শিল্প প্রতিষ্ঠানে ফায়ার এন্ড সেফটি সংক্রন্ত অডিট এ কি কি প্রয়োজন?
Requirements of Fire Safety Audit :
কোন গার্মেন্টস প্রতিষ্ঠানে সোসাল অডিট বলেন আর ফায়ার সেফটি অডিট বলেন সব ক্ষেত্রেই ফায়ার রিলেটেট নিম্নোক্ত বিষয়াদির প্রয়োজন হবে।
অগ্নি মহড়া এবং জরূরী বর্হি:গমন মহড়ার রেকর্ড রাখতে হবে। (Fire Drill & Fire Training Record)
অগ্নি নিরাপওা প্রশিক্ষন রেকর্ড রাখতে হবে।
১.অভ্যন্তরীন প্রশিক্ষন
২.ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রশিক্ষন রেকর্ড (Fire Safety Training Record; >Internal & External)
৩. ফায়ার লাইসেন্স (Fire License)
৪. ফায়ার ইকুইপমেন্ট চেক লিষ্ট (Fire Equipment Checklist)
৫. জরুরী কর্ম পরিকল্পনা রেকর্ড রাখতে হবে। (Emergency Plan Record)
৬. ধুমপান পলিসি (Smoking Policy)
৭. অকুপেন্সী সার্টিফিকেট (Ocupency Certificate)
৮. হাউজকিপিং পলিসি (House-Keeping Policy)
৯. অগ্নি দূর্ঘটনার রেকর্ড (যদি দূর্ঘটনা ঘটে) (If any Accident happend then Accident Record)
১০. শতকরা ১৮% ফায়ার ফাইটারদের নামের তালিকা (18% Fire Fighter Name List)
১১. ফায়ার সেফটি প্ল্যান (Fire Safety Plan)
১২. ফায়ার সেফটি প্রি-প্লানিং (Fire Safety Pre-Planing)
১৩.ফায়ার রাউন্ড টিম রেকর্ড (Fire Round Team Record)
১৪. ফায়ার ডোর,হাইড্রেন্ট সিস্টেম,অটোমেটিক ফায়ার এলার্ম সিস্টেমের মেইনটেন্যান্স ও সার্টিফিকেট রেকর্ড রাখতে হবে। (Fire Door, Hydrant System, Automatic Fire Alarm System's Maintenance Record)
১৫. হট ওয়ার্ক পারমিট রেকর্ড থাকতে হবে। (Hot Work Permit Record)
১৬. ফায়ার ইকুইপমেন্ট লিষ্ট (Fire Equipment List)
জরুরী বাতি, ফগ লাইট, এক্সিট, ফায়ার এলার্ম, স্মোক ডিটেক্টর, পি.এ সিস্টেম কার্যকারী হতেহবে। (Emergency Light, Fog Light, Exit, Fire Alarm, Smoke Detector, PA System must be Live/Active)
১৭. জরুরী বাতি, এক্সিট, ফায়ার এলার্ম, পি.এ সিস্টেম আই.পি.এস ব্যাকআপ থাকতে হবে। (Emergency Light, Exit, Fire Alarm, PA System's IPS Backup needed)
১৮. আইলস মার্ক সঠিক থাকতে হবে এবং বাধামুক্ত রাখতে হবে। (Aisle Mark Free and Accurate)
১৯. ফায়ার এক্সটিংগুইশার, হোজ রিল ,ফায়ার ইকুইপমেন্ট বক্সের নিচে কোন মালামাল রাখা যাবে না। (No Goods under Fire Extinguisher, Hose Reel, Fire Equipment Box)
২০. সমস্ত বহি:গমন দরজা খোলা রাখতে হবে। (All Exit Door must be Open)
২১. ছাদে প্রবেশ করার জন্য ছাদের বহি:গমন দরজা খোলা রাখতে হবে। (Rooftop Exit must be opened)
২২. ফায়ার এক্সটিংগুইশারের সেফটি লক, বডি বেল্ট, প্রেসার ডেলিভারী হোজ ,ওয়ারেন্টি কার্ড, পরিদর্শন কার্ড, ব্যবহার বিধি সঠিক থাকতে হবে। (Fire Extinguisher's Safety Lock, Body Belt, Pressure delivery Hose, Warranty Card, Display Card, User Instruction/Manual must be accurate)
২৩. হোজ রিল বা হোজ পাইপ ভাল করে ভাজ করে রাখতে হবে। (The hose reel or hose pipe should be well fried)
২৪. জরুরী বাতি, এক্সিট, ফগ লাইটে ময়লা ও মাকড়সার জাল যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ( Emergency Light, Exits, fog lights should be monitored to avoid any traps of dirt and spider Net.)
২৫. ফ্লোরে যদি কোন ফায়ার হাজার্ড থাকে সে বিযয়ে ফলো আপ করতে হবে। (If there is a fire hazard on the floor, he should follow up.)
২৬. পানির ড্রামে পানি এবং বাকেট ষ্টান্ডে বাকেট পরিষ্কার পরিছন্ন ও পানি নিশ্চিত করতে হবে। (Water in the water drum and bucket stack should ensure the bucket is clean)
২৭. সার্বক্ষনিক ফায়ারম্যান দ্বারা সেফটি নিশ্চিত করতে হবে। (Safety must be ensured by universal firemen.)
২৮. জরুরী বাতির লাক্স মাপার রেকর্ড রাখতে হবে। (Keep records of emergency light measurements.)
২৯. ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং এর সাপ্লাইয়ার ও তৃতীয় পক্ষের চুক্তির রেকর্ড রাখতে হবে। (The supplier of fire extinguisher refilling and third party contract records should be kept.)
৩০. সকল প্রকার বৈদ্যুতিক সুইচ, ব্রেকার এবং ক্সবদ্যুতিক ওয়ারিং ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। ( Ensure all types of electrical switches, breakers and electrical wiring are OK)
৩১. হাইড্রেন্ট পাম্পের প্রেসার ঠিক আছে কি না সেটা চেক করা। (Check that the hydrant pump's pressure is OK)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন