Accessories /এক্সেসরিস
আশা করি আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। আমরা RMG সেক্টরের অন্যতম একটা পার্ট Accessories /একসেসোরিজ কি, কাকে বলে, Accessories /একসেসোরিজ inspection, Accessories /একসেসোরিজ Defects এবং sewing / finishing Accessories /একসেসোরিজ নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনাদের জেনে কাজে আসবে বলে মনে করি।
☑️ Accessories /একসেসোরিজ কি :
✔ Accessories অর্থ আনুসাংগিক দ্রবাদি।
✔ Accessories হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।
☑️ Accessories /একসেসোরিজ কাকে বলে :
✔ পোশাক তৈরী করতে বা সাজাতে যে সকল আনুসাংগিক দ্রবাদির ব্যবহার করা হয় তাকে Accessories বলে।
🔹সাধারণত Garment Accessories গুলো তিন ভাগে ভাগ করা হয়েছে।
1️⃣ Basic Accessories.
2️⃣ Decorative Accessories.
3️⃣ Finishing Accessories.
নিচে কয়েকটি Basic /বেসিক accessories এর নাম দেওয়া হলো :
🔁 Thread🔁 Zipper🔁 Interlining🔁 Snap button,🔁 Plastic button,🔁 Metal button,🔁 Main label,🔁 Size Label,🔁 Wash care label🔁 Motif🔁 Leather,🔁 Plastic,🔁 batch Metal🔁 Pocketing fabric🔁 Lining🔁 Velcro🔁 Cord🔁 Elastic🔁 Ribbon🔁 Mobilon tape.🔁 Silicon tape.🔁 Heat seal.🔁 D - Ring.🔁 Lace.🔁 Buckle.🔁 Toggles🔁 Rivet🔁 Collar bone etc.
নিচে কয়েকটি Decorative/ডেকোরেটিভ accessories এর নাম দেওয়া হলো :
⏯️ Elastic tape⏯️ Button hole tape⏯️ Piping⏯️ Moiré ribbon⏯️ Seaming tape⏯️ Welted tape⏯️ Ribbed tape⏯️ String/Draw Cord.⏯️ Twill Tape.⏯️ Velvet ribbon⏯️ Bias binding⏯️ Stamped tape⏯️ Taffeta ribbon⏯️ Galloon⏯️ Fringes⏯️ Cords⏯️ Tassels⏯️ Rosettes⏯️ Soutache⏯️ Pompons etc.
নিচে কয়েকটি Finishing/ ফিনিশিং accessories এর নাম দেওয়া হলো :
⏪ Hang tag⏪ Price tag⏪ Plastic/ poly bag⏪ Tissue Paper⏪ Carton⏪ Scotch tape⏪ PP belt⏪ Tag pin⏪ Costape.⏪ Price tag.⏪ Gum tape.⏪ Barcode sticker.⏪ Silicon gel pack.⏪ Supper dry.⏪ P. P. belt.⏪ Clip.⏪ Hanger sticker.⏪ Plastic clip⏪ Stike⏪ Butterfly⏪ Collar insert.⏪ Back board⏪ Necks insert etc.
Accessories /এক্সেসরিস ইন্সপেকশন:
☑️ পোশাক তৈরি করা জন্য এক্সেসরিসের গুরুত্ব অপরিশীম।এক্সেসরিস ছাড়া পোশাক তৈরি কথা কল্পনা করা যায় না।আবার এক্সেসরিসের ত্রুটির কারণে মূল্যবান পোশাক শিপমেন্ট করা যায় না।তাই এক্সেসরিস পোশাকে সংযোগ করার পূর্বেই ইন্সপেকশন করে গুণগত মান নিশ্চিত করা হয়।এক্সেসরিস ইন্সপেকশনের জন্য সর্বমোট রিসিভ Quantity /কন্টিটি থেকে ১০% এক্সেসরিস ইন্সপেকশনের জন্য স্যাম্পল গ্রহণ করতে হবে।
১০% এক্সেসরিস ইন্সপেকশন করে যদি AQL অনুযায়ী পাস হয় তাহলে পোশাক তৈরি জন্য ব্যবহার করা যাবে।আর যদি ফেল হয় তাহলে আবার ১০% এক্সেসরিস ইন্সপেকশন করতে হবে।যদি পাস হয় তাহলে OK/অকে।আর যদি ফেল হয়, পূর্ণরায় ১০০% এক্সেসরিস ইন্সপেকশন করতে হবে এবং যে ডিফেক্ট গুলো পাওয়া যাবে তা Merchandiser, Management সহ Supplier সাথে আলাপ আলোচনা করতে হবে।
☑️ Accessories Inspection /এক্সেসরিস ইন্সপেকশন সময় নিম্ন লিখিত পয়েন্ট গুলো চেক করতে হবে।
1. Construction - গঠন, নির্মাণ।
2. Quality - মান।
3. Durability - স্থায়িত্ব।
4. Dimension /Measurements - মাপ।
5. Shrinkage - সংকোচন।
6. Color - রং।
7. Colour Consonance - রঙের দৃঢ়তা, রঙের ঘনত্ব, রঙের মিল।
8. Colour bleeding - রং শোষিত।
9. Strength - শক্তি।
10. Test - পরীক্ষা।
11. Defects - ত্রুটি।
Accessories Defects - জিনিস পত্র, মাল পত্র, আনুষঙ্গিক উপকরণের দোষ বা ত্রুটি।
⚠️ Hole⚠️ Ragged edge⚠️ Damage⚠️ Sharp edge⚠️ Broken⚠️ Incorrect shape⚠️ Missing yarn⚠️ Off shade⚠️ Colour out⚠️ Off tone⚠️ Colour bleeding⚠️ Wrong colour⚠️ Mixed colour⚠️ Wrong UPC No⚠️ Mixed shade⚠️ Wrong design⚠️ Shade⚠️ Weaving defect⚠️ Measurement plus out of tolerance⚠️ Wrong label⚠️ Measurement minus out of tolerance⚠️ Chip off⚠️ Eligible print⚠️ Fraying⚠️ Incorrect length /width⚠️ Not functional⚠️ Spot⚠️ UN even width⚠️ Logo missing etc.
Note:
উপরোক্ত ডিফেক্ট ছাড়াও আরো বিভিন্ন ধরণের ডিফেক্ট আছে, যা সব গুলো এখানে উল্লেখ করতে পারি নাই।
Thanks
QA Guidelines.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন