ষষ্ঠ অধ্যায়ঃ নিরাপত্তা
১) কারখানা রুমের বর্হিগমন দরজা কি ধরনের হবে ?
উত্তরঃ
প্রত্যেক প্রতিষ্টানের কোন কক্ষ হতে বর্হিগমনের পথ তালা বদ্ধ বা আপকিয়ে রাখা যাবে না যাতে কোন ব্যাক্তি কক্ষের ভেতরে কর্মরত থাকলে উহা তৎখনাত ভিতর হতে সহজে খোলা যায় এবং এই প্রকার সকল দরজা যদি না হয়ে এগুলো স্লাইডিং টাইপের হয় এমন ভাবে তৈরি করতে হবে যেন উহা বাইরে দিকে খোলা যায় অথবা যদি কোন দরজা দুই কক্ষের মাঝখানে হয় তাহলে উহা ভবনের নিকটতম বর্হিগমন পথের কাছাকাছি দিকে খোলা যায় এবং এই প্রকার কোন দরজা কক্ষের কাজ চলাকালীন সময়ে তালাবদ্ধ বা বাধাগ্রস্থ অবস্থায়া রাখা যাবে না । ধারা-৬২(৩)
২) কতজন শ্রমিক থাকিলে কত দিন পর পর অগ্নিনির্বাপন মহড়া করতে হবে?
উত্তরঃ ৫০ বা ততোধিক শ্রমিক থাকলে ০৬ মাসে একবার অগ্নি নির্বাপন মহড়া করতে হবে । ধারা-৬২(৮), সংশোধনি ধারা-২৩(ঘ),বিধি-৫৫(১৪)
৩) কত জন কাজ করলে অনূন্য দুইটি বর্হিগমন পথ থাকতে হবে?
উত্তরঃ ২০ জনের অধিক । বিধি-৫৪(১)
৪) একজন শ্রমিক ফ্লোরের যেখানেই কাজ করুক না কে সর্বোচ্চ কত মিটারের মধ্যে বর্হিগমন থাকতে হবে?
উত্তরঃ ৫০ মিটার বা ১৬৪ ফিট । বিধি-৫৪(২)
৫) একজন শ্রমিক ফ্লোরের যেখানেই কাজ করুক না কেন সের্বোচ্চ কত মিটারের মধ্যে বর্হিগমন থাকতে হবে?
উত্তরঃ ৫০ মিটার বা ১৬৪ ফিট । বিধি-৫৪৯২)
৬) সিড়ির রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল থাকতে হবে (বিধি বলবধ হবার পরে)
উত্তরঃ ১.১৫ মিটার বা ৩.৭৭ ফিট । বিধি-৫৪(৫)
৭) সিঁড়ি সমতল হতে কত ডিগ্রী কোনের অধিক কৌণিক ত্বে করা যাবে না?
উত্তরঃ ৪৫ ডিগ্রী কোণ । বিধি-৫৪(৬)
৮) একটি সিঁড়ির প্রস্থ কম পক্ষে কত মিটার?
উত্তরঃ ৬ তলা পরযন্ত ১.১৫ মি/৩.৭৭ ফিট এবং৬ তলার অধিক হলে ২মি./৬.৫৬ ফিট (এই বিধি প্রনয়নের পুর্বে তৈরী হলে বাড়ানোর সুযোগ বাড়ানোর সুযোগ না থাকলে ০. ৮২মি./২.৬৯ ফিট্ এর কম হইবে না) । বিধি-৫৪(৭)
৯) একটি্ এক্সিট থেকে আরেকটি এক্সিট এর দূরত্ব সর্বোচ্চ কত মিটার মধ্যে থাকতে হবে?
উত্তরঃ ৫০ মিটার বা ১৬৪ ফিট । বিধি-৫৪(৮)
১০)প্রতিটি ফ্লোরের জানালা কেমন রাখিতে হইবে অগ্নি দুর্ঘটনায় অবতরনের জন্য?
উত্তরঃ প্রতিটি ফ্লোরের নূন্যতম একটি গ্রীলবিহীন জানালা থাকিবে যা কব্জাসংযুক্ত হইতে হইবে এবং যাহাতে জরুরি প্রয়োজনে খুলিয়া লেডার বা দড়ির মই এর সাহায্যে নীচে নামিয়া আসা যায়া এবং নীচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষন করিতে হইবে যাহাতে অগ্নি দুর্ঘটনায় সময় জরুরি প্রয়োজনে দড়ি বাহিয়া উক্ত জালে অবতরন করা যায়া । বিধি-৫৪৯(১০)
১১) কতটুকু জায়গার জন্য কতটুকু ধারনকক্ষমতা সম্পন্ন পানির ব্যবস্থা থাকতে হবে?
উত্তরঃ ১০০০ বর্গমিটারের জন্য ২০০ লিটার পানি ভর্তি ড্রাম থাকবে । বিধি-৫৫ (১)
১২) পানি ব্যবহারের জন্য কয়টি বালদি থাকতে হবে?
উত্তরঃ ১০ লিটার ক্ষমতাস্মপন্ন ৪টি বালদি । বিধি-৫৫(১)
১৩) পানি ব্যবহারের জন্য কয়টি বালতি থাকতে হবে?
উত্তরঃ ১০ লিটার ক্ষমতাসম্পন্ন ৪টি বালতি। বিধি-৫৫(১)
১৪) কত বর্গমিটার এরিয়ার জন্য ১ টি হোজ রিল প্রয়োজন?
উত্তরঃ প্রতি ৮৫০ বর্গমিটার/৯১৫০ বর্গফুটের জন্য ১ টি । বিধি-৫৫(১)ঘ
১৫) হোজ রিল গুলি কতদিন পর পর পরীক্ষার ব্যবস্থা করিতে হইবে?
উত্তরঃ বৎসরে নূন্যতম ০১ বার । বিধি- ৫৫(১) ঘ
16) কত বর্গমিটার এরিয়ার জন্য ১ টি ফায়ার এক্সটিংগুইসার প্রয়োজন?
উত্তরঃ প্রতি ৯০ বর্গমি./৯৬৮ বর্গফুটের জন্যে ১ টি । বিধি-৫৫(২)
১৭) দাহ্য তরল /গ্লোজ/পেইন্টের আগুনের জন্য কি ধরনের ফায়ার এক্সটিংগুইসার রাখতে হবে?
উত্তরঃ ফোম, ড্রাই কেমিক্যাল পাউডার (এবিসি), কার্বন-ডাই-অক্সাইড । বিধি-৫৫(৩)
১৮) বৈদ্যুতিক আগুনের জ্ন্য কি ধরনের এক্সটিংগুইসার রাখতে হবে?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড, ড্রাই কেমিক্যাল পাউডার (এবিসি)। বিধি-৫৫(৪)
১৯) ম্যাগিনেশিয়াম, এ্যালুমিনিয়াম বা জিংক-এর গুঁড়া বা চাঁচ অথবা অন্য দাহ্য ধাতু হইতে সৃষ্ট আগুনের জন্য কি ধরনের এক্সটিংগুইসার ব্যবহার করতে হবে?
উত্তরঃ ড্রাই কেমিক্যাল পাইডার ( ডি টাইপ) । বিধি-৫৫(৫)
২০) অগ্নি নির্বাপন যন্ত্র ভুসমতল হতে কত উপরে থাকিতে হইবে?
উত্তরঃ ১০০০ মিলিমিটার/১ মিটার/৩.২৮ ফিট । বিধি-৫৫ (৭) ঘ
২১) ইভাকুয়েশন প্লান ফ্লোরের কোথায় স্থাপন করেতে হয়?
উত্তরঃ সহজে দৃশ্যমান স্থানে । বিধি-৫৫(৮)
২২) শতকরা কত জন শ্রমিককে ফায়ার ট্রেনিং দিতে হবে?
উত্তরঃ ১৮% এবং ৬% করে ৩টি কমিটিতে বিন্যাস করতে হবে (ফায়ার ফাইটিং,রেস্কিউ,ফার্স্টএইড) । বিধি-৫৫(১০)
২৩) কত জন শ্রমিক কর্মরত থাকিলে একজন ট্রেনিংপ্রাপ্ত ফায়ার অফিসার রাখতে হবে?
কমপক্ষে ৫০০ জন । বিধি-৫৫(১২)
২৪) ৩টি টিমকে কত মাস পর পর পুন: প্রশিক্ষন দিতে হবে?
উত্তরঃ ৬ মাস। বিধি-৫৫(১২)
২৫) অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে?
উত্তরঃ ১৫ দিন । বিধি- ৫৫(১৪)
২৬) অগ্নি নির্বাপনের জন্য জলাধারে কম পক্ষে কত লিটার পানি সংরক্ষন করতে হবে?
উত্তরঃ ৫০০০ লিটার । বিধি-৫৫(১৫)
২৭) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে?
উত্তরঃ প্রতি ছয়মাসে অন্তত ০১ বার । ধারা-৬৯ (গ)
২৮) বৈদ্যুতিক ওয়ারিং ও সুইচ বোর্ডের কি নিরাপত্তা নিতে হবে?
উত্তরঃ বিদ্যুত অপরিবাহী পদার্থ দ্বারা “কনসিল ওয়ারিং” করতে হবে । বিধি-৫৮৯৭)
২৯) বিদ্যুৎ এর ওয়ারিং/আর্তিং কত দিন পর পর সরকারী অনুমদিত প্রতিষ্ঠান দ্বারা পরিক্ষা করে প্রত্যয়ন পত্র সংরক্ষন করতে হবে?
উত্তরঃ প্রতি বার মাসে অন্তত ০১ বার । বিধি-৫৮(৮)
৩০) দেয়াল হতে যন্ত্রপাতি কত মিটার দুরত্বে স্থাপন করতে হবে?
উত্তরঃ কমপক্ষে ১ মিটার/ ৩.২৮ ফিট/ ৩৯.৩৭ ইঞ্চি । বিধি-৫৯
৩১) যন্ত্রপাতির পাশে কত মিটার প্রশস্ত চল
উত্তরঃ ১ মিটার/৩.২৮ ফিট/ ৩৯.৩৭ ইঞ্চি (ফ্লোরের লাইন দেয়াল থেকে মেশিন পর্যন্ত আইলস মার্ক এর জায়গা না থাকলে রাস্তার প্রস্থ হবে নূন্যতম ০.৭৫ মিটার/২.৪৬ ফিট/ ২৯.৫২ ইঞ্চি) । বিধি-৫৯
৩২) এক জন প্রাপ্ত বয়স্ক পুরুষ সমতল জায়গায় কত কেজি বহন করতে পারবে?
উত্তরঃ ৫০ কেজি । বিধি- ৬৩(১),(২)
৩৩) একজন প্রাপ্ত বয়স্ক মহিলা সমতল জায়গায় কত কেজি বহন করতে পারবে?
উত্তরঃ ৩০ কেজি । বিধি-৬৩(১),(২)
৩৪) এক জন প্রাপ্ত বয়স্ক পুরুষ উপরে উঠতে হলে কত কেজি বহন করতে পারবে?
উত্তরঃ ৪০ কেজি । বিধি-৬৩(১),(২)
৩৫) একজন প্রাপ্ত বয়স্ক মহিলা উপরে উঠতে হলে কত কেজি বহন পারবে?
উত্তরঃ ২৫ কেজি । বিধি- ৬৩(১),(২)
৩৬) উত্তরঃ শব্দ (সাইন্ড) সর্বোচ্চ কত ডেসিবল এর বেশি হলে বিপদজনক ধরা হবে?
উত্তরঃ ৮০ ডেসিবল । বিধি- ৬৮ (১) র
৩৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তরঃ বছরে ১ বার । বিধি-৬৮ (৫)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন