TAG, TUCK এবং TACK কি - Textile Lab | Textile Learning Blog
TAG, TUCK এবং TACK

তিনটি কাছাকাছি শব্দ গার্মেন্টস এ অনেক বেশি বলা হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় এগুলো বলতে এক করে ফেলি। অনেক সময় বুঝতে এদিক ওদিক করে ফেলি। অনেক সময় উচ্চারণ ও একই করে ফেলি।
TAG (ট্যাগ) 

কোন কিছু ঝুলিয়ে বা টাঙিয়ে সংযোজন করলে তখন এটিকে TAG দ্বারা বুঝানো হয়। যেমন Hangtag। একইভাবে Sample Tag এরকম আরও অনেক Tag এর ব্যবহার রয়েছে। 

TUCK (টাক) 

এটি একটি অস্থায়ী সংযোজন অর্থে ব্যবহার হয়। এই Tuck দেওয়া টা আমরা সবাই বুঝি। তা হলো একটি ক্ষনস্থায়ী প্রসেস। অর্থাৎ কোন প্রসেস করার আগে Tuck দিয়ে করলে তখন তা করতে সুবিধা হয়, সুন্দর হয়, কোয়ালিটি ভালো হয়।

কিন্তু ঐ Tuck টা আমরা সাধারণ সুতা দিয়ে করি এবং প্রসেস করার পরে Tuck টা খুলে  ফেলতে হয়। 

➤ আবার TUCK শব্দ টি স্থায়ী আলতো সংযোজন অর্থে ও ব্যবহার হয়। 

যেমন: Heavy Jacket তথা Inner ও outer বা  আমরা Shell, Lining বলি এমন জেকেট গুলোতে দুটি পার্ট কে একটি Self Fabric এর মাধ্যমে আটকিয়ে দেওয়া হয়। এটিও TUCK।

যাতে পার্ট ২ টি পৃথক হবেনা কিন্তু তাতে হালকা Movement হতে পারবে। এবং ঐ জেকেট এর নির্দিষ্ট কিছু প্রসেস এ কিছু অত্যাবশকীয় Tuck দিতে হয়। পরে অন্য স্টেটাসে শেয়ার করবো ইনশাআল্লাহ। 

TACK (টেক)

এটি দৃঢ় ও স্থায়ী সংযোজন অর্থে ব্যবহার হয়। ব্যাপার টা এমন যে একেবারে ফিক্সড করে দেয়ার মতো।

"Bar" এই ইংরেজি শব্দের একটি অর্থ হলো দন্ড। অর্থাৎ সোজা। 

তাই আমাদের কাছে সবচেয়ে সুপরিচিত প্রসেস Bar Tack মানে হলো দন্ড আকারের Tack. তাই আমরা সবসময়ই Bar Tack কে সোজা দেখি।

Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

TAG, TUCK এবং TACK কি

TAG, TUCK এবং TACK

তিনটি কাছাকাছি শব্দ গার্মেন্টস এ অনেক বেশি বলা হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় এগুলো বলতে এক করে ফেলি। অনেক সময় বুঝতে এদিক ওদিক করে ফেলি। অনেক সময় উচ্চারণ ও একই করে ফেলি।
TAG (ট্যাগ) 

কোন কিছু ঝুলিয়ে বা টাঙিয়ে সংযোজন করলে তখন এটিকে TAG দ্বারা বুঝানো হয়। যেমন Hangtag। একইভাবে Sample Tag এরকম আরও অনেক Tag এর ব্যবহার রয়েছে। 

TUCK (টাক) 

এটি একটি অস্থায়ী সংযোজন অর্থে ব্যবহার হয়। এই Tuck দেওয়া টা আমরা সবাই বুঝি। তা হলো একটি ক্ষনস্থায়ী প্রসেস। অর্থাৎ কোন প্রসেস করার আগে Tuck দিয়ে করলে তখন তা করতে সুবিধা হয়, সুন্দর হয়, কোয়ালিটি ভালো হয়।

কিন্তু ঐ Tuck টা আমরা সাধারণ সুতা দিয়ে করি এবং প্রসেস করার পরে Tuck টা খুলে  ফেলতে হয়। 

➤ আবার TUCK শব্দ টি স্থায়ী আলতো সংযোজন অর্থে ও ব্যবহার হয়। 

যেমন: Heavy Jacket তথা Inner ও outer বা  আমরা Shell, Lining বলি এমন জেকেট গুলোতে দুটি পার্ট কে একটি Self Fabric এর মাধ্যমে আটকিয়ে দেওয়া হয়। এটিও TUCK।

যাতে পার্ট ২ টি পৃথক হবেনা কিন্তু তাতে হালকা Movement হতে পারবে। এবং ঐ জেকেট এর নির্দিষ্ট কিছু প্রসেস এ কিছু অত্যাবশকীয় Tuck দিতে হয়। পরে অন্য স্টেটাসে শেয়ার করবো ইনশাআল্লাহ। 

TACK (টেক)

এটি দৃঢ় ও স্থায়ী সংযোজন অর্থে ব্যবহার হয়। ব্যাপার টা এমন যে একেবারে ফিক্সড করে দেয়ার মতো।

"Bar" এই ইংরেজি শব্দের একটি অর্থ হলো দন্ড। অর্থাৎ সোজা। 

তাই আমাদের কাছে সবচেয়ে সুপরিচিত প্রসেস Bar Tack মানে হলো দন্ড আকারের Tack. তাই আমরা সবসময়ই Bar Tack কে সোজা দেখি।

Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

কোন মন্তব্য নেই: