টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা নীতিমালা | Textile Mills Management Policy - Textile Lab | Textile Learning Blog
ব্যবস্থাপনা নীতিমালাঃ Management Policy
জেনারেল ম্যানেজারঃ

ফ্যাক্টরীর সার্বিক দায়িত্ব পালন করা একজন জেনারেল ম্যানেজার এর প্রধান কাজ। অধিন্থদের যেকোন সমস্যা সমাধানে সর্বদা সজাগ দৃষ্টি রেখে দ্রুত সমাধান করা। এম.ডি/মার্চেনন্ডাইজারদের কাছ থেকে সমস্ত ফাইল বুঝে নিয়ে প্রোডাকশন পরিকল্পনা তৈরী করা এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত জায়গায় জনবল নিয়োগ করা। কোয়ালিটির গুণগতমান ঠিক আছে কিনা তা যাচাই করা। সঠিক সময় শিপম্যান্ট হচ্ছে কিনা তা তদারকি করা। লোক নিয়োগের ক্ষেত্রে প্রোডাকশনের উপর ভিত্তি করে লোক নিয়োগ করা। সুতরাং যথা সময়ে শিপম্যান্ট এবং বায়ারের চাহিদা অনুযায়ী সমস্ত কাজের সুষ্ঠ সমাধান করে কোম্পানির উন্নতি সাধন করাই জেনারেল ম্যানেজারের প্রধান কাজ।

প্রোডাকশন ম্যানেজারঃ

*  সঠিক সময়ে কাজ শুরু করা এবং ইনপুট ও সুইং সরঞ্জাম আছে কিনা চেক করা;

*  পিও শিট পাওয়া মাত্রই প্রোডাকশন করার মত একসোসরিজ আছে কিনা তা নিশ্চিত করা;

*  বায়ারের অর্ডারকৃত গার্মেন্টস যাতে র্শট শিপ্টম্যান্ট, এয়ার শিপ্টম্যান্ট এবং রিচেক না হয় সেদিকে লক্ষ্য রাখা;

*  বায়ারের চাহিদা অনুযায়ী স্যাম্পল তৈরী করা এবং গার্মেন্টস এর গুণগত মান নিশ্চিত করা;

*  ফ্লোরের যে কোন বিষয়ে জি.এম এর সাথে আলোচনা করা;

*  নতুন পিও পাওয়ার পর প্রোসেস অনুযায়ী মেশিন লে-আউট করা;

*  জনবল প্রতিবেদন প্রত্যহ নিজে করা এবং রিপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকা;

*  প্রতি মাসে নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের ব্যাপারে জি.এম এর  সাথে আলোচনা করা।

 

সহকারী প্রোডাকশন ম্যানেজারঃ

*  আউটপুট গার্মেন্টস অর্ডার পরিমাণ-এর সাথে সঠিক আছে কিনা তা তদারকি করা;

*  লাইনে কথা বলা বন্ধ করা এবং শৃংখলা বজায় রাখা;

*  সেকশন সুপারভাইজার, লাইন চীপ সঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়ন্ত্রণ করা;

*  প্রয়োজন অনুযায়ী সুপারভাইজার, লাইনচীপকে একসোসরিজ বুঝিয়ে দেওয়া;

* লাইনে কেউ কার সাথে ঝগড়া বা গ্রুপিং করছে কিনা তা জি.এম/ব্যবস্থাপককে জানানো।

 
ফিনিশিং ইনচার্জঃ

*    সুইং আউটপুট হওয়ার পর বায়ারের ওর্ডার অনুযায়ী কাজ করা;

*    ফিনিশিং একসোসরিজ ঠিক আছে কিনা তা দেখা;

*    কোয়ালিটি সম্পন্ন মাল পলি হচ্ছে কিনা তা দেখা;

*    রেসিও ও সাইজ অনুযায়ী কার্টুন করা;

*    যদি কোন মালে সমস্যা থাকে তা হলে সাথে সাথে পি.এম/জি.এম কে জানানো;

*    ওয়ার্ক ওর্ডার অনুযায়ী শিপম্যান্ট করা সম্ভব কিনা তা নিশ্চিত করা;

*    পলি/কার্টুন মেজারমেন্ট এবং সিবিএম উল্লেখ করে প্যাকিং লিষ্ট জিএম-এর নিকট জমা দেওয়া;

*    আয়রন ঠিকমত হয় কিনা তা চেক করা;


*    নতুন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগেই পি.এম-কে জানানো।

টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা নীতিমালা | Textile Mills Management Policy

ব্যবস্থাপনা নীতিমালাঃ Management Policy
জেনারেল ম্যানেজারঃ

ফ্যাক্টরীর সার্বিক দায়িত্ব পালন করা একজন জেনারেল ম্যানেজার এর প্রধান কাজ। অধিন্থদের যেকোন সমস্যা সমাধানে সর্বদা সজাগ দৃষ্টি রেখে দ্রুত সমাধান করা। এম.ডি/মার্চেনন্ডাইজারদের কাছ থেকে সমস্ত ফাইল বুঝে নিয়ে প্রোডাকশন পরিকল্পনা তৈরী করা এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত জায়গায় জনবল নিয়োগ করা। কোয়ালিটির গুণগতমান ঠিক আছে কিনা তা যাচাই করা। সঠিক সময় শিপম্যান্ট হচ্ছে কিনা তা তদারকি করা। লোক নিয়োগের ক্ষেত্রে প্রোডাকশনের উপর ভিত্তি করে লোক নিয়োগ করা। সুতরাং যথা সময়ে শিপম্যান্ট এবং বায়ারের চাহিদা অনুযায়ী সমস্ত কাজের সুষ্ঠ সমাধান করে কোম্পানির উন্নতি সাধন করাই জেনারেল ম্যানেজারের প্রধান কাজ।

প্রোডাকশন ম্যানেজারঃ

*  সঠিক সময়ে কাজ শুরু করা এবং ইনপুট ও সুইং সরঞ্জাম আছে কিনা চেক করা;

*  পিও শিট পাওয়া মাত্রই প্রোডাকশন করার মত একসোসরিজ আছে কিনা তা নিশ্চিত করা;

*  বায়ারের অর্ডারকৃত গার্মেন্টস যাতে র্শট শিপ্টম্যান্ট, এয়ার শিপ্টম্যান্ট এবং রিচেক না হয় সেদিকে লক্ষ্য রাখা;

*  বায়ারের চাহিদা অনুযায়ী স্যাম্পল তৈরী করা এবং গার্মেন্টস এর গুণগত মান নিশ্চিত করা;

*  ফ্লোরের যে কোন বিষয়ে জি.এম এর সাথে আলোচনা করা;

*  নতুন পিও পাওয়ার পর প্রোসেস অনুযায়ী মেশিন লে-আউট করা;

*  জনবল প্রতিবেদন প্রত্যহ নিজে করা এবং রিপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকা;

*  প্রতি মাসে নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের ব্যাপারে জি.এম এর  সাথে আলোচনা করা।

 

সহকারী প্রোডাকশন ম্যানেজারঃ

*  আউটপুট গার্মেন্টস অর্ডার পরিমাণ-এর সাথে সঠিক আছে কিনা তা তদারকি করা;

*  লাইনে কথা বলা বন্ধ করা এবং শৃংখলা বজায় রাখা;

*  সেকশন সুপারভাইজার, লাইন চীপ সঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়ন্ত্রণ করা;

*  প্রয়োজন অনুযায়ী সুপারভাইজার, লাইনচীপকে একসোসরিজ বুঝিয়ে দেওয়া;

* লাইনে কেউ কার সাথে ঝগড়া বা গ্রুপিং করছে কিনা তা জি.এম/ব্যবস্থাপককে জানানো।

 
ফিনিশিং ইনচার্জঃ

*    সুইং আউটপুট হওয়ার পর বায়ারের ওর্ডার অনুযায়ী কাজ করা;

*    ফিনিশিং একসোসরিজ ঠিক আছে কিনা তা দেখা;

*    কোয়ালিটি সম্পন্ন মাল পলি হচ্ছে কিনা তা দেখা;

*    রেসিও ও সাইজ অনুযায়ী কার্টুন করা;

*    যদি কোন মালে সমস্যা থাকে তা হলে সাথে সাথে পি.এম/জি.এম কে জানানো;

*    ওয়ার্ক ওর্ডার অনুযায়ী শিপম্যান্ট করা সম্ভব কিনা তা নিশ্চিত করা;

*    পলি/কার্টুন মেজারমেন্ট এবং সিবিএম উল্লেখ করে প্যাকিং লিষ্ট জিএম-এর নিকট জমা দেওয়া;

*    আয়রন ঠিকমত হয় কিনা তা চেক করা;


*    নতুন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগেই পি.এম-কে জানানো।

কোন মন্তব্য নেই: