Textile MBA & MSc. করে কি লাভ ?
আমরা অনেকেই এই প্রশ্নের উত্তর চাই।
সোজা উত্তর কোন লাভ নাই।
আর যদি একটু গভীর ভাবে চিন্তা করি,
তাহলে বলবো করা উচিৎ।
কেন ??
কারন বর্তমান যুগ ফিউশনের যুগ। টেকনোলজির ফিউশন। টেক্সটাইল এর সাথে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, প্রোডাক্টশন ইঞ্জিয়ারিং, ম্যানেজমেন্ট, একাউন্টিং সব কিছুই অন্তঃসম্পর্কিত।
তাই আপনি যদি একজন দক্ষ ম্যানেজার
হতে চান তাহলে অবশ্যই আপনাকে
ম্যানেজিরিয়াল জ্ঞান সম্পন্ন হতে হবে, অ্যাকাউন্ট , ম্যানেজমেন্ট, এইচ আর, বিজনেস ল' , বিজনেস পলিসি,.বিজনেস কমিউনিকেশন, স্কিল এই সব বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
কেন প্রয়োজন ??
যে যত দ্রুত সঠিক সিধান্ত নিতে পারে সেই সফল ম্যানেজার, এ জন্য আপনাকে মার্কেট, কম্পানির ফিনান্সিয়াল পজিশন, টার্গেট, ফরকাসটিং, লোন, ট্যাক্স , শেয়ার মার্কেট, টার্ন ওভার ইত্যাদি সম্পর্কে জানতে হবে। আর আপনার টেক্সটাইল জ্ঞান তো আছে। তা না
হলে অ্যাকাউন্ট অফিসার কিন্তু ফাঁকি
দিবে, সরকার টান দিবে, প্রতিযোগিতায় টিকে থাকা দায়। ভাইরে, একটা সময় দেখবেন স্পেশাল নলেজ, ম্যানেজমেন্ট নলেজ ছাড়া চাকরী, প্রমশন কিছুই হবে না। তাই এমবিএ টা করে ফেলুন।
আর M.Sc. করবেন কেন ?
বলেন কেন?
আপনি যদি আপনার সাবজেক্ট এ আরো বেশি স্পেশালিষ্ট হতে চান, রিসার্চ করতে চান, নতুন কিছু ডেভেলপ করতে চান , পি আইচ ডি করতে চান, সব শেষে মাস্টর(টিচার) হতে চান, তাহলে দেরি না করে...
M.Sc.টা করে ফেলুন। কারন দেশে এম এস সি করা টেক্সটাইল টিচার, ইঞ্জিনিয়ার অনেক কম, আর স্কলারশিপ ছাড়া বাইরে যেয়ে এম এস সি করা অনেক টাকার ব্যাপার।
এবার আসি আসল কথায়, আপনি পারবেন কি পারবেন না, একটু ভেবে দেখুন। ক্লাস না করলে এখনে পাশ করা, ভালো রেজাল্ট করা খুবই
কঠিন।
এম বি এ, দুই বছর। ২০০০০/- একটা শুন্য কম হয়ে গেছে =২০০০০০/- দুই লক্ষ টাকা,
প্রথম সেমিস্টার + ভর্তি =৫৫৭০০/-
টাকা।
ক্লাস শিডিউল -
শুক্রবার সকাল ৯.৩০ টা থেকে
১২.৩০, আবার বিকেল ৩.৩০ টু রাত ৯.৩০...,
শনিবার বিকেল ৩.৩০ টু রাত ৯.৩০..
সিট- ১০০ টা
মার্ক- ১০০ (টেক্সটাইল- ৫০, গনিত- ৩০,
ইংলিশ- ২০)
চান্স পাওয়া খুবই সহজ।
★ M.Sc. দেড় বছর, ৩ সেমিস্টার
প্রথম সেমিস্টার + ভর্তি = ২৮১৫০/-
মার্ক- ১০০ (রিলেটেড টেক্সটাইল
সাবজেক্ট- ৪০, টেক্সটাইল - ৪০, ইংলিশ-
২০) ক্লাস- এমবিএ এর মতো। চান্স পাওয়া খুব সহজ নয়।
M M Saikh Josy BUTex MBA
Formar PAU Student
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন