জব ফিউচার প্রশংগে : Job Future
আমার অভিমত :
জব ফিউচার নিজের কাছে, আর এটা অনেকংশেই র্নিভর করে তোমার উপর।
তোমার যদি সুনির্দিস্ট লক্ষ থাকে, উপরে যাওয়া ইচ্ছা থাকে, পরিশ্রম করো, লেগে থাকো, কস্ট করা মানুষিকতা থাকে তা হলে জব ফিউচার খারাপ হলেও তোমার ফিউচার আর পজিশন ভালো হবে।
তোমার যদি সুনির্দিস্ট লক্ষ থাকে, উপরে যাওয়া ইচ্ছা থাকে, পরিশ্রম করো, লেগে থাকো, কস্ট করা মানুষিকতা থাকে তা হলে জব ফিউচার খারাপ হলেও তোমার ফিউচার আর পজিশন ভালো হবে।
আর যদি বারে বারে জব বদলাও, লেগে না থাকো তা হলেও জবের ফিউচার ভালো হলেও তোমারটা হবে বলে আমার মনে হয় না ।
প্রতিটা সেক্টরে সফল ব্যাক্তি আসেন তাদের কে ফোলো করা উচিৎ, আর তাদের মতো নিজেকে গড়ে তোলা উচিৎ । তাবে ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেও জানেন না। তবে চেষ্টা করলে তিনি কলে কাওকে নিরাশ করেন না।
আমরা জব করেও ভালো করে ভবিষ্যৎ বলতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি। এটি চলমান প্রক্রিয়া সময় এর সাথে পোস্ট বেতন বড়ে । আলাদীন এর যাদুর মতো না চাইলে সব এক দিনে পাবা।
তবে আমার পরামর্শ
ফিউচার এর সাথে নিজের কোয়ালিটি চিন্তা করো যে আমার কি কি কোয়ালিটি আছে আমার ভালো ফিউচার হওয়ার মতো Think About it
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন