইং করতে হয় আর রিডাইং এর জন্য কাপড় এর এব্জরবেন্সি জরুরী , কিন্তু অনেক সময় কাপড় ফিনিশিং এর পর ইন্সপেকশন থেকে আসে । আর ইন্সপেকশনে কাপড় পাঠালে তাকে সফেনার দিয়ে ফিনিশিং করে দিতে হয়, সফেনার এর ফিনিশিং এর পর কাপড় এর এব্জরবেন্সি কমে যায়।
এব্জরবেন্সি টেস্ট এর জন্য আমরা তাতে পানি ছিটা দেই যাদি কাপড় দ্রুত পানি শোষন করে তবে তা ডাইং এর জন্য উপোযোগী। আর এব্জরবেন্সি না থাকলে কাপড় আনইভেন হয়। :)
তখন কাপড় কে হট ওয়াস করে নিতে হয় , আপনারা চাইলে লিকুইড সাবান, সোডা আর কস্টিক দিয়ে ওয়া দিতে পারেন। তাতে এব্জরবেন্সি আসবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন