Sewing Inlay এবং Seam allowance :
গার্মেন্টস এর কাজে এই দুটো শব্দ আমরা প্রায়ই শুনে থাকি এবং এগুলো বিভিন্ন কাজে বলে থাকি।
কিন্তু এগুলো প্রায় একই মনে হলেও পার্থক্য রয়েছে।
Sewing Inlay হলো মূলত বর্ধিত অংশ। অর্থাৎ দুটি পার্ট জোড়া দেয়ার জন্য যখন আমরা তাতে সুইং করি তখন যেই অংশ হাতে রেখে সুইং টা করি তখন ঐ বর্ধিত অংশ টা ই হলো sewing Inlay।
★ এবং এই sewing Inlay কম বেশি হতে পারে কাজের পরিস্থিতি অনুযায়ী।
অপরদিকে Seam allowance হলো Buyer এর requirement অনুযায়ী এবং Fabric এর গঠনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ Allowance অবশ্যই রাখতে হয় ওটাই Seam allowance।
যেমন Woven fabrics এর জন্য 3/8" allowance রাখা বাধ্যতামূলক এবং এর কম হলে ঐ Seam (জোড়া) টা secured হবেনা।
একইভাবে Lock stitch এর জন্য 1/2” allowance প্রয়োজন।
★ তাই seam allowance হলো যতটুকু allowance না রাখলেই নয় ততটুকুই রাখতে হবে। এর কমবেশি হতে পারবেনা।
কম হলে insecure আবার বেশি হলে Measurement এর সমস্যা হবে!
➤ ➤ তাই বলা হয়, সকল Seam allowance একপ্রকার sewing Inlay। কিন্তু সকল sewing Inlay, Seam allowance নয়!
আর Sewing Inlay নিয়ে আরেকটু বললে হয় যেটা,
আমরা লাইনে দেখি যে কাটিং হয়ে যাওয়ার পরও যখন Measurement কম বেশি হয় বা কোন একটা Process এর Shape ঠিক করতে হয় তখন টেকনিশিয়ান অপারেটর কে বলেন যে, Inlay একটু বাড়িয়ে ধরতে বা একটু কমিয়ে ধরতে। যদি তাতে ঠিক করা সম্ভব হয়।
এখানে একটা Quality issue অবশ্যই মাথায় রাখতে হবে যে, কাজ ঠিক করতে গিয়ে Allowance কম বেশি করে যেন Product টা insecure না হয়। Insecure হলে এতে শিপমেন্ট হলেও Product বেশি টেকসই হবেনা এবং সবশেষে Consumer এবং Brand ক্ষতিগ্রস্থ হবে!
Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Final QA Auditor of LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন